TRENDING:

৫০০, ১০০০ টাকার নোট বাতিল হওয়ায় পকেট ভারী হচ্ছে অনলাইন ওয়ালেটের

Last Updated:

বিভিন্ন ক্যাব সংস্থা যেমন ওলা ও উবের বুধবার সকাল থেকেই গ্রাহকদের ম্যাসেজে যাত্রীদের আবেদন জানিয়েছেন ৫০০ বা ১০০০ টাকার নোট না দিতে ৷

impactshort
ইমপ্যাক্ট শর্টসলেটেস্ট খবরের জন্য
advertisement
#নয়াদিল্লি: কালো টাকার লেনদেন রুখতে নজিরবিহীন সিদ্ধান্ত নিয়েছে কেন্দ্র। মঙ্গলবার মাঝরাত থেকে বাতিল হয়ে গেল পাঁচশো এবং হাজার টাকার নোটের লেনদেন। বদলে বৃহস্পতিবার থেকে নতুন পাঁচশো এবং দু'হাজার টাকার নোট বাজারে আনছে রিজার্ভ ব্যাঙ্ক। দশ নভেম্বর থেকে ব্যাঙ্ক ও পোস্ট অফিসে গিয়ে বদলানো যাবে পাঁচশো এবং হাজার টাকার পুরনো নোট।
advertisement

অসুবিধায় পড়তে চলেছেন অসংখ্য সাধারণ মানুষ। ছোট ব্যবসায়ী, চাকরিজীবিদের কপালে চিন্তার ভাঁজ। তবে একটু সতর্ক থাকলেই সমস্যা এড়ানো সম্ভব। কি করবেন, মাথায় রাখতে হবে কোন কোন জিনিস তা ছকে নিতে হবে আগেই।

বিভিন্ন ক্যাব সংস্থা যেমন ওলা ও উবের বুধবার সকাল থেকে গ্রাহকদের ম্যাসেজে যাত্রীদের আবেদন জানিয়েছেন ৫০০ বা ১০০০ টাকার নোট না দিতে ৷ কারণ ওই নোট বাতিল হওয়ায় ক্যাবর চালক ওই নোট গ্রহণ করবেন না ৷ তাই ১০০. ৫০, ২০ বা ১০ টাকার নোট দেওয়ার আবেদন করা হয়েছে ৷ ব্যাঙ্ক বন্ধ থাকায় টাকা তুলতে পারছেন না সাধারণ মানুষ ৷ তাই অনেককেই সমস্যার মুখে পড়তে হয়েছে ৷ তাই তাদের অনলাইনে পেমেন্ট করতে বলছেন সংস্থাগুলি ৷

advertisement

একই ভাবে শপিং ওয়েবসাইট স্ন্যাপডিলও গ্রাহকদের জানিয়ে দিয়েছেন যে ক্যাশ অন ডেলিভারির ক্ষেত্রে তারাও আর ৫০০ বা ১০০০ টাকার নোট নেবেন না ৷ এমনকী নেট ব্যাঙ্কিংয়ের মাধ্যমে পেমেন্ট করতেও আবেদন করা হচ্ছে ৷ মোদির এই ঘোষণার পর থেকেই বেশির ভাগ মানুষ অনলাইন ওয়ালেটে রাখতে শুরু করেছে যাতে বিনা অসুবিধায় তারা অনলাইনে পেমেন্ট করতে পারবেন ৷ এর জেরে আখেরে লাভ হচ্ছে অনলাইন ওয়ালেটের ৷ তাদের অ্যাকাউন্টে বেশি টাকা রাখছে মানুষ ৷

advertisement

অনেকে বলছেন দুর্নীতির বিরুদ্ধে সার্জিক্যাল স্ট্রাইক। কালো টাকা এবং জাল নোটের বিরুদ্ধেও নজিরবিহীনভাবে অপারেশন চালালেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। মঙ্গলবার জাতীর উদ্দেশে ভাষণে এমনটাই জানান প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি ৷

বাতিল ৫০০ ও ১০০০ টাকার নোট। তবে ব্যাঙ্কে গিয়ে তা বদলে নেওয়া যাবে। এটিএম ব্যবহারেও চাপছে নতুন নিয়ম। সবকিছু মাথায় রেখে পরিকল্পনা করলে সমস্যা এড়ানো সম্ভব।

advertisement

সেরা ভিডিও

আরও দেখুন
লালগোলাতে রাজরাজেশ্বরী রূপে পূজিতা হন মা কালী! দেওয়া হয় ইলিশের ভোগ
আরও দেখুন

এর জেরে সবথেকে হয়রানির মধ্যে পড়তে হয়েছে সাধারণ মানুষদের ৷ প্রধানমন্ত্রীর ঘোষণার পর থেকেই ১০০ টাকা তোলার হিড়িক পড়ে যায় গোটা রাজ্যেই ৷

বাংলা খবর/ খবর/ব্যবসা-বাণিজ্য/
৫০০, ১০০০ টাকার নোট বাতিল হওয়ায় পকেট ভারী হচ্ছে অনলাইন ওয়ালেটের
Open in App
হোম
খবর
ফটো
লোকাল