TRENDING:

লকারে কি সোনা পড়ে রয়েছে? তা-হলে সেটা দিয়েই কিন্তু করা যেতে পারে উপার্জন! দেখে নিন সেই উপায়!

Last Updated:

কিন্তু সোনার দর বৃদ্ধি পেলে লকারে গচ্ছিত রাখা সেই সোনার মূল্যও বৃদ্ধি পায়। তা সত্ত্বেও তার থেকে কোনও রকম সুদ পাওয়া যায় না।

impactshort
ইমপ্যাক্ট শর্টসলেটেস্ট খবরের জন্য
advertisement
#কলকাতা: আজকালকার দিনে অনেকেই নিজেদের সোনার গহনা ব্যাঙ্কের লকারে জমা রেখে দেন। এটা করা হয় মূলত নিরাপত্তার স্বার্থেই। এর জন্য ব্যাঙ্ক প্রতি বছর একটা নির্দিষ্ট পরিমাণে অর্থ চার্জ করে থাকে। কিন্তু সোনার দর বৃদ্ধি পেলে লকারে গচ্ছিত রাখা সেই সোনার মূল্যও বৃদ্ধি পায়। তা সত্ত্বেও তার থেকে কোনও রকম সুদ পাওয়া যায় না। অথচ মজার বিষয় হল, ব্যাঙ্কের লকারে থাকা সেই নিষ্ক্রিয় সোনার মূল্যের সুদ খুব সহজেই পাওয়া যেতে পারে।
advertisement

কিন্তু কী ভাবে। এর জন্য কী কী করা বাঞ্ছনীয়। দেখে নেব সেই বিষয়টাই। এর জন্য আরবিআই মনোনীত একটি ব্যাঙ্কে সোনা জমা রাখতে হবে। তবে এর জন্য নির্দিষ্ট একটি স্কিমের বেছে নিয়ে তার অধীনেই সেই সোনা জমা রাখতে হবে। এই সুবিধা আরবিআই-এর গোল্ড মানিটাইজেশন স্কিমের অধীনে পাওয়া যায়। এটি অনেকটা ব্যাঙ্কের ফিক্সড ডিপোজিটের মতো। যেখানে নিজেদের সোনা ব্যাঙ্কে জমা করতে হবে, মেয়াদ পূর্তিতে সেই স্বর্ণ বা সোনার মূল্য ফেরত পাওয়া যাবে এবং সেই সঙ্গে অর্জিত সুদও পাওয়া যাবে। স্বর্ণের দাম বাড়ার সঙ্গে সঙ্গে সেই সময় বিদ্যমান মূল্যের উপর ভিত্তি করেই তা করা হবে। তবে সুদ সোনার জমা মূল্যের উপর গণনা করা হবে।

advertisement

আরও পড়ুন: বছর শেষে বিভিন্ন গাড়ির উপরে পাওয়া যাচ্ছে আকর্ষণীয় ছাড়, এক নজরে দেখে নিন সমস্ত খুঁটিনাটি!

এই স্কিমে গ্রাহকদের সোনা নিরাপদে ব্যাঙ্ক দ্বারা রক্ষণাবেক্ষণ করা হবে। এই স্কিমটি গ্রাহকদের সোনা জমা রাখার দুশ্চিন্তাও দূর করবে। গোল্ড মানিটাইজেশন স্কিমটি শুধুমাত্র আরবিআই দ্বারা নির্ধারিত ব্যাঙ্কগুলিই অফার করে থাকে।

আরও পড়ুন: অবসরের পর টাকা নিয়ে চিন্তা করতে হবে না, এই পেনশন প্ল্যানগুলো দেখে নিন!

advertisement

গোল্ড মনিটাইজেশন স্কিম বা রিভ্যাম্পড গোল্ড ডিপোজিট স্কিমের বিভিন্ন বৈশিষ্ট্য রয়েছে। এটাকে সোনার ফিক্সড ডিপোজিটও বলা যেতে পারে। এক নজরে দেখে নেওয়া যাক, এই স্কিমের সমস্ত খুঁটিনাটি।

- একটি প্রতিষ্ঠানের এক জন ভারতীয় বাসিন্দা এই স্কিমে বিনিয়োগ করতে পারেন। এই গোল্ড এফডি একা কিংবা যৌথ ভাবেও খোলা যেতে পারে।

advertisement

- কাঁচা সোনা গহনার সোনার আকারে গ্রহণ করা হয়। যেমন - সোনার বার, মুদ্রা, পাথর বাদে গহনা এবং অন্যান্য ধাতু।

- এক জন বিনিয়োগকারী সর্বনিম্ন ৩০ গ্রাম সোনা জমা করতে পারেন। তবে এর কোনও সর্বোচ্চ সীমা নেই।

- বিনিয়োগকারীরা ১ থেকে ১৫ বছরের মধ্যে যে কোনও মেয়াদ বেছে নিতে পারেন।

advertisement

বিভিন্ন মেয়াদের বিকল্পগুলো হল:

- স্বল্প মেয়াদী ব্যাঙ্ক আমানতের (STBD) মেয়াদ ১ থেকে ৩ বছর।

- মধ্য মেয়াদী সরকারি আমানতের (MTGD) মেয়াদ ৫ থেকে ৭ বছর।

- দীর্ঘ মেয়াদী সরকারি আমানতের (LTGD) মেয়াদ ১২ থেকে ১৫ বছর।

- মধ্য মেয়াদী এবং দীর্ঘ মেয়াদী আমানত কেন্দ্রীয় সরকারের দ্বারা নির্ধারিত ব্যাঙ্ক গ্রহণ করবে।

গোল্ড মানিটাইজেশন স্কিমের অধীনে দেওয়া সুদের হারগুলি নিম্নরূপ:

- এসটিবিডি-র ক্ষেত্রে ১ বছরের জন্য বার্ষিক ০.৫০ শতাংশ।

- এসটিবিডি-র ১ বছরের উপর এবং ২ বছর পর্যন্ত বার্ষিক ০.৫৫ শতাংশ।

- এসটিবিডি-র ক্ষেত্রে ২ বছর ৩ বছর পর্যন্ত বার্ষিক ০.৬০ শতাংশ।

অন্য দিকে, এমটিজিডি (MTGD) এবং এলটিজিডি (LTGD)-র ক্ষেত্রে বার্ষিক ২.২৫ শতাংশ। এসটিবিডি-র আসল এবং সুদ সোনায় ধার্য করা হবে। বর্তমানে, এমটিজিডি এবং এলটিজিডি-র ক্ষেত্রে প্রিন্সিপাল INR-এ চিহ্নিত করা হবে। ৩১শে মার্চ বার্ষিক বা মেয়াদপূর্তিতে ক্রমবর্ধমান সুদ প্রদান করা হবে। আমানতকারীর বার্ষিক সাধারণ সুদের অর্থ প্রদান বা মেয়াদপূর্তিতে ক্রমবর্ধমান সুদ (বার্ষিক চক্রবৃদ্ধি) পাওয়ার বিকল্প থাকবে, আমানতের সময় ব্যবহার করার বিকল্প হিসাবে।

এই স্কিমটিতে নির্ধারিত মেয়াদের আগে টাকা তোলার ক্ষেত্রে নিয়ম নিম্নরূপ:

- STBD - এই ধরনের আমানতের ক্ষেত্রে প্রযোজ্য সুদের হারে জরিমানা-সহ ১ বছরের লক-ইন পিরিয়ডের পরে অনুমোদন দেওয়া হয়।

- MTGD - এই আমানতের ক্ষেত্রে সুদের উপর জরিমানা-সহ ৩ বছর পরে যে কোনও সময় তোলার অনুমতি দেওয়া হয়।

- LTGD - সুদের উপর জরিমানা-সহ ৫ বছর পরে যে কোনও সময়ে আমানত প্রত্যাহার করার অনুমতি দেওয়া হয়।

সেরা ভিডিও

আরও দেখুন
লালগোলাতে রাজরাজেশ্বরী রূপে পূজিতা হন মা কালী! দেওয়া হয় ইলিশের ভোগ
আরও দেখুন

মানিটাইজেশন স্কিমের অধীনে করা আয়ের ক্ষেত্রে ক্যাপিটাল গেন ট্যাক্স, ওয়েলথ ট্যাক্স এবং ইনকাম ট্যাক্স থেকে অব্যাহতি রয়েছে। জমা করা সোনার মূল্য বৃদ্ধির উপর বা গ্রাহকরা এটি থেকে যে সুদ পান, তার উপর কোনও ক্যাপিটাল গেন ট্যাক্স ধার্য করা হবে না। মেয়াদ পূর্তির সময় গ্রাহকরা যে আকারে সোনা জমা করেছিলেন, সে-ভাবে তিনি তাঁর সোনা পাবে না। জমা করা সোনার গহনা বা অলঙ্কারগুলি পিভিসি দ্বারা গলিয়ে দেওয়া হবে।

বাংলা খবর/ খবর/ব্যবসা-বাণিজ্য/
লকারে কি সোনা পড়ে রয়েছে? তা-হলে সেটা দিয়েই কিন্তু করা যেতে পারে উপার্জন! দেখে নিন সেই উপায়!
Open in App
হোম
খবর
ফটো
লোকাল