আরও পড়ুন: বদলে গিয়েছে মোবাইলে সিম রাখার নিয়ম; না মানলে বন্ধ হয়ে যেতে পারে সিম কার্ড!
চলতি শীতকালীন অধিবেশনে এক প্রশ্নের লিখিত উত্তরে অশ্বিনী বৈষ্ণব জানিয়েছেন যে, করোনা মহামারীর প্রোটোকলের জন্য রেলের টিকিটে এখনই কোনও রকম কনসেসন শুরু করা হচ্ছে না। সুতরাং বর্তমানে বয়স্ক নাগরিকরা রেল যাত্রা করার জন্য রেলের টিকিটে সিনিয়র সিটিজেন হিসাবে কোনও রকম ছাড় পাবে না।
advertisement
করোনা মহামারী এবং কোভিড প্রোটোকলের জন্য ২০২০ সালের ২০ মার্চ মাস থেকেই রোগী এবং ছাত্রদের কয়েকটি শ্রেণি ছাড়া রেলের টিকিটে সকল প্রকার কনসেসন বন্ধ করে দেওয়া হয়েছে। রেলমন্ত্রী অশ্বিনী বৈষ্ণব জানিয়েছেন যে এই ৪ শ্রেণী এবং ১১ শ্রেণীর ছাত্র ও রোগীদের ছাড়া সকল প্রকার শ্রেণীর রেলওয়ে কনসেসন এখনই চালু করা হচ্ছে না। এর ফলে অন্যান্য শ্রেণীর যারা রেলের টিকিটে ছাড় পেত তারা আর কোনও প্রকার ছাড় পাবে না। এর মধ্যে রয়েছে সিনিয়র সিটিজেন কনসেসন। এর ফলে এখন রেলে যাত্রা করার জন্য বয়স্ক নাগরিকদের বেশি টাকা খরচ করতে হবে।
আরও পড়ুন: পেট্রোল ও ডিজেলের নতুন দাম জারি, দেখে নিন আপনার শহরে কত টাকা সস্তায় মিলছে
বয়স্ক নাগরিকদের ছাড়-
২০২০ সালের মার্চ মাসের আগে অবধি বয়স্ক নাগরিকদের ক্ষেত্রে রেলের প্রতিটি শ্রেণিতে যাত্রা করার জন্য ছাড় পাওয়া যেত। রেলের তরফে বয়স্ক মহিলা নাগরিকদের ৫০ শতাংশ এবং বয়স্ক পুরুষ নাগরিকদের জন্য ৪০ শতাংশ ছাড় দেওয়া হত। রেলের এই ছাড়ের সুবিধা নেওয়ার জন্য মহিলাদের বয়স ৫৮ বছর এবং পুরুষদের বয়স ৬০ ছিল। কিন্তু বর্তমানে এই ধরনের কোনও ছাড় রেলের তরফে দেওয়া হবে না। ২০২০ সালের মার্চ মাস থেকে রেলের যে ছাড় বন্ধ করে রাখা হয়েছিল তা এখনই চালু করা হচ্ছে না। বর্তমানে ভারতীয় রেলওয়ের তরফে চালু করা হচ্ছে না সিনিয়র সিটিজেন কনসেসন।
আরও পড়ুন: মাত্র ১০ হাজার টাকায় শুরু করুন এই ব্যবসা, প্রতি মাসে হতে পারে লাখ টাকা পর্যন্ত আয়!
রেলের তরফে ছাড় না দেওয়ার কারণ-
ভারতীয় রেলওয়ে বয়স্ক নাগরিক, খেলোয়াড়, চিকিৎসার সঙ্গে যুক্ত ব্যক্তি ইত্যাদি প্রায় ৫৩ শ্রেণীর জনগণকে ছাড় দিয়ে থাকে। কিন্তু করোনা মহামারী এবং কোভিড প্রোটোকলের জন্য ছাত্র এবং চিকিৎসকদের জন্য রেলের তরফে ছাড় দেওয়া হলেও, অন্যান্য সকল শ্রেণীর জন্য বন্ধ করে দেওয়া হয়েছে রেলের ছাড়।