সঞ্জীব জৈন নামে এক ব্যক্তি মাত্র ৬ দিন আগে ওলার ই-স্কুটার কেনেন। কিন্তু চলতে চলতে আচমকাই সাসপেনশন ভেঙে যায়। রাস্তার মাঝেই মুখ থুবড়ে পড়ে স্কুটার। খুলে বেরিয়ে যায় সামনের চাকা। এই নিয়ে একটি ফেসবুক পোস্টে ওলা ইলেকট্রিকের বিরুদ্ধে ক্ষোভ উগরে দিয়েছেন তিনি।
আরও পড়ুন: আপনার প্যান নম্বরের অপব্যবহার হচ্ছে না তো ? এই ভাবে চেক করে নিন
advertisement
ওলা এস১ প্রো ইলেকট্রিক স্কুটার কেনেন সঞ্জীব। দু টুকরো হয়ে যাওয়া গাড়ির সেই ছবি এখন সোশ্যাল মিডিয়ায় ভাইরাল। এস১ প্রো ইলেকট্রিক স্কুটার নামে একটি ফেসবুক পেজে সেই ছবি পোস্ট করেছিলেন সঞ্জীব। তারপরই লাইক, শেয়ার, কমেন্টের বন্যা। সঞ্জীব জানিয়েছেন, বাড়ির সামনে নতুন কেনা স্কুটার চালাচ্ছিলেন। হঠাৎ একটা ঝাঁকুনিতে সাসপেনশন ভেঙে যায়। খুলে বেরিয়ে যায় সামনের চাকা। মাটিতে বসে যায় স্কুটারের সামনে অংশ। উল্টে পড়েন সঞ্জীব। প্রসঙ্গত, ওলা এস১ প্রো-র অন রোড দাম প্রায় ১.৩৯ লক্ষ টাকা।
আরও পড়ুন: বিভিন্ন শহরে সস্তা হল জ্বালানি! দেখে নিন আপনার শহরে কত হল পেট্রোল ও ডিজেলের দাম
উল্লেখ্য, এবারই প্রথম নয়। ওলা স্কুটার নিয়ে এর আগেও একাধিক অভিযোগ সামনে এসেছে। বাইকে আচমকা আগুন লেগে যাওয়ার ঘটনাও ঘটেছে। সে বার এক ক্রেতা তাঁর সদ্য কেনা ওলা স্কুটারে চার্জ দিচ্ছিলেন। আচমকা তাতে আগুন ধরে যায়। এই নিয়েও বিতর্ক কম হয়নি। এমন একের পর এক ঘটনায়, ওলা স্কুটার বিশ্বাসযোগ্যতা হারাচ্ছে বলে মনে করছেন বিশেষজ্ঞরা। তাছাড়া, আগুন লাগা, ভেঙে যাওয়ার মতো ঘটনায় ক্রেতারাও আতঙ্কিত।
সেপ্টেম্বরে সবচেয়ে বেশি স্কুটার বিক্রি হয়: সেপ্টেম্বর মাসে রেকর্ড স্কুটার বিক্রি করেছে ওলা। শুধু তাই নয়, ইলেকট্রিক স্কুটারের শীর্ষ বিক্রেতাও তারা। এই তথ্য জানিয়েছেন খোদ ওলা ইলেকট্রিকের সিইও ভবিশ আগরওয়াল। শুধু তাই নয়, দীপাবলির আগে নতুন মডেলের ইলেকট্রিক স্কুটার লঞ্চ করার কথাও জানিয়েছেন। এর দাম ক্রেতাদের সাধ্যের মধ্যে থাকবে বলে আশ্বস্ত করেছেন তিনি।