TRENDING:

News18 Bangla Overtakes ABP Ananda: এবিপি আনন্দকে হারিয়ে বাংলা খবরের দুনিয়ায় সেরা News18বাংলা

Last Updated:

News18 Bangla Overtakes ABP Ananda: রাজ্য জুড়ে সমস্ত স্তরের দর্শকদের কাছে সঠিক , প্রয়োজনীও ও সাম্প্রতিক তথ্য তুলে দেওয়ার ক্ষেত্রে চ্যানেলের সাহসিকতাই এই সাফল্যের প্রতিরূপ হয়ে উঠে এসেছে৷

impactshort
ইমপ্যাক্ট শর্টসলেটেস্ট খবরের জন্য
advertisement
কলকাতা: বাংলার খবরের দুনিয়ায় সেরার শিরোপা News18 বাংলার৷ কিউমুলেটিভ রিচ ও মার্কেট শেয়ার, এই দুই বিচারের সকাল আটটার থেকে রাত আটটার মধ্যে সেরা বাংলার নিউজ চ্যানেল এটি৷ ব্রডকাস্ট অডিয়েন্স রিসার্চ কাউন্সিল (বার্ক)-এর সাম্প্রতিক প্রকাশিত তথ্যের ভিত্তিতে দেখা দিয়েছে, ঊর্ধমুখী News18 বাংলার সাফল্যের গ্রাফ তাকে প্রতিষ্ঠা করেছে বাংলা বাজারের সেরার সিংহাসনে৷
advertisement

গত সাত সপ্তাহ জুড়ে ক্রমবর্ধমান সাফল্যের নিরিখে News18 বাংলা সর্বোচ্চ মার্কেট দখল করেছে৷ যথাক্রমে হারিয়ে দিয়েছে রিপাবলিক বাংলা, টিভি নাইন ও ২৪ ঘণ্টাকে ৫০.৬ শতাংশ, ৭১.৮ শতাংশ ও ১৮৮ শতাংশের বিচারে৷ পাশাপাশি দেখা গিয়েছে, এবিপি আনন্দের বিচারে News18 বাংলা কিউমুলেটিভ রিচ বেড়েছে মোট ২৭.৮ শতাংশ৷

advertisement

News18 বাংলা সকাল ৮টা থেকে রাত ৮টার মধ্যে মার্কেট শেয়ার বা বাজার ভগ্নাংশ দখলের ক্ষেত্রেও সেরার স্থান পেয়েছে৷ এটি বাণিজ্যের সবচেয়ে লোভনীয় স্থান হিসাবেও বিবেচিত হয়েছে৷ মার্কেট শেয়ারের ক্ষেত্রে এটি দখল করেছে ২৬.২ শতাংশ, পিছনে ফেলে দিয়েছে এবিপি আনন্দকে, যার হাতে রয়েছে ২৪.২ শতাংশ৷ ৷

সেরা ভিডিও

আরও দেখুন
পুরীর রথ এবার রঘুনাথপুরে, থিমে মন কাড়ছে আপার বেনিয়াসোলের দুর্গাপুজো মণ্ডপ
আরও দেখুন

সবচেয়ে দ্রুত, সত্য ও প্রয়োজনীয় খবর পৌঁছে দেওয়ার এই যাত্রায় অবিরাম পরিশ্রম করে চলেছে News18 বাংলা৷ এ ক্ষেত্রে বিশেষ করে গুরুত্ব দেওয়া হয়েছে স্থানীয় সংবাদকে, পাশাপাশি তুলে আনা হয়েছে দেশ ও বিদেশের নানারকম খবর ও দৃষ্টিভঙ্গী৷ বাংলার মাটিকে চষে ফেলে চ্যানেলের তুলে আনা খবরই চ্যানলকে পৌঁছে দিয়েছে জনপ্রিয়তার শীর্ষে৷ রাজ্য জুড়ে সমস্ত স্তরের দর্শকদের কাছে সঠিক , প্রয়োজনীয় ও সাম্প্রতিক তথ্য তুলে দেওয়ার ক্ষেত্রে চ্যানেলের সাহসিকতাই এই সাফল্যের প্রতিরূপ হয়ে উঠে এসেছে৷

advertisement

বাংলা খবর/ খবর/ব্যবসা-বাণিজ্য/
News18 Bangla Overtakes ABP Ananda: এবিপি আনন্দকে হারিয়ে বাংলা খবরের দুনিয়ায় সেরা News18বাংলা
Open in App
হোম
খবর
ফটো
লোকাল