TRENDING:

চলতে চলতে ভেঙে দুটুকরো, ৬ দিন আগে কেনা বাইকের হাল দেখে মাথায় হাত, ফাঁড়া কাটছে না ওলা-র!

Last Updated:

সব মিলিয়ে ওলা ইলেকট্রিকের ফাঁড়া যেন কাটতেই চাইছে না।

impactshort
ইমপ্যাক্ট শর্টসলেটেস্ট খবরের জন্য
advertisement
#কলকাতা: কী বিপদ! ওলার নতুন ই-স্কুটার কিনেছেন। মনের আনন্দে চাপছিলেন। আচমকাই ভেঙে দু টুকরো! মাথায় হাত ক্রেতার। বিপাকে ওলা ইলেকট্রিক-ও। কয়েকদিন আগেই তাদের ই-স্কুটারে আচমকা আগুন লেগে গিয়েছিল। এবার ৬ দিন আগে কেনা স্কুটার ভেঙে দু টুকরো হওয়ার খবর সামনে এল। সব মিলিয়ে ওলা ইলেকট্রিকের ফাঁড়া যেন কাটতেই চাইছে না।
advertisement

সঞ্জীব জৈন নামে এক ব্যক্তি মাত্র ৬ দিন আগে ওলার ই-স্কুটার কেনেন। কিন্তু চলতে চলতে আচমকাই সাসপেনশন ভেঙে যায়। রাস্তার মাঝেই মুখ থুবড়ে পড়ে স্কুটার। খুলে বেরিয়ে যায় সামনের চাকা। এই নিয়ে একটি ফেসবুক পোস্টে ওলা ইলেকট্রিকের বিরুদ্ধে ক্ষোভ উগরে দিয়েছেন তিনি।

আরও পড়ুন: আপনার প্যান নম্বরের অপব্যবহার হচ্ছে না তো ? এই ভাবে চেক করে নিন

advertisement

ওলা এস১ প্রো ইলেকট্রিক স্কুটার কেনেন সঞ্জীব। দু টুকরো হয়ে যাওয়া গাড়ির সেই ছবি এখন সোশ্যাল মিডিয়ায় ভাইরাল। এস১ প্রো ইলেকট্রিক স্কুটার নামে একটি ফেসবুক পেজে সেই ছবি পোস্ট করেছিলেন সঞ্জীব। তারপরই লাইক, শেয়ার, কমেন্টের বন্যা। সঞ্জীব জানিয়েছেন, বাড়ির সামনে নতুন কেনা স্কুটার চালাচ্ছিলেন। হঠাৎ একটা ঝাঁকুনিতে সাসপেনশন ভেঙে যায়। খুলে বেরিয়ে যায় সামনের চাকা। মাটিতে বসে যায় স্কুটারের সামনে অংশ। উল্টে পড়েন সঞ্জীব। প্রসঙ্গত, ওলা এস১ প্রো-র অন রোড দাম প্রায় ১.৩৯ লক্ষ টাকা।

advertisement

আরও পড়ুন: বিভিন্ন শহরে সস্তা হল জ্বালানি! দেখে নিন আপনার শহরে কত হল পেট্রোল ও ডিজেলের দাম

উল্লেখ্য, এবারই প্রথম নয়। ওলা স্কুটার নিয়ে এর আগেও একাধিক অভিযোগ সামনে এসেছে। বাইকে আচমকা আগুন লেগে যাওয়ার ঘটনাও ঘটেছে। সে বার এক ক্রেতা তাঁর সদ্য কেনা ওলা স্কুটারে চার্জ দিচ্ছিলেন। আচমকা তাতে আগুন ধরে যায়। এই নিয়েও বিতর্ক কম হয়নি। এমন একের পর এক ঘটনায়, ওলা স্কুটার বিশ্বাসযোগ্যতা হারাচ্ছে বলে মনে করছেন বিশেষজ্ঞরা। তাছাড়া, আগুন লাগা, ভেঙে যাওয়ার মতো ঘটনায় ক্রেতারাও আতঙ্কিত।

advertisement

সেরা ভিডিও

আরও দেখুন
​'শুভ বিজয়া' সন্দেশ স্পেশালে মন মজেছে জনতার! বর্ধমানের মিষ্টির দোকানে ভিড়
আরও দেখুন

সেপ্টেম্বরে সবচেয়ে বেশি স্কুটার বিক্রি হয়: সেপ্টেম্বর মাসে রেকর্ড স্কুটার বিক্রি করেছে ওলা। শুধু তাই নয়, ইলেকট্রিক স্কুটারের শীর্ষ বিক্রেতাও তারা। এই তথ্য জানিয়েছেন খোদ ওলা ইলেকট্রিকের সিইও ভবিশ আগরওয়াল। শুধু তাই নয়, দীপাবলির আগে নতুন মডেলের ইলেকট্রিক স্কুটার লঞ্চ করার কথাও জানিয়েছেন। এর দাম ক্রেতাদের সাধ্যের মধ্যে থাকবে বলে আশ্বস্ত করেছেন তিনি।

advertisement

বাংলা খবর/ খবর/ব্যবসা-বাণিজ্য/
চলতে চলতে ভেঙে দুটুকরো, ৬ দিন আগে কেনা বাইকের হাল দেখে মাথায় হাত, ফাঁড়া কাটছে না ওলা-র!
Open in App
হোম
খবর
ফটো
লোকাল