মাত্র তিন বছর (এপ্রিল ২০১৬)-র কিছু বেশি সময় আগে পথ চলা শুরু হয় News18.com-এর ৷ অল্প এই কয়েকবছরের মধ্যেই গোটা দেশে সাড়া ফেলে দিতে সফল এই নিউজ ওয়েবসাইট ৷ মোট ১২টি ভাষায় রয়েছে News18 ৷ প্রতিটি ভাষাতেই সেরাদের তালিকায় জায়গা করে নিয়েছে News18-এর ওয়েবসাইটগুলি ৷ ডিজিটাল নিউজ পাবলিশার্সদের দুনিয়ায় অত্যন্ত পরিচিত নাম এখন ব্র্যান্ড News18 ৷ Network18-এর ডিজিটাল মাধ্যমের প্রেসিডেন্ট পুণিত সিংভি জানান, ‘‘দেশে ডিজিটাল কন্টেন্টের চাহিদা বাড়ছে ৷ আমরা অত্যন্ত গর্বিত যে News18.com এই ইন্ডাস্ট্রিতে দুরন্ত গতিতে এগিয়ে চলেছে ৷ আমরা ডিজিটাল নিউজে বাকিদের টেক্কা দিতে সফল ৷ রিপোর্টে যে নম্বর প্রকাশিত হয়েছে, তা আমাদের আত্মবিশ্বাস আরও বাড়াবে ৷ আশা করব, আগামী দিনেও ভারতীয় মিডিয়ায় Network18 এভাবেই ভাল কাজ করে চলবে ৷ ’’
advertisement
Get the best of News18 delivered to your inbox-subscribe to News18 Daybreak.
Follow News18.com on Twitter, Instagram, Facebook, Telegram, TikTok and on YouTube, and stay in the know with what's happening in the world around you – in real time.