শুধু তাই নয়, ডিজিটাল ব্যাঙ্কিংয়ে উৎসাহে ৭৫ জেলায় ৭৫ টি ডিজিটাল ব্যাঙ্কিং শাখা খোলা হবে। তাঁর সংযোজন, ১০০ শতাংশ পোস্ট অফিসই কোর ব্যাঙ্কিংয়ের আওতায় আসবে। অনলাইনেই ব্যাঙ্ক থেকে পোস্ট অফিসে টাকা লেনদেন করা যাবে। সুবিধা মিলবে এটিএম, নেট ব্যাঙ্কিংয়েরও।
আরও পড়ুন: শীঘ্রই বিক্রি হবে এলআইসি-র শেয়ার! বাজেটের শুরুতেই ঘোষণা নির্মলার
advertisement
নির্মলার ঘোষণা, নারী ও শিশু কল্যাণে নতুন ৩ প্রকল্প চালু হবে। ডিজিটাল ইউনিভার্সিটি গড়া হবে। হসপিটালিটি সেক্টরের জন্য ৫ লক্ষ কোটি। জল জীবন মিশনে ৬০ লক্ষ কোটি। দু লক্ষ অঙ্গনওয়াড়ি তৈরি হবে। পিছিয়ে পড়া জেলাগুলোর উন্নয়নে বিশেষ নজর। ৫জি টেকনোলজি চালু হবে ২০২২-২০২৩ অর্থবর্ষে। বিপুল কর্মসংস্থানের সম্ভাবনা। ৫জি-র জন্য স্পেকট্রাম নিলাম করা হবে।
আরও পড়ুন: অর্থনীতিকে দিশা দেখাবে গতিশক্তি, বাজেটের শুরুতেই নয়া প্রকল্পের ঘোষণা নির্মলার
শুধু তাই নয়, ৩ কোটি ৮০ লক্ষ পরিবারকে কলের জল পৌঁছে দিতে ৬০ হাজার কোটি টাকা বরাদ্দ করা হয়েছে এবারের বাজেটে। পার্বত্য অঞ্চলে জাতীয় রোপওয়ে তৈরি হবে। ৬০ কিমি দীর্ঘ ৮টি রোপওয়ে চালু হবে বলে ঘোষণা করেন কেন্দ্রীয় অর্থমন্ত্রী। তাঁর ঘোষণা, ২০২২-২৩ সালে ৫ জি পরিষেবার স্পেকট্রাম বণ্টনের দেশের সর্বত্র ব্রন্ডব্র্যান্ড পরিষেবায় জোর দেওয়া হবে। দেশের সব গ্রামে অপটিকাল ফাইবার বসানোর বরাত প্রদান করা হবে। পিপিই মডেলে হবে। ২০২৫ সালের মধ্যে সেই প্রকল্প শেষ হতে পারে।