অ্যামাজন এবং ফ্লিপকার্টের মতো ই-কমার্স ওয়েবসাইটগুলিতে বর্তমানে প্রচুর অফার এবং ডিসকাউন্ট দেখা যাচ্ছে। এতে, বেশিরভাগ গ্রাহকদের জোর দেওয়া হচ্ছে নো কস্ট ইএমআই-এর মতো অপশনের উপর। এতে শুধু কিস্তিতে পণ্যের মূল্য পরিশোধের পাশাপাশি ইএমআই-তে কোনও সুদ নেওয়া হবে না বলেও দাবি করা হয়।
ব্যাঙ্কের দৃষ্টিকোণ থেকে নো কস্ট ইএমআই মানে এই ধরনের ইএমআই পরিশোধ করতে গ্রাহকদের কোনও ধরনের চার্জ দিতে হবে না। কিংবা বাড়তি কোনও সুদও দিতে হবে না। ফলে ইএমআই-তে দাম দেওয়ার পরেও গ্রাহকের উপর কোনও অতিরিক্ত বোঝা নেই। এই সুবিধা শুধুমাত্র নির্দিষ্ট ধরনের কার্ড বা ব্যাঙ্ক দ্বারা দেওয়া হয়।
advertisement
এই অফার কীভাবে কাজ করে?
নো কস্ট ইএমআই-এর অধীনে ব্যাঙ্কগুলি কিংবা আর্থিক প্রতিষ্ঠানগুলি গ্রাহকদের কাছ থেকে সুদ নেয়, কিন্তু ডিসকাউন্ট আকারে ফেরত দেয়। এইভাবে, সুদের পরিমাণ গ্রাহককে ফেরত দেওয়া হয়। গ্রাহকের কাছ থেকে শুধুমাত্র প্রসেসিং ফি নেওয়া হয়। যা বেশ কমই হয়ে থাকে। ব্যাঙ্কের ধার্যকৃত সুদ গ্রাহককে অফার হিসাবে ফেরত দেওয়া হয়।
আরও পড়ুন, বড় ঘোষণা মমতার! ১৯৭ কোটি টাকা ঋণ মকুব বাংলার লাখ লাখ কৃষকদের, কারা পাবেন সুবিধা?
আরও পড়ুন, বড় সুখবর! উচ্চ প্রাথমিকে ১৪০০০ শূন্যপদে নিয়োগে গ্রিন সিগন্যাল দিল হাইকোর্ট
তবে কোনও ইএমআই নেওয়ার আগে অবশ্যই প্রত্যেক গ্রাহককে সংশ্লিষ্ট ব্যাঙ্ক কিংবা আর্থিক প্রতিষ্ঠানগুলি শর্তাবলী ভাল করে পড়ে নেওয়া উচিত। কোনও ইএমআই নেওয়ার বিষয়ে অবশ্যই বিশেষজ্ঞের পরামর্শ নিয়ে নেওয়া উচিত।