TRENDING:

Nirmala Sitharaman to News18: পর্যটন আর পিএম বিকাশেই হবে বাজিমাত, বাজেটের পর এবার বড় দাবি নির্মলার

Last Updated:

Nirmala Sitharaman to News18: এ বছরের বাজেট নিয়ে কথা বলতে গিয়ে, কেন্দ্রীয় অর্থমন্ত্রী নির্মলা সীতারমণ বলেন, “আমি আশা করি বিদেশ থেকে আসা পর্যটকদের কারণে পর্যটন ক্ষেত্র একটি উল্লেখযোগ্য পরিবর্তন দেখতে পাবে। অর্থনীতিকে সচল রাখার জন্য এটি একটি ভালো উপায় হবে।”

impactshort
ইমপ্যাক্ট শর্টসলেটেস্ট খবরের জন্য
advertisement
নয়াদিল্লি: বাজেট ঘোষণার পর প্রথম বারের জন্য শুক্রবার কেন্দ্রীয় অর্থমন্ত্রী নির্মলা সীতারমণ 'সরকারের সিদ্ধান্তের সঙ্গে দাঁড়ানোর' জন্য দেশের জনগণকে কৃতিত্ব দিয়েছেন। নেটওয়ার্ক 18-এর গ্রুপ এডিটর-ইন-চিফ রাহুল জোশীর সঙ্গে একান্ত সাক্ষাৎকারে তিনি বলেন, কেন্দ্রীয় সরকার প্রতিটি সংস্কারের জন্য তাদের হোমওয়ার্ক রয়েছে। অর্থমন্ত্রীর কথায়, "আমরা কেন একটি সংস্কার বেছে নিয়েছি এবং কেন অন্যটি নয়, তা আমাদের প্রমাণ করতে হয়েছিল। সংস্কারের মূল কাণ্ডারি প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি।"
নির্মলার বড় দাবি
নির্মলার বড় দাবি
advertisement

এ বছরের বাজেট নিয়ে কথা বলতে গিয়ে, কেন্দ্রীয় অর্থমন্ত্রী নির্মলা সীতারমণ বলেন, “আমি আশা করি বিদেশ থেকে আসা পর্যটকদের কারণে পর্যটন ক্ষেত্র একটি উল্লেখযোগ্য পরিবর্তন দেখতে পাবে। অর্থনীতিকে সচল রাখার জন্য এটি একটি ভালো উপায় হবে।” তিনি আরও বলেন, "আমি PM-বিকাশ প্রকল্পে গতি দেখতে পাচ্ছি, কারণ এটির একটি বিশাল বাজার রয়েছে এবং এটি চালু করার সঙ্গেসঙ্গে আমরা বিপুল সংখ্যক মানুষকে ছুঁতে সক্ষম হবে।"

advertisement

আরও পড়ুন: লক্ষ্য ২৮ আসন, তৃণমূলের বিরাট পরিকল্পনা! বড় যোগদানের ইঙ্গিত

প্রসঙ্গত, কর কাঠামোয় ছাড় ছাড়াও এ বারের বাজেটে পর্যটন ক্ষেত্র নিয়ে একটি নতুন স্কিমের ঘোষণা করেছেন কেন্দ্রীয় অর্থমন্ত্রী। ‘দেখো আপনা দেশ’ স্কিমের আওতায় ভারতে বেড়ানোর ক্ষেত্রে একাধিক ছাড় ও সুবিধার কথা জানানো হয়েছে এই স্কিমের আওতায়। করোনা-কালে সফর নিয়ে নানা বিধিনিষেধ ছিল। যার জেরে ধাক্কা খেয়েছে পর্যটন ব্যবসা। এবারের বাজেটে সেই সেক্টরকে চাঙ্গা করতে উদ্যোগ নেয় মোদি সরকার। এবারের বাজেটে নির্মলা সীতারমণ ঘোষণা করেন ‘দেখো আপনা দেশ’ স্কিম। এই স্কিমের আওতায় দেশের ৫০ টি পর্যটন কেন্দ্রকে উন্নয়ন করা হবে। এই স্কিমের আওতায় পর্যটকদের নতুন একটি ভ্রমণ অভিজ্ঞতা দিতে চেয়েই এই স্কিমের ঘোষণা করা হয়েছে বলে জানানো হয়েছে।

advertisement

আরও পড়ুন: তাপস মণ্ডলের সরাসরি যোগ বিজেপির! বিস্ফোরক অভিযোগ কুন্তল ঘোষের

মধ্যবিত্তের কথা মাথায় রেখে এই বিশেষ স্কিমের ঘোষণা করা হয়েছে বলে জানিয়েছেন অর্থমন্ত্রী। নির্মলা সীতারমণের পেশ করা এই বাজেটে ঘোষিত এই স্কিমে লক্ষ্য হিসাবে দেখা হয়েছে, যাতে ভারতের পর্যটকরা বিদেশের থেকেও দেশের পর্যটনকে বেছে নেন। এরফলে দেশের অর্থনীতিও চাঙ্গা হবে বলে মনে করা হচ্ছে। সীতারমন বলছেন, পর্যটন সেক্টরে 'প্রবল সম্ভাবনা রয়েছে যুবকদের কর্মসংস্থান ও অন্তপ্রনরশিপের জন্য।' এবার বাজেটের পর নেটওয়ার্ক 18-কে দেওয়া সাক্ষাৎকারেও সেই প্রসঙ্গই তুলে আনলেন নির্মলা সীতারমণ।

advertisement

বাংলা খবর/ খবর/ব্যবসা-বাণিজ্য/
Nirmala Sitharaman to News18: পর্যটন আর পিএম বিকাশেই হবে বাজিমাত, বাজেটের পর এবার বড় দাবি নির্মলার
Open in App
হোম
খবর
ফটো
লোকাল