TRENDING:

‘মেক ইন ইন্ডিয়া’ এখন ছোট্ট গ্রামেও, যাদের রয়েছে নিজের ওয়েবসাইট, চলছে জমিয়ে অর্ডার

Last Updated:

পাশাপাশি রাজস্থানের বিভিন্ন খাদ্যদ্রব্য বানানোর পরম্পরাও রয়েছে৷ তার মধ্যে শুকনো শস্যও খুবই পপুলার৷

impactshort
ইমপ্যাক্ট শর্টসলেটেস্ট খবরের জন্য
advertisement
চুরু:  এই যুগ প্রযুক্তির যুগ৷ চারদিকে যেখানে তাকান, যে কোনও কাজ করুন সবকিছুতেই বুঝে বা না বুঝে প্রযুক্তির ব্যবহার হয়েই থাকে৷ বর্তমানে প্রচুর মানুষ অনলাইনেই কেনাকাটা করতে পছন্দ করেন৷ এমনকি প্রত্যন্ত গ্রামের প্রান্তে থাকা মানুষও এখন অনলাইন শপিংয়ের বিষয়ে জেনে গেছেন৷
জেলার সদর শহর তহসিলের গ্রাম উড়সর ডিজিটাল ক্রান্তি এক দারুণ জায়গায় পৌঁছে গেছে৷
জেলার সদর শহর তহসিলের গ্রাম উড়সর ডিজিটাল ক্রান্তি এক দারুণ জায়গায় পৌঁছে গেছে৷
advertisement

জেলার সদর শহর তহসিলের গ্রাম উড়সর ডিজিটাল ক্রান্তি এক দারুণ জায়গায় পৌঁছে গেছে৷ দেশের প্রযুক্তির উড়ান যে বিশাল হয়েছে তা এই উদাহরণ থেকে একেবারে পরিষ্কার হয়ে যাচ্ছে৷  পঞ্চায়েত উড়সরে এন নিজস্ব অনলাইন ওয়েবসাইট তৈরি হয়েছে৷ সেখানে জিনিসপত্র বিক্রি করা হচ্ছে৷ তার থেকে গ্রামীণ মানুষেরা রোজগার পাচ্ছেন৷ গ্রামের মানুষ এখন এটাকে ভিত্তি করে আত্মনির্ভর হয়ে উঠছে৷ এই ওয়েবসাইট থেকে ছোট গ্রামটির ২৫ থেকে ৩০ জন মানুষ রোজগার করছে৷ যাতে মহিলারাও রয়েছেন৷

advertisement

আরও পড়ুন -  South Bengal Weather Update : এবারে বাংলায় নজিরবিহীন গরম, পুড়বে চামড়া, ওয়েদার আপডেটে

এই ওয়েবসাইটে আপনি খাটিয়া থেকে সবজি আনাতে পারেন

বহু বছরে এই গ্রামের পরম্পরা রয়েছে  পরিবর্তিত সময়ের সঙ্গে সঙ্গে তাঁর কারিগরি হারিয়ে যেতে চলেছে৷ সেই সব ফের একবার প্রাণ ফিরে পেয়েছে৷ যেমন চারপেয়ে খাটিয়া, পিঁড়ে বানানো, মহিলাদের তৈরি করা ঘর সাজানোর জিনিসও রয়েছে৷

advertisement

আরও পড়ুন -  Knowledge Story: ট্রেনে উঠে একেবারে নিশ্চিত হয়ে যান! সাত সমুদ্র তেরো নদী নয়, পেরোতে হয় ১৬ নদী, ৮৬ শহর

পাশাপাশি রাজস্থানের বিভিন্ন খাদ্যদ্রব্য বানানোর পরম্পরাও রয়েছে৷ তার মধ্যে শুকনো শস্যও খুবই পপুলার৷ যার মধ্যে সাংরি, কের, বড়ি, পাপড়, ফফলিয়া, কাচরি রয়েছে৷ এছাড়াও গ্রাম পঞ্চায়েত উড়সড় থেকে দেশি ঘি তৈরি হচ্ছে৷ এর মাধ্যমে গ্রামের মানুষ প্রচুর রোজগার করতে পারছে৷ একে ধরে নিয়ে লুপ্ত হতে চলা পরম্পরা ফের একবার বেঁচে উঠেছে৷

advertisement

অনলাইন ডিমান্ড পুরো হচ্ছে

সেরা ভিডিও

আরও দেখুন
পাহাড়ে ঘুরতে যাওয়া পর্যটকদের জন্য নয়া আকর্ষণ! চিলাপাতা পয়েন্টে বাড়ছে ভিড়
আরও দেখুন

ওয়েবসাইট চালাচ্ছেন রাকেশ পান্ডিয়া জানিয়েছেন গ্রামে আমরা গ্রামের একটি ওয়েবসাইট বানানো হয়েছে, পঞ্চায়েত উড়সর যা সমাজের উন্নয়নের জন্য কাজ করছে৷ যে যা জিনিস চাইছে সেখানেই আমরা প্রয়োজনীয় জিনিস পাঠিয়ে দিচ্ছি৷

Click here to add News18 as your preferred news source on Google.
ব্যবসা-বাণিজ্যের সব লেটেস্ট খবর ( Business News in Bengali) নিউজ 18 বাংলা-তে পেয়ে যাবেন, যার মধ্যে ব্যক্তিগত অর্থ, সঞ্চয় এবং বিনিয়োগের টিপস (সেভিংস ও ইনভেস্টমেন্ট টিপস) ব্যবসার উপায়ও জানতে পারবেন। দেখুন ব্রেকিং নিউজ এবং সব গুরুত্বপূর্ণ খবর অনলাইনে নিউজ 18 বাংলার লাইভ টিভি-তে ৷ এর পাশাপাশি ডাউনলোড করুন নিউজ 18 বাংলার অ্যাপ সব খবরের আপডেট পেতে ৷ News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
বাংলা খবর/ খবর/ব্যবসা-বাণিজ্য/
‘মেক ইন ইন্ডিয়া’ এখন ছোট্ট গ্রামেও, যাদের রয়েছে নিজের ওয়েবসাইট, চলছে জমিয়ে অর্ডার
Open in App
হোম
খবর
ফটো
লোকাল