এদিন সরকারি তেল সংস্থাগুলি দেশের চার মহানগর-সহ প্রায় সমস্ত শহরে পেট্রোল-ডিজেলের দাম বৃদ্ধি করেছে ৷ দিল্লিতে পেট্রোলের দাম ৮০ পয়সা প্রতি লিটারে বেড়ে ১০১ টাকা হয়ে গিয়েছে ৷ মুম্বইয়ে ৮৫ পয়সা বাড়ানো হয়েছে পেট্রোলের দাম ৷ দিল্লিতে ডিজেলের দাম ৮০ পয়সা প্রতি লিটারে বাড়ানো হয়েছে ৷
আরও পড়ুন: স্বাস্থ্য বিমায় কী কী মাতৃত্বকালীন সুবিধা পাওয়া যাবে, জেনে ফায়দা ওঠান
advertisement
চার মহানগরে পেট্রোল-ডিজেলের দাম
- দিল্লি- পেট্রোল ১০১.০১ টাকা, ডিজেল ৯২.২৭ টাকা
- মুম্বই- পেট্রোল ১১৫.৮৮ টাকা, ডিজেল ১০০.১০ টাকা
- চেন্নাই- পেট্রোল ১০৬.৬৯ টাকা, ডিজেল ৯৬.৭৬ টাকা
- কলকাতা- পেট্রোল ১১০.৫২ টাকা, ডিজেল ৯৫.৪২ টাকা
আরও পড়ুন: অনেক আর্থিক পরিকল্পনা কিন্তু যথেষ্ট আয় নেই! জানুন কী করবেন!
অন্যান্য শহরে পেট্রোল-ডিজেলের রেট
- নয়ডা- পেট্রোল ১০১.০৮ টাকা, ডিজেল ৯২.৬২ টাকা
- লখনউ- পেট্রোল ১০০.৮৬ টাকা, ডিজেল ৯২.৪২ টাকা
- পোর্টব্লেয়ার- পেট্রোল ৮৭.৮০ টাকা, ডিজেল ৮২.০৯ টাকা
- পটনা- পেট্রোল ১১১.৬৮ টাকা, ডিজেল ৯৬.৬৮ টাকা
আরও পড়ুন: ১৫ বছরের মেয়াদ শেষের পর পিপিএফ অ্যাকাউন্টে কী করবেন? এখনই করুন পরিকল্পনা!
প্রতিদিন সকাল ৬টায় পেট্রোল ও ডিজেলের দাম জারি করে থাকে সরকারি তেল সংস্থাগুলি ৷ পেট্রোল ও ডিজেলের দামে এক্সাইজ ডিউটি, ডিলার কমিশন, ভ্যাট ও অন্যান্য চার্জ যুক্ত করার পর প্রায় দ্বিগুণ দাম দিয়ে তেল কিনতে হয় উপভোক্তাদের ৷
পেট্রোল ও ডিজেলের প্রতিদিনের দাম এসএমএস-এর মাধ্যমে সহজেই জানতে পারবেন ৷ ইন্ডিয়ান অয়েলের গ্রাহকরা RSP লিখে 9224992249 নম্বরে, বিপিসিএল উপভোক্তারা RSP লিখে 9223112222 নম্বরে এসএমএস পাঠিয়ে পেট্রোল ও ডিজেলের দাম জানতে পারবেন ৷ এইচপিসিএল উপভোক্তারা HPPrice লিখে 9222201122 নম্বরে মেসেজ পাঠিয়ে দাম জানতে পারবেন ৷
