অর্থমন্ত্রী জানিয়েছেন, এয়ার ইন্ডিয়ার বিলগ্নিকরণ প্রক্রিয়া সফল ভাবে সম্পন্ন করার পর এবার এলআইসি-র আইপিও বাজারে নিয়ে আসা সহ অন্যান্য প্রকল্পগুলির উপরে জোর দেবে সরকার৷ অর্থমন্ত্রীর অবশ্য দাবি, যেহেতু এয়ার ইন্ডিয়া লোকসানে চলা সংস্থা ছিল, তাই সেটির জন্য ক্রেতা খোঁজা অনেক বেশি কঠিন ছিল৷
আরও পড়ুন: ভোট আসবে-যাবে, করোনার সঙ্কটকালে অর্থনীতির শক্তিশালী সহায়তা প্রয়োজন: নির্মলা সীতারমন
advertisement
সীতারমণ জানিয়েছেন, এলআইসি-র আইপিও বাজারে নিয়ে আসা নিয়ে দ্রুততার সঙ্গে কাজ এগোচ্ছে৷ যথাসময়ে এ বিষয়ে ঘোষণা করা হবে৷ এলআইসি-র মূল্যায়ন নিয়েও সীতারমণ কিছু বলতে চাননি৷ তিনি জানিয়েছেন, আইপিও বাজারে ছাড়ার সময়ই এলআইসি-র মূল্যায়ন জানিয়ে দেওয়া হবে৷
আরও পড়ুন: ২০২২-এর বাজেট রক্ষণশীল নয়, বরং অনেক বেশি দায়িত্বশীল: নির্মলা সীতারমন
২০২২-২৩ অর্থবর্ষের জন্য বিলগ্নিকরণ থেকে আয়ের লক্ষ্য কমিয়ে ৬৫ হাজার কোটি টাকা করা হয়েছে বাজেটে৷ অর্থমন্ত্রী জানিয়েছেন, বাস্তবের মাটিতে দাঁড়িয়েই এই লক্ষ্য স্থির করা হয়েছে৷ শুধুমাত্র সংখ্যার নিরিখে বড় অঙ্ক দেখানো হয়নি৷
অর্থমন্ত্রী বলেন, 'এর আগে যখন আরও বড় লক্ষ্য রাখা হয়েছিল, তখনও প্রশ্ন উঠেছিল৷ এবার লক্ষ্য কমিয়ে দেওয়ার পরও সেই প্রশ্ন উঠছে৷ আমরা পরিস্থিতি অনুযায়ী লক্ষ্য স্থির করি৷ এই মুহূর্তে বাজারে করোনা অতিমারির চাপ রয়েছে, ফলে সেকথা মাথায় রেখেই লক্ষ্যমাত্রা স্থির করা হয়েছে৷' অর্থমন্ত্রী জানিয়েছেন, আপাতত বিপিসিএল এবং অন্য বিলগ্নিকরণ প্রকল্পগুলির উপরেই সরকার জোর দিচ্ছে৷