প্রতি মাসে সরকার এলপিজি, সিএনজি ও পিএনজির দাম নির্ধারণ করে। এপ্রিল ও মে মাসের শুরুতে গ্যাস কোম্পানিগুলো ক্রমাগত ১৯ কেজি ওজনের বাণিজ্যিক গ্যাস সিলিন্ডারের দাম কমিয়েছে। তবে বাড়িতে রান্নার ১৪ কেজি সিলিন্ডারের দামে কোনও পরিবর্তন হয়নি। জুন মাসে সিলিন্ডারের দামে কোনও পরিবর্তন হবে কিনা, সেই দিকে নজর রয়েছে সকলের।
advertisement
আরও পড়ুন, বায়রন তৃণমূলে যোগ দেওয়ায় সাগরদীঘি মডেলের ভবিষ্যত নিয়ে প্রশ্ন
আরও পড়ুন, বৈষ্ণোদেবী মন্দিরে যাওয়ার পথে বাস পড়ে গেল খাদে, নিহত অন্তত ৭ পুণ্যার্থী
১লা জুন থেকে ইলেকট্রিক স্কুটির দাম বাড়তে পারে। ভারী শিল্প মন্ত্রক ২১ মে ইলেকট্রিক স্কুটি জন্য ভর্তুকি কমানোর ঘোষণা দিয়ে একটি বিজ্ঞপ্তি জারি করেছে। আগে এই ভর্তুকি ছিল প্রতি কিলোওয়াট ঘণ্টায় ১৫ হাজার টাকা, কিন্তু তা কমিয়ে প্রতি কিলোওয়াট ঘন্টা ১০ হাজার টাকা করা হয়েছে। এই কারণেই বিশেষজ্ঞরা আশা করছেন যে জুন মাসে একটি বৈদ্যুতিক টু-হুইলার কিনলে অতিরিক্ত ২৫ হাজার থেকে ৩০ হাজার টাকা খরচ হবে।