উত্তরপ্রদেশ থেকে বিহার পর্যন্ত বেড়ে গেল পেট্রোল ও ডিজেলের দাম, চেক করে নিন কলকাতায় কত হল
- Published by:Dolon Chattopadhyay
Last Updated:
যে যে শহরে বদলাল জ্বালানির দাম দেখে নিন নীচের স্লাইডে ৷
বিশ্ব বাজারে অশোধিত তেলের দামে মঙ্গলবার সকালে বিরাট পতন দেখা গিয়েছে ৷ কিন্তু তা সত্ত্বেও দেশের বাজারে পেট্রোল ও ডিজেলের দাম বেশ অনেক জায়গায় বেড়ে গিয়েছে ৷ সরকারি তেল সংস্থাগুলির জারি করা পেট্রোল ও ডিজেলের দাম বেড়ে গিয়েছে উত্তরপ্রদেশ থেকে বিহার পর্যন্ত ৷ তবে দিল্লি-মুম্বই-সহ দেশের চার মহানগরে এখনও স্থির রয়েছে জ্বালানির দাম ৷
advertisement
মঙ্গলবারের জারি তেলের দাম অনুযায়ী, এদিন সকালে গৌতমবুদ্ধ নগর জেলায় (নয়ডা-গ্রেটার নয়ডা) পেট্রোল ৪২ পয়সা বেড়ে প্রতি লিটারে ৯৭ টাকা হয়েছে ৷ ডিজেল ৩৯ পয়সা বেড়ে প্রতি লিটারে ৯০.১৪ টাকা হয়েছে ৷ লখনউতে পেট্রোল ৫ পয়সা বেড়ে প্রতি লিটারে ৯৬.৬২ টাকা হয়েছে ৷ ডিজেল ৫ পয়সা বেড়ে প্রতি লিটারে ৮৯.৮১ টাকা হয়েছে ৷ পটনাতে পেট্রোলের দাম ৫০ পয়সা বেড়ে ১০৭.৭৪ টাকা প্রতি লিটার হয়েছে ৷ ডিজেলের দাম বেড়ে হয়েছে প্রতি লিটারে ৯৪.৫১ টাকা ৷ গুরুগ্রামে পেট্রোল ৫৩ পয়সা বেড়ে প্রতি লিটারে ৯৭.৮০ টাকা হয়েছে ৷ ডিজেলের দাম বেড়ে হয়েছে ৯০.২৪ টাকা ৷
advertisement
advertisement
advertisement