আরও পড়ুন: বাড়ছে গরম, তার মধ্যে কয়লা সঙ্কটের জেরে হতে পারে বিদ্যুৎ পরিষেবায় সমস্যা!
প্রধানমন্ত্রী কিষান সম্মান নিধির ওয়েবসাইটে ফ্ল্যাশ হওয়া একটি মেসেজ অনুযায়ী, ওটিপি বেসড ই-কেওয়াইসি সুবিধা আপাতত সাসপেন্ড করা হয়েছে ৷ ওয়েবসাইটে অবশ্য এটা জানানো হয়নি যে এই পরিষেবা ফের কবে শুরু করা হবে ৷ এর আগে কৃষকরা নিজেদের বাড়ি থেকে বা নিকটবর্তী কমন সার্ভিস সেন্টারে গিয়ে ই-কেওয়াইসি করাতে পারতেন ৷
advertisement
পিএম কিষান যোজনার ক্ষেত্রে ই-কেওয়াইসি জমা দেওয়ার ডেডলাইন বাড়িয়ে দেওয়া হয়েছে ৷ এবার কৃষকরা ৩১ মে ২০২২ পর্যন্ত ই-কেওয়াইসি জমা দেওয়ার সময় পেতে চলেছেন ৷
আরও পড়ুন: জ্বালানির জ্বালা, আরও বিপুল দাম বাড়ল পেট্রোল-ডিজেলের, দেখে নিন আপনার শহরে কত হল
PM Kisan পোর্টালে একটি ফ্ল্যাশ হওয়া মেসেজে লেখা রয়েছে, ‘পিএম কিষান যোজনায় রেজিস্টার্ড কৃষকদের জন্য ই-কেওয়াইসি করা বাধ্যতামূলক ৷ বায়োমেট্রিক অথেন্টিকেশনের জন্য নিকটবর্তী CSC সেন্টারে যোগাযোগ করুন ৷ ওটিপি অথেন্টিকেশনের মাধ্যমে আধার আধারিত eKYC প্রক্রিয়া এবার নিজের আধার কার্ডের সঙ্গে কমন সার্ভিস সেন্টার অর্থাৎ সিএসএসি-তে যেতে হবে ৷ এখানে বায়োমেট্রিক অথেন্টিকেশনের মাধ্যমে eKYC করাতে হবে কৃষকদের ৷
আসতে চলেছে ১১তম কিস্তির টাকা-
এই যোজনায় (PM Kisan Yojana) কেন্দ্র সরকারের তরফে কৃষকদের অ্যাকাউন্টে বছর ৬ হাজার টাকা ট্রান্সফার করা হয় ৷ চার মাস অন্তর ২,০০০ টাকা করে কৃষকদের অ্যাকাউন্টে টাকা পাঠিয়ে থাকে কেন্দ্র সরকার ৷ এখনও পর্যন্ত যোজনার দশটি কিস্তি কৃষকদের অ্যাকাউন্টে ক্রেডিট করা হয়ে গিয়েছে ৷ এবার শীঘ্রই আগামী কিস্তির টাকা আসতে চলেছে বলে অনুমান করা হচ্ছে ৷
আরও পড়ুন: চলতি সপ্তাহেই লভ্যাংশ ঘোষণা করবে IDFC, আপনি শেয়ার কিনেছেন?
পিএম কিষান যোজনায় ১২.৫৩ কোটি কিষান নথিভুক্ত রয়েছেন ৷ যোজনা সংক্রান্ত যে কোনও সমস্যার জন্য কল করতে পারবেন হেল্পলাইন নম্বর 155261-এ ৷ এছাড়া রয়েছে টোল ফ্রি নম্বর 18001155266 এবং ল্যান্ডলাইন নম্বরে 011-23381092, 011-24300606 কল করতে পারবেন ৷