সূত্রের খবর অনুযায়ী, বাংলাদেশ, মরিশাস, বাহারিন এবং ভুটানে পেঁয়াজ রপ্তানি করা হবে। পিটিআইয়ের রিপোর্ট অনুযায়ী, ৫৪,৭৬০ টন পেঁয়াজ রপ্তানি করা হবে। উপভোক্তা বিষয়ক দফতরের সম্পাদক রোহিত কুমার সিং জানালেন, ‘‘বাংলাদেশে ৫০০০০ টন পেঁয়াজ রপ্তানি করা হবে। মরিশাসে ১২০০ টন, বাহারিনে ৩০০০ টন এবং ৫৬০ টন ভুটানে রপ্তানি করা হবে।’’
আরও পড়ুন: ঝড়ের বেগে বাড়ল পেঁয়াজের দাম! কাটার আগেই চোখে জল! কমবে কবে? জানুন
advertisement
প্রসঙ্গত, পেঁয়াজের পাইকারি দামেও বৃদ্ধি লক্ষ্য করা যাচ্ছে। গত সোমবারই মহারাষ্ট্রের লাসলগাঁও এগ্রিকালচারাল প্রোডাক মার্কেট কমিটিতে (এপিএমসি) পেঁয়াজের গড় পাইকারি দাম ৪০% বেড়েছে।
দেশের সর্বভারতীয় একটি সংবাদমাধ্যমে প্রকাশিত খবর অনুযায়ী, কেন্দ্রীয় সরকারের স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রী এবং মহারাষ্ট্রের ডিন্ডোরির (নাসিক গ্রামীণ) সাংসদ ডঃ ভারতী পাওয়ার গত রবিবার নিজেই বলেছিলেন যে পেঁয়াজের উপর থেকে রপ্তানি নিষেধাজ্ঞা তুলে নেওয়া হচ্ছে।