TRENDING:

No Cost EMI: নো কস্ট ইএমআই-তে কি বাড়তি টাকা নেওয়া হয়? জেনে নিন সম্পূর্ণ নিয়ম

Last Updated:

No Cost EMI: এমন পরিস্থিতিতে অনেক গ্রাহকের মনে একটি প্রশ্ন জাগে যে নো কস্ট ইএমআই-তে কোনও বাড়তি চার্জ নেওয়া হয় কিনা

impactshort
ইমপ্যাক্ট শর্টসলেটেস্ট খবরের জন্য
advertisement
নিউ দিল্লি: উৎসবের মরসুম শুরু হতে না হতেই বিভিন্ন ই কমার্স সংস্থা অফার দিতে শুরু করেছে। কোথাও ক্যাশব্যাক, কোথাও ডিসকাউন্ট রয়েছে। সেই সঙ্গে বিভিন্ন সাইটে দেখা যাচ্ছে বেশিরভাগ পণ্যে নো কস্ট ইএমআই দেওয়া হচ্ছে। এমন পরিস্থিতিতে অনেক গ্রাহকের মনে একটি প্রশ্ন জাগে যে নো কস্ট ইএমআই-তে কোনও বাড়তি চার্জ নেওয়া হয় কিনা।
নো কস্ট ইএমআই-তে কি বাড়তি টাকা নেওয়া হয়  (Pic Courtesy- freepik)
নো কস্ট ইএমআই-তে কি বাড়তি টাকা নেওয়া হয় (Pic Courtesy- freepik)
advertisement

অ্যামাজন এবং ফ্লিপকার্টের মতো ই-কমার্স ওয়েবসাইটগুলিতে বর্তমানে প্রচুর অফার এবং ডিসকাউন্ট দেখা যাচ্ছে। এতে, বেশিরভাগ গ্রাহকদের জোর দেওয়া হচ্ছে নো কস্ট ইএমআই-এর মতো অপশনের উপর। এতে শুধু কিস্তিতে পণ্যের মূল্য পরিশোধের পাশাপাশি ইএমআই-তে কোনও সুদ নেওয়া হবে না বলেও দাবি করা হয়।

ব্যাঙ্কের দৃষ্টিকোণ থেকে নো কস্ট ইএমআই মানে এই ধরনের ইএমআই পরিশোধ করতে গ্রাহকদের কোনও ধরনের চার্জ দিতে হবে না। কিংবা বাড়তি কোনও সুদও দিতে হবে না। ফলে ইএমআই-তে দাম দেওয়ার পরেও গ্রাহকের উপর কোনও অতিরিক্ত বোঝা নেই। এই সুবিধা শুধুমাত্র নির্দিষ্ট ধরনের কার্ড বা ব্যাঙ্ক দ্বারা দেওয়া হয়।

advertisement

এই অফার কীভাবে কাজ করে?

নো কস্ট ইএমআই-এর অধীনে ব্যাঙ্কগুলি কিংবা আর্থিক প্রতিষ্ঠানগুলি গ্রাহকদের কাছ থেকে সুদ নেয়, কিন্তু ডিসকাউন্ট আকারে ফেরত দেয়। এইভাবে, সুদের পরিমাণ গ্রাহককে ফেরত দেওয়া হয়। গ্রাহকের কাছ থেকে শুধুমাত্র প্রসেসিং ফি নেওয়া হয়। যা বেশ কমই হয়ে থাকে। ব্যাঙ্কের ধার্যকৃত সুদ গ্রাহককে অফার হিসাবে ফেরত দেওয়া হয়।

advertisement

আরও পড়ুন, বড় ঘোষণা মমতার! ১৯৭ কোটি টাকা ঋণ মকুব বাংলার লাখ লাখ কৃষকদের, কারা পাবেন সুবিধা?

আরও পড়ুন, বড় সুখবর! উচ্চ প্রাথমিকে ১৪০০০ শূন্যপদে নিয়োগে গ্রিন সিগন্যাল দিল হাইকোর্ট

সেরা ভিডিও

আরও দেখুন
বিজয়াতেই ঘরে ঘরে 'টিকা'র প্রস্তুতি! গোর্খাদের এই উৎসব বাঙালির খুব চেনা
আরও দেখুন

তবে কোনও ইএমআই নেওয়ার আগে অবশ্যই প্রত্যেক গ্রাহককে সংশ্লিষ্ট ব্যাঙ্ক কিংবা আর্থিক প্রতিষ্ঠানগুলি শর্তাবলী ভাল করে পড়ে নেওয়া উচিত। কোনও ইএমআই নেওয়ার বিষয়ে অবশ্যই বিশেষজ্ঞের পরামর্শ নিয়ে নেওয়া উচিত।

advertisement

বাংলা খবর/ খবর/ব্যবসা-বাণিজ্য/
No Cost EMI: নো কস্ট ইএমআই-তে কি বাড়তি টাকা নেওয়া হয়? জেনে নিন সম্পূর্ণ নিয়ম
Open in App
হোম
খবর
ফটো
লোকাল