প্রসঙ্গত, ডিজিটাল মুদ্রা নিয়ে অনেক দিন ধরেই ভাবনা-চিন্তা করছে রিজার্ভ ব্যাঙ্ক অব ইন্ডিয়া। গত বছরই ডিজিটাল মুদ্রার প্রচলন করার কথা জানিয়েছিল আরবিআই। গত অক্টোবরে আরবিআই সেন্ট্রাল ব্যাঙ্ক ডিজিটাল কারেন্সি (সিবিডিসি)-র প্রস্তাব আনে। কেন্দ্রীয় সরকারের তরফেও জানানো হয়ে, রিজার্ভ ব্যাঙ্কের তরফে একটি প্রস্তাব এসেছে। ডিজিটাল মুদ্রাকে ব্যাঙ্ক নোটের সংজ্ঞার অন্তর্ভুক্ত করার কথা বলা হয়েছে। এই বিষয়ে আইন সংশোধনের প্রস্তাব দিয়েছে রিজার্ভ ব্যাঙ্ক। এবার সেই ডিজিটাল মুদ্রা নিয়েই বড় ঘোষণা করলেন নির্মলা সীতারমন।
advertisement
আরও পড়ুন: দেশের প্রতিটি পোস্ট অফিসেই এবার পাবেন 'এই' সুবিধা! বিরাট ঘোষণা অর্থমন্ত্রীর
এছাড়াও, সমস্ত সরকারি ক্রয়ের জন্য অনলাইন ই-বিল-এর সুবিধা রাখা হচ্ছে। ৮টি ভাষায় জমি রেকর্ডের নথি রাখা হবে বলে ঘোষণা করলেন কেন্দ্রীয় অর্থমন্ত্রী। তাছাড়া, কো-অপারেটিভ সোসাইটির ক্ষেত্রে সারচার্জ ১২ শতাংশ কমিয়ে ৭ শতাংশ (এক কোটি টাকা থেকে ১০ কোটি টাকা আয়) করা হবে। কর কমিয়ে ১৮ শতাংশ থেকে ১৫ শতাংশ করা হচ্ছে। বিশেষভাবে সমক্ষ মানুষের জন্য কর ছাড় দেওয়া হবে।
আরও পড়ুন: শীঘ্রই বিক্রি হবে এলআইসি-র শেয়ার! বাজেটের শুরুতেই ঘোষণা নির্মলার
তবে, কেন্দ্রীয় অর্থমন্ত্রী জানান, ভার্চুয়াল উপহার সম্পত্তি থেকে কোনও আয় করলে তাতে প্রাপকদের কর ধার্য করা হবে। ৩০ শতাংশ কর দিতে হবে। কর্পোরটে সারচার্জ কমানো হচ্ছে। ১২ শতাংশ থেকে কমিয়ে সাত শতাংশ করা হচ্ছে। বৈদ্যুতিক সরঞ্জাম, গয়না, রাসায়নিক ক্ষেত্রে আমদানি শুল্কে ছাড় দেওয়া হচ্ছে।