এই বাজেট পেশ নিয়ে কী ভাবে সংস্কারের কথা ভেবেছে কেন্দ্রীয় সরকার? অর্থমন্ত্রী নিজেই সেকথা জানিয়েছেন এক্সক্লুসিভ সাক্ষাৎকারে। তিনি বলেছেন, 'বাজেটের প্রতিটা সংস্কারের আগে হোমওয়ার্ক করা হয়েছে। প্রতিটা ক্ষেত্র নিয়ে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির সঙ্গে কথা হয়েছে।' অর্থমন্ত্রীর দাবি, এই বাজেট সংস্কারের মূল কাণ্ডারি প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি।
advertisement
আরও পড়ুন: মাধ্যমিকে ভৌত বিজ্ঞান পরীক্ষায় পুরো নম্বর তোলার উপায় দিলেন শিক্ষক, দেখুন
২০২৩-২৪ অর্থবর্ষের বাজেট পেশের পরই তা প্রশংসায় ভরিয়ে দেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। ১ ফেব্রুয়ারি, বুধবার কেন্দ্রীয় বাজেট পেশ করেন অর্থমন্ত্রী নির্মলা সীতারমণ। এই বাজেট ভবিষ্যতে উন্নত ভারতের ভিত গড়ে দিয়েছে বলে মন্তব্য করেছেন প্রধানমন্ত্রী।
আরও পড়ুন: মাধ্যমিকের ইংরেজি পরীক্ষার রাইটিং সেকশনের প্রস্তুতি নেওয়া জরুরি, জানুন সহজ টিপস
বাজেট পেশের পর ভাষণে মোদি বলেন, 'অমৃতকালের এই প্রথম বাজেট উন্নত ভারত গড়ে তোলার শক্ত ভিত গড়ে দিয়েছে। এই বাজেট দরিদ্র, মধ্যবিত্ত, কৃষক-সহ সমাজের নানা স্তরের মানুষের স্বপ্ন পূরণ করবে। ভারতের উন্নয়নে গতি আনবে এই বাজেট।'