TRENDING:

PNB-তে এই স্পেশ্যাল সেভিংস অ্যাকাউন্ট খুললে পেয়ে যাবেন ২ লক্ষ টাকার সুবিধা

Last Updated:

জেনে নিন এই নতুন সিলেক্ট সেভিংস স্কিমে পিএনবি গ্রাহকদের কী কী সুবিধা দেওয়া হবে ৷

impactshort
ইমপ্যাক্ট শর্টসলেটেস্ট খবরের জন্য
advertisement
#নয়াদিল্লি: পঞ্জাব ন্যাশনাল ব্যাঙ্কের (PNB) গ্রাহকদের জন্য সুখবর ৷ পিএনবি তাদের গ্রাহকদের জন্য নিয়ে এসেছে একটি বিশেষ সেভিংস অ্যাকাউন্ট ৷ নাম পিএনবি সিলেক্ট সেভিংস স্কিম (PNB Select Saving Scheme) ৷ এই স্কিমে অ্যাকাউন্ট খুললে গ্রাহকদের একাধিক অফারও দেওয়া হচ্ছে ৷ সঙ্গে দুর্ঘটনায় মৃত্যুর মামলায় ২ লক্ষ টাকা পর্যন্ত কভার দেওয়া হবে ৷ শুধু তাই নয় ব্যাঙ্কের তরফে 25 Cheque leaves, ফ্রি NEFT/RTGS/IMPS পরিষেবার সুবিধা দেওয়া হবে ৷ জেনে নিন এই নতুন সিলেক্ট সেভিংস স্কিমে পিএনবি গ্রাহকদের কী কী সুবিধা দেওয়া হবে ৷
advertisement

আরও পড়ুন: https://bengali.news18.com/news/business/sbi-asks-customers-to-link-pan-and-aadhaar-before-30th-september-dc-2-656886.html

দেখে নিন কারা এই অ্যাকাউন্ট খুলতে পারবেন?

advertisement

পিএনবি একটি ট্যুইটে জানিয়েছে Select Saving Scheme-এ ২৫ থেকে ৪০ বছরের যে কোনও ব্যক্তি অ্যাকাউন্ট খুলতে পারবেন ৷

কী কী সুবিধা মিলবে ?

  • পিএনবি ওয়েবসাইটে দেওয়া তথ্য অনুযায়ী, এই অ্যাকাউন্টে গ্রাহকদের ২ লক্ষ টাকা পর্যন্ত অ্যাক্সিডেন্টাল ডেথ কভার দেওয়া হবে
  • হোম ও কার লোনের ডকুমেন্টেশন চার্জে ৫০ শতাংশ ছাড় দেওয়া হবে
  • advertisement

  • লকারের ভাড়ায় ১৫ শতাংশ ছাড় দেওয়া হবে
  • এই অ্যাকাউন্টে গ্রাহকদের ক্রেডিট কার্ডের সুবিধা দেওয়া হবে ৷

আরও পড়ুন: https://bengali.news18.com/news/business/good-news-for-pm-kisan-beneficiaries-as-they-might-4000-rupees-instead-of-2-thousand-rupees-dc-656860.html

মহিলাদের জন্য বিশেষ যোজনা

সেরা ভিডিও

আরও দেখুন
লালগোলাতে রাজরাজেশ্বরী রূপে পূজিতা হন মা কালী! দেওয়া হয় ইলিশের ভোগ
আরও দেখুন

এর পাশাপাশি মহিলা গ্রাহকদের জন্য বিশেষ যোজনা চালিয়ে থাকে পিএনবি ৷ Punjab National Bank বিশেষ করে মহিলাদের জন্য পাওয়ার সেভিংস অ্যাকাউন্ট (Power Savings Account) শুরু করেছে ৷ মহিলারা এই স্কিমে অ্যাকাউন্ট খুলে একাধিক পরিষেবার সুবিধা নিতে পারবেন ৷ শর্ত একটাই অ্যাকাউন্টে প্রথম নাম মহিলারই হতে হবে ৷ এই অ্যাকাউন্টে ৫০ পাতার চেক বুক বিনামূল্যে দেওয়া হবে ৷ এছাড়া NEFT-র সুবিধাও মিলবে বিনামূল্যে ৷ ব্যাঙ্ক অ্যাকাউন্টে প্ল্যাটিনাম ডেবিট কার্ড ও ফ্রি এসএমএস-এর সুবিধা মিলবে ৷ সঙ্গে মিলবে ৫ লক্ষ টাকার ফ্রি অ্যাক্সিডেন্টাল ডেথ ইনস্যুরেন্স কভার ও প্রতিদিন ৫০ হাজার টাকা ক্যাশ তোলার সুবিধা ৷

advertisement

বাংলা খবর/ খবর/ব্যবসা-বাণিজ্য/
PNB-তে এই স্পেশ্যাল সেভিংস অ্যাকাউন্ট খুললে পেয়ে যাবেন ২ লক্ষ টাকার সুবিধা
Open in App
হোম
খবর
ফটো
লোকাল