আরও পড়ুন: ডিয়ার বঙ্গভূমি অজয়ের টিকিটে জিতুন ৫০ লক্ষ টাকা, জেনে নিন আজকের ফলাফল
৮০ পয়সা করে চলতি সপ্তাহে পেট্রোল ও ডিজেলের দাম প্রতি লিটারে প্রায় ৩.২০ টাকা বেড়ে গিয়েছে ৷ গত মাসে পাঁচ রাজ্যে চলতে থাকা বিধানসভা নির্বাচনের কারণে ১৩৭ দিন তেল সংস্থাগুলি জ্বালানির দামে কোনও বদল করেনি ৷ অথচ এই সময় ক্রুডের দাম প্রায় ৪৫ শতাংশ পর্যন্ত বেড়ে গিয়েছিল ৷ এদিন রাজধানী দিল্লিতে পেট্রোলের দাম ৯৮.৬১ টাকা প্রতি লিটার এবং ডিজেল ৮৯.৮৭ টাকা প্রতি লিটারে ৷
advertisement
আরও পড়ুন: আজই সেরে নিন ব্যাঙ্কের জরুরি কাজ, আগামিকাল থেকে ৪দিন বন্ধ থাকবে ব্যাঙ্ক
চার মহানগরে পেট্রোল-ডিজেলের দাম
- দিল্লি- পেট্রোল ৯৮.৬১ টাকা, ডিজেল ৮৯.৮৭ টাকা
- মু্ম্বই- পেট্রোল ১১৩.৩৫ টাকা, ডিজেল ৯৭.৫৫ টাকা
- চেন্নাই- পেট্রোল ১০৪.৪৩ টাকা, ডিজেল ৯৪.৪৭ টাকা
- কলকাতা- পেট্রোল ১০৮.০১ টাকা, ডিজেল ৯৩.০১ টাকা
প্রতিদিন সকাল ৬টায় জারি করা হয় পেট্রোল ও ডিজেলের দাম
প্রতিদিন সকাল ৬টায় পেট্রোল ও ডিজেলের দাম জারি করে থাকে সরকারি তেল সংস্থাগুলি ৷ পেট্রোল ও ডিজেলের দামে এক্সাইজ ডিউটি, ডিলার কমিশন, ভ্যাট ও অন্যান্য চার্জ যুক্ত করার পর প্রায় দ্বিগুণ দাম দিয়ে তেল কিনতে হয় উপভোক্তাদের ৷
আরও পড়ুন: গোবর থেকে ব্যাগ, চপ্পল বানিয়ে বছরে ৩৬ লাখ! জেনে নিন কীভাবে!
পেট্রোল ও ডিজেলের প্রতিদিনের দাম এসএমএস-এর মাধ্যমে সহজেই জানতে পারবেন ৷ ইন্ডিয়ান অয়েলের গ্রাহকরা RSP লিখে 9224992249 নম্বরে, বিপিসিএল উপভোক্তারা RSP লিখে 9223112222 নম্বরে এসএমএস পাঠিয়ে পেট্রোল ও ডিজেলের দাম জানতে পারবেন ৷ এইচপিসিএল উপভোক্তারা HPPrice লিখে 9222201122 নম্বরে মেসেজ পাঠিয়ে দাম জানতে পারবেন ৷