TRENDING:

ট্রেনে কোথাও যাচ্ছেন? WhatsApp-এ একটা মেসেজ করে দিলেই চলে আসবে মনের মতো খাবার!

Last Updated:

এক নজরে দেখে নেওয়া যাক কীভাবে পাওয়া যাবে এই সুবিধা।

impactshort
ইমপ্যাক্ট শর্টসলেটেস্ট খবরের জন্য
advertisement
#কলকাতা: ট্রেনের খাবার, সত্যি বলতে কী, অনেকেরই মুখে তুলতে ইচ্ছা করে না। উপায় কী, চলন্ত ট্রেনে দূরপাল্লার যাত্রায় ওদের কাছ থেকে খাবার না কিনলেও চলে না। তবে সম্প্রতি WhatsApp নিয়ে এসেছে তাদের ইউজারদের জন্য আরও একটি নতুন সুবিধা। রেলযাত্রীদের জন্য এটা বড় একটি সুখবর। কারণ এখন থেকে ট্রেনে বসে WhatsApp ব্যবহার করে যাত্রীরা পেয়ে যাবেন নিজেদের মনের মতন খাবার।
advertisement

ট্রেনের যাত্রীদের এখন ট্রেনের খাবার অথবা স্টেশনের খাবারের জন্য অপেক্ষা করে থাকতে হবে না। এখন থেকে ট্রেনে ভ্রমণ করার সময়ই যাত্রীরা নিজেদের স্মার্টফোন খুলে WhatsApp-এ একটি মেসেজ করলেই তাঁদের কাছে পৌঁছে যাবে তাঁদের পছন্দের খাবার। এক নজরে দেখে নেওয়া যাক কীভাবে পাওয়া যাবে এই সুবিধা।

আরও পড়ুন: জেনে নিন কখন সোনায় বিনিয়োগ করবেন, কত লাভ পাবেন, জেনে নিন এখানে

advertisement

জানা গিয়েছে যে এখন থেকে ট্রেনে বসে যাত্রীরা WhatsApp-এর মাধ্যমে পেয়ে যাবেন নিজেদের পছন্দের খাবার। নিজেদের স্মার্টফোনে WhatsApp-এ একটি মেসেজ করলেই পৌঁছে যাবে সেই খাবার। কিন্তু সেই খাবার পাওয়ার জন্য যাত্রীদের কয়েকটি সহজ পদ্ধতি ফলো করতে হবে। জানা গিয়েছে যে আইআরসিটিসি (IRCTC) এর জন্য চালু করেছে জুপ (Zoop) নামের একটি অ্যাপ। এই পরিষেবার জন্য তারা জিও হ্যাপটিকের (Jio Haptic) সঙ্গে যুক্ত হয়েছে। ট্রেনের যাত্রীদের WhatsApp-এর মাধ্যমে পছন্দের খাবার পাওয়ার জন্য কয়েকটি স্টেপ ফলো করতে হবে। এক নজরে দেখে নেওয়া যাক সেগুলো।

advertisement

পিএনআর-এর (PNR) ব্যবহার -

আইআরসিটিসি এবং জিও হ্যাপটিকের যৌথ উদ্যোগে চালু করা হয়েছে এই পরিষেবা। এই পরিষেবার মাধ্যমে ট্রেনের যাত্রীরা নিজেদের WhatsApp-এ জিভা (Ziva) নামের একটি নতুন চ্যাটবটের মাধ্যমে মেসেজ করতে পারবেন। নতুন এই চ্যাটবটের মাধ্যমে ট্রেনের যাত্রীরা নিজেদের পছন্দের খাবার মেসেজ করতে পারবেন। কিন্তু সেই খাবার অর্ডার করার সময় ট্রেনের যাত্রীদের নিজেদের পিএনআর নম্বর ব্যবহার করতে হবে। নিজেদের পিএনআর নম্বর ব্যবহার করে ট্রেনের যাত্রীরা নিজেদের পছন্দের খাবার অর্ডার করতে পারবেন WhatsApp-এর সেই চ্যাটবটের মাধ্যমে। এরপর যাত্রীদের নির্দিষ্ট সিটে সরবরাহ করা হবে তাঁদের পছন্দের খাবার।

advertisement

আরও পড়ুন: সেপ্টেম্বরে ১২দিন হবে না ব্যাঙ্কের কোনও কাজকর্ম, দেখে নিন ছুটির পুরো লিস্ট

সেরা ভিডিও

আরও দেখুন
জলের দরে সস্তা নাকি পকেটে কোপ? ভাইফোঁটায় ইলিশ কিনতে কালঘাম ছুটবে নাকি মধ্যবিত্তের?
আরও দেখুন

এই পরিষেবার সবথেকে গুরুত্বপূর্ণ বিষয় হল ট্রেনের যাত্রীদের খাবার অর্ডার করার জন্য অন্য কোনও অ্যাপ ডাউনলোড করতে হবে না। এছাড়াও WhatsApp-এর মাধ্যমে ট্রেনের যাত্রীদের অন্য কোনও লিঙ্ক খুলতে হবে না নিজেদের মোবাইলে। যাত্রীদের শুধু WhatsApp-এ গিয়ে জিভা চ্যাটবটে নিজেদের পছন্দের খাবার অর্ডার করতে হবে।

advertisement

বাংলা খবর/ খবর/ব্যবসা-বাণিজ্য/
ট্রেনে কোথাও যাচ্ছেন? WhatsApp-এ একটা মেসেজ করে দিলেই চলে আসবে মনের মতো খাবার!
Open in App
হোম
খবর
ফটো
লোকাল