বর্তমানে মধ্যপ্রদেশে পেট্রোলের দাম সবচেয়ে বেশি (১১৩.২৮ টাকা প্রতি লিটার) আর রাজস্থানে (শ্রীগঙ্গানগরে ১১৩.০১ টাকা প্রতি লিটার) ৷
এক নজরে দেখে দেশের চারটি মহানগরে পেট্রোল ও ডিজেলের দাম (Petrol Price Today)
- দিল্লি- পেট্রোল ১০২.১৪ টাকা, ডিজেল ৯০.৪৭ টাকা
- মুম্বই- পেট্রোল ১০৮.১৯ টাকা, ডিজেল ৯৮.১৬ টাকা
- চেন্নাই পেট্রোল ৯৯.৮০ টাকা, ডিজেল ৯৫.০২ টাকা
- কলকাতা- পেট্রোল ১০২.৭৭ টাকা, ডিজেল ৯৩.৫৭ টাকা
advertisement
গত ৭ দিনে আজ নিয়ে লাগাতার ৬দিন পেট্রোল ও ডিজেলের দাম বৃদ্ধি করা হল ৷ বৃহস্পতিবার প্রাকৃতিক গ্যাসের দাম ৬২ শতাংশ বাড়িয়েছে কেন্দ্র ৷
কীভাবে চেক করবেন নিজের শহরে পেট্রোল ও ডিজেলের দাম (Petrol Price Today)
সাধারনত আন্তর্জাতিক বাজারে অপরিশোধিত তেলের দাম এবং ডলারের তুলনায় টাকার মূল্যের উপর নির্ভর করে দেশের বাজারে পেট্রোল ও ডিজেলের দাম ৷ দেশের তিনটি সরকারি তেল সংস্থা HPCL, BPCL ও IOC প্রতিদিন সকাল ৬টায় পেট্রোল ও ডিজেলের দাম (Petrol-diesel price today) জারি করে থাকে ৷ তেল সংস্থার ওয়েবসাইটের পাশাপাশি এসএমএস-এর মাধ্যমেও আপনার শহরের পেট্রোল ও ডিজেলের দাম জানতে পারবেন সহজেই ৷ এর জন্য RSP<স্পেস> পেট্রোল পাম্প ডিলারের কোড লিখে 92249 92249 নম্বরে পাঠাতে হবে ৷