টু হুইলার গাড়ির চাহিদা বেড়েছে -
ইউটিলিটি গাড়ির চাহিদা অগাস্ট মাসে ২০ শতাংশ বেড়ে ১৩৫৪৯৭ অঙ্কে পৌঁছে গিয়েছে। এক বছর আগে এই মাসেই এই সংখ্যাটা ছিল ১১২৮৬৩। একই ভাবে বিগত মাসে দুই চাকার গাড়ির মোট বিক্রি ১৬ শতাংশ বেড়ে ১৫৫৭৪২৯ অঙ্কে পৌঁছে গিয়েছে। ২০২১ সালের অগাস্ট মাসে এই সংখ্যাটা ছিল ১৩৩৮৭৪০। বিগত মাসে মোটরসাইকেলের মোট বিক্রি ২৩ শতাংশ বেড়ে ১০১৬৭৯৪ অঙ্কে পৌঁছে গিয়েছে। বিগত বছরের অগাস্ট মাসে এই সংখ্যাটা ছিল ৮২৫৮৪৯।
advertisement
আরও পড়ুন: টাকা- গয়না পার্থরই, স্বীকার করে রাজসাক্ষী হতে চান অর্পিতা! চার্জশিটে দাবি ইডি-র
সকল সেগমেন্টের গাড়ি বিক্রি বেড়েছে -
সোসাইটি অফ ইন্ডিয়ান অটোমোবাইল ম্যানুফ্যাকচারার জানিয়েছে যে, বিগত মাসে স্কুটারের বিক্রি ১০ শতাংশ বেড়ে ৫০৪১৪৬ অঙ্কে পৌঁছে গিয়েছে। ২০২১ সালের অগাস্ট মাসে এই সংখ্যা ছিল ৪৬০২৮৪। সোসাইটি অফ ইন্ডিয়ান অটোমোবাইল ম্যানুফ্যাকচারারের রিপোর্ট অনুযায়ী এই বছর আগস্ট মাসে সকল সেগমেন্টের বিক্রি ১৮ শতাংশ বেড়ে ১৮৭৭০৭২ অঙ্কে পৌঁছেছে। বিগত বছরের অগাস্ট মাসে এই সংখ্যাটা ছিল ১৫৯৪৫৭৩।
উৎসবের মরশুমে আরও বাড়বে চাহিদা -
সোসাইটি অফ ইন্ডিয়ান অটোমোবাইল ম্যানুফ্যাকচারারের তরফে জানানো হয়েছে যে, সেমিকন্ডাকটরের উন্নতি এবং উৎসবের মরশুমের জন্য ভারতে গাড়ির চাহিদা আরও বাড়তে চলেছে। সোসাইটি অফ ইন্ডিয়ান অটোমোবাইল ম্যানুফ্যাকচারারের তরফে রাজেশ মেনন জানিয়েছেন যে, আগামী ত্রৈমাসিকে যাত্রী গাড়ির বিক্রির সংখ্যা অনেকটা বেড়ে যাবে। এর জন্য সোসাইটি অফ ইন্ডিয়ান অটোমোবাইল ম্যানুফ্যাকচারার সাপ্লাই চেনের ওপর বিশেষ নজর দিয়েছে। ভারতের গাড়ির বাজার আবার ধীরে ধীরে উন্নতির দিকে এগিয়ে চলেছে।