আরও পড়ুন: আরও ঊর্ধ্বমুখী সোনা-রুপোর দাম, শীঘ্রই চেক করে নিন আজকে ১০ গ্রামের দাম
বর্তমানে দেশের ২৩৪ জেলায় ৯২১ টি Assaying & Hallmarking কেন্দ্র কাজ করছে ৷ দেশের সমস্ত জেলায় হলমার্কিং সেন্টার খোলার ব্লুপ্রিন্ট তৈরি করছে ৷ সরকারের তরফে দাবি করা হয়েছে আগামী কয়েক বছরের মধ্যে সমস্ত ব্লকে হলমার্কিং সেন্টার খোলা হবে ৷ এবার BIS-এ জুয়েলার্সদের রেজিস্ট্রেশন করাতে হবে ৷ যে ব্যক্তিরা হলমার্কিং সেন্টার খুলতে ইচ্ছুক তাঁরা www.manakonline.in এ গিয়ে আবেদন করতে পারবেন ৷
advertisement
আরও পড়ুন: ১২ দিন পরই কৃষকদের অ্যাকাউন্টে আসতে চলেছে টাকা, লিস্টে আপনার নাম আছে তো ? চেক করে নিন...
দেশের প্রত্যেক ব্লকে খুলবে হলমার্কিং কেন্দ্র -
গত বছরই মন্ত্রকের তরফে শুদ্ধতা যাচাই-সহ হলমার্কিং কেন্দ্রের অনলাইন রেজিস্ট্রেশনের (Online Registration) জন্য নতুন মডিউল লঞ্চ করা হয়েছে ৷
কেন হলমার্কযুক্ত গয়না কেনা উচিত?
হলমার্কযুক্ত গয়নায় ক্যারেট বাড়ার সঙ্গে সঙ্গে সোনার মানের পাশাপাশি মূল্যেও পার্থক্য দেখা যায়। ক্যারেট যত বেশি হবে দামও তত বাড়বে। গয়না কেনার সময় গ্রাহকের অবশ্যই সোনার মান যাচাই করে নেওয়া উচিত। কেন্দ্রীয় উপভোক্তা মন্ত্রকের মতে, “গ্রাহকরা যখনই সোনা কিনতে যাবেন, হলমার্ক দেখেই সোনা কিনবেন। হলমার্ক হল এক ধরনের সরকারি গ্যারান্টি এবং এটি ব্যুরো অফ ইন্ডিয়ান স্ট্যান্ডার্ড দ্বারা নির্ধারিত করা হয়। হলমার্ক সোনা কেনার সবচেয়ে বড় সুবিধা হল অদূর ভবিষ্যতে যখনই বিক্রি করতে যাবেন আসল দাম পাবেন। সোনার দাম কমে যাবে না।”
আরও পড়ুন: পেট্রোল-ডিজেলের নতুন দাম জারি করল IOCL, দেখে নিন আপনার শহরে কত বাড়ল
কীভাবে আবেদন করবেন ?
সোনার হলমার্কিং সেন্টার খোলার জন্য অনলাইনে আবেদন করতে পারবেন ৷ কেন্দ্র সরকারের তরফে জানানো হয়েছে, গত ৫ বছরে হলমার্কিং কেন্দ্রে ২৫ শতাংশ বৃদ্ধি হয়ে গিয়েছে ৷