এই প্রশ্নের উত্তরে অর্থমন্ত্রী নির্মলা সীতারামন বলেন, “আমরা ঠিক ৭ শতাংশ প্রবৃদ্ধি অর্জন করব। মুখ্য অর্থনৈতিক উপদেষ্টা ইতিমধ্যেই এই বিষয়ে বিস্তারিতভাবে তার মতামত তুলে ধরেছেন। আমি আশা করি এই লক্ষ্য অর্জনে আমাদের কোনও সমস্যা হবে না। ভারতের অর্থনীতি ক্রমাগত বৃদ্ধি পাচ্ছে। আমরা মূল্যস্ফীতি নিয়ন্ত্রণে রাখার চেষ্টা করছি।”
আরও পড়ুন, ‘ভোট-অন-অ্যাকাউন্টের মতোই অন্তবর্তী বাজেট পেশ হয়েছে,’ বললেন অর্থমন্ত্রী
advertisement
অর্থমন্ত্রী নির্মলা সীতারামন বলেছেন, “আমাদের পূর্ণ আশা আছে যে আমরা ভারসাম্যপূর্ণ মুদ্রাস্ফীতির হার দিয়ে অর্থনৈতিক প্রবৃদ্ধির লক্ষ্য অর্জন করব। আমি চাই বিদেশি রেটিং এজেন্সিগুলো ভারতে যে অর্থনৈতিক সংস্কার হচ্ছে তা দেখুক এবং সেই অনুযায়ী তাদের মতামত দেবে। প্রধানমন্ত্রী মোদি অর্থনৈতিক সংস্কারের পক্ষে এবং সরকার ক্রমাগত এই দিকে অগ্রসর হচ্ছে।”
তিনি আরও বলেন, “অর্থনীতির দ্রুত গতি অব্যাহত রয়েছে। আমরা আশা করি মূল্যস্ফীতি নিয়ন্ত্রণে রেখে আমরা দ্রুত প্রবৃদ্ধি অর্জন করব। আমরা বাজেটে প্রবৃদ্ধি বৃদ্ধির পদক্ষেপের পাশাপাশি সব দিক খেয়াল রাখার চেষ্টা করেছি।”
