TRENDING:

SSY Scheme: PNB দিচ্ছে বিশেষ সুবিধা! মাত্র ২৫০ টাকা দিয়ে এই অ্যাকাউন্ট খুললে ম্যাচিউরিটিতে পেয়ে যাবেন ১৫ লক্ষ টাকা

Last Updated:

SSY Scheme: বর্তমানে সুকন্যা সমৃদ্ধি যোজনায় (Sukanya Samriddhi Yojana- SSY) ৭.৬ শতাংশ হিসেবে সুদ দেওয়া হচ্ছে যার উপরে ইনকাম ট্যাক্স ছাড় মিলবে ৷

impactshort
ইমপ্যাক্ট শর্টসলেটেস্ট খবরের জন্য
advertisement
#নয়াদিল্লি: মেয়েদের ভবিষ্যত সুরক্ষিত রাখার জন্য সুকন্য সমৃদ্ধি যোজনা (Sukanya Samriddhi Yojana- SSY) সবচেয়ে ভাল অপশন ৷ পঞ্জাব ন্যাশনাল ব্যাঙ্কে এই যোজনায় অ্যাকাউন্ট খুলে আপনার মেয়ের আগামী দিন আরও সুরক্ষিত করতে পারবেন ৷ বাবা বা মা মেয়ের নামে কেবল একটি অ্যাকাউন্ট খুলতে পারবেন এই যোজনায় ৷ অধিকতম দুটি মেয়ের নামে এই যোজনায় দুটি অ্যাকাউন্ট খোলা যেতে পারে ৷
advertisement

দেখে নিন কত টাকা ডিপোজিট করতে হবে?

এখানে ন্যূনতম ২৫০ টাকা ডিপোজিট করতে হবে ৷ অধিকতম ১,৫০,০০০ টাকা পর্যন্ত জমা করা যেতে পারে ৷ আগামী দিনে মেয়ের পড়াশোনা ও অন্যান্য খরচ বহন করা অনেকটাই সহজ হয়ে যাবে এই যোজনায় অ্যাকাউন্ট খুললে ৷

আরও পড়ুন: https://bengali.news18.com/news/explained/details-about-three-best-mutual-funds-for-investments-tc-dc-670407.html

কত টাকা সুদ মিলবে ?

advertisement

বর্তমানে সুকন্যা সমৃদ্ধি যোজনায় (Sukanya Samriddhi Yojana- SSY) ৭.৬ শতাংশ হিসেবে সুদ দেওয়া হচ্ছে যার উপরে ইনকাম ট্যাক্স ছাড় মিলবে  ৷

আরও পড়ুন: https://bengali.news18.com/photogallery/business/lpg-gas-cylinder-price-hiked-again-on-6th-october-check-latest-rate-in-kolkata-dc-670400.html

ম্যাচিউরিটিতে মিলবে ১৫ লক্ষ টাকার বেশি

এই স্কিমে প্রতি মাসে ৩০০০ টাকা করে জমা করলে বছরে ৩৬০০০ টাকা হয় ৷ ১৪ বছর ৭.৬ শতাংশ বছরে কম্পাউন্ডিং ইন্টারেস্ট হিসেবে ৯,১১,৫৭৪ হয়ে যাবে ৷ ২১ বছর অর্থাৎ ম্যাচিউরিটিতে এই টাকা প্রায় ১৫,২২,২২১ টাকা হয়ে যাবে ৷

advertisement

কোথায় খুলতে পারবেন এই অ্যাকাউন্ট ?

সুকন্যা সমৃদ্ধি যোজনার (Sukanya Samriddhi Yojana- SSY) অ্যাকাউন্ট আপনিয় যে কোনও পোস্ট অফিস বা ব্যাঙ্কের শাখায় গিয়ে খুলতে পারবেন ৷

আরও পড়ুন: https://bengali.news18.com/news/business/pm-kisan-beneficiaries-likely-to-get-the-10th-instalment-very-soon-dc-670377.html

কী কী ডকুমেন্টস লাগবে ?

সুকন্যা সমৃদ্ধি যোজনায় অ্যাকাউন্ট খোলার জন্য ফর্মের সঙ্গে পোস্ট অফিস বা ব্যাঙ্কে মেয়ের বার্থ সার্টিফিকেট দিতে হবে ৷ এছাড়া বাবা-মায়ের পরিচয় পত্র (প্যান কার্ড, রেশন কার্ড, ড্রাইভিং লাইসেন্স, পাসপোর্ট), ঠিকানার প্রমান পত্র (পাসপোর্ট, রেশন কার্ড, বিদ্যুতের বিল, টেলিফোন বিল, জলের বিল ) জমা করতে হবে ৷

advertisement

সেরা ভিডিও

আরও দেখুন
ফাঁকা জায়গার লাগবে না, আমবাগানেই হচ্ছে কুইন্টাল কুইন্টাল ফলন! বিনা ব্যয়ে লাভ পাচ্ছেন চাষি
আরও দেখুন

প্রত্যেক বছর ন্যূনতম ২৫০ টাকা জমা না করলে অ্যাকাউন্ট বন্ধ হয়ে যাবে ৷ অ্যাকাউন্ট অ্যাক্টিভ করার জন্য যে যে বছর বাদ গিয়েছে সেই সেই বছরের জন্য ২৫০ টাকা ও ৫০ টাকা করে পেনাল্টি জমা দিতে হবে ৷ অ্যাকাউন্ট খোলার ১৫ বছর পরও অ্যাকাউন্ট রিঅ্যাক্টিভ করা যেতে পারে ৷

বাংলা খবর/ খবর/ব্যবসা-বাণিজ্য/
SSY Scheme: PNB দিচ্ছে বিশেষ সুবিধা! মাত্র ২৫০ টাকা দিয়ে এই অ্যাকাউন্ট খুললে ম্যাচিউরিটিতে পেয়ে যাবেন ১৫ লক্ষ টাকা
Open in App
হোম
খবর
ফটো
লোকাল