মূলত এই মার্কেট থেকে পেঁয়াজ পাড়ি দেয় বিভিন্ন বাজারে। আগে পাইকারি বাজারে প্রথমে পেঁয়াজের দাম ছিল ১৮ টাকা থেকে ২০ টাকা, এরপর দাম বেড়ে হয় ৩০-৩৫ টাকা। বর্তমানে পাইকারি বাজারে পেঁয়াজের দাম প্রায় ৫০-৫৫ টাকা। খুচরো বাজারে পেঁয়াজ বিক্রি হচ্ছে প্রায় ৬০-৬৫ টাকা। ক্রমাগত পেঁয়াজের দাম বৃদ্ধিতে সাধারণ মানুষের পাশাপাশি সমস্যার সম্মুখীন হতে হচ্ছে ব্যবসায়ীদেরও।
advertisement
আরও পড়ুন: ‘এই’ লক্ষণগুলি আপনারও আছে…? আপনি ‘হাইপারহাইড্রোসিস’ রোগে আক্রান্ত নন তো? জানুন
এই প্রসঙ্গে পেঁয়াজ ব্যবসায়ী সাধন মজুমদার বলেন, পেঁয়াজ ভিন রাজ্য থেকে আসে। সেই কারণে আমাদের কিছুই করার নেই, তবে দাম বেড়ে যাচ্ছে। ক্রেতারা প্রশ্ন করছে কিন্তু তার জবাব নেই আমাদের কাছে। পাশাপাশি পেঁয়াজের দাম বেড়ে যাওয়া প্রসঙ্গে এক প্রকার জোর করেই মুখে হাসি ফুটিয়ে ক্রেতা বৈদ্যনাথ রায় বলেন, কী আর করব, পেয়াজ তো লাগবেই, আগে ৩০-৩৫ টাকা কেজি কিনেছি আর বর্তমানে ৬০-৭০ টাকা কেজি পেয়াজ কিনছি। কবে একটু পড়তির দিকে হবে পেঁয়াজের দাম তা জানা নেই।
সুরজিৎ দে





