TRENDING:

Gold ATM: এবার এটিএম থেকে বেরোবে সোনা, দেখে নিন কোথায় খুলল দেশের প্রথম গোল্ড এটিএম

Last Updated:

২৪ ঘণ্টা মিলবে সোনা কেনার সুবিধা -

impactshort
ইমপ্যাক্ট শর্টসলেটেস্ট খবরের জন্য
advertisement
#নয়াদিল্লি: এতদিন পর্যন্ত এটিএম থেকে টাকা তোলার সুবিধা পেয়ে এসেছেন দেশের কোটি কোটি মানুষ ৷ এবার আরও একটি বিশেষ সুবিধা পাওয়া যাবে এটিএম থেকে বলে জানা গিয়েছে ৷ এটিএম থেকে এবার কেবল ক্যাশ নয় বরং সোনাও পাওয়া যাবে ৷ তেলেঙ্গনার রাজধানী হায়দরাবাদে দেশের প্রথম রিয়েল টাইম গোল্ড এটিএম লাগানো হয়েছে ৷ এই রিয়েল টাইম গোল্ড এটিএম থেকে সোনার কয়েন পাওয়া যাবে ৷
advertisement

Goldsikka Pvt Ltd নামে হায়দরাবাদের একটি সংস্থা Opencube Technologies এর মাধ্যমে এই এটিএম মেশিন শুরু করেছে ৷ গ্রাহকরা এটিএম থেকে সোনার কয়েন কেনার জন্য ডেবিট বা ক্রেডিট কার্ড ব্যবহার করতে পারবেন ৷

আরও পড়ুন: বেড়ে গেল পেট্রোল ও ডিজেলের দাম, চেক করে নিন কলকাতায় কত হল

২৪ ঘণ্টা মিলবে সোনা কেনার সুবিধা -

advertisement

জানা গিয়েছে, এই এটিএম ব্যবহার করে গ্রাহকরা ০.৫ গ্রাম থেকে ১০০ গ্রাম পর্যন্ত সোনার কয়েন কিনতে পারবেন ৷ এটিএমে সোনার দামের লাইভ আপডেট পেতে থাকবেন গ্রাহকরা ৷ ২৪ ঘণ্টা এই এটিএমের পরিষেবা পাবেন গ্রাহকরা ৷

৩ হাজার গোল্ড এটিএম খুলবে এই সংস্থা

আগামী ২ বছরে গোটা দেশে প্রায় ৩০০০ গোল্ড এটিএম কেনার পরিকল্পনা রয়েছে এই সংস্থার বলে জানা গিয়েছে ৷

advertisement

আরও পড়ুন: স্বাস্থ্য বিমা আর মেডিক্লেম কি আদৌ এক? কোনটা নিলে লাভ হবে? জানুন বিশেষজ্ঞদের মত

গত বছর দেশের প্রথম গ্রেন এটিএম খোলা হয়েছিল গুরুগ্রামে

শোনা গিয়েছিল যে দেশের প্রথম গ্রেন এটিএম গত বছর গুরুগ্রামে খোলা হয়েছিল ৷ মনে করা হয়েছিল যে এর মাধ্যমে রেশন সংক্রান্ত যে কাপচুরি হয়ে থাকে তাকে অনেকটাই আটকানো সম্ভব হবে ৷

advertisement

বাংলা খবর/ খবর/ব্যবসা-বাণিজ্য/
Gold ATM: এবার এটিএম থেকে বেরোবে সোনা, দেখে নিন কোথায় খুলল দেশের প্রথম গোল্ড এটিএম
Open in App
হোম
খবর
ফটো
লোকাল