TRENDING:

আসছে নয়া হাই-স্পিড ইলেকট্রনিক স্কুটার; দেখে নিন Okinawa Okhi 90-র ফিচার!

Last Updated:

দেখে নেওয়া যাক Okinawa কোম্পানির নতুন হাই স্পিড ইলেকট্রিক স্কুটার Okhi 90 এর কয়েকটি ফিচার।

impactshort
ইমপ্যাক্ট শর্টসলেটেস্ট খবরের জন্য
advertisement
#নয়াদিল্লি: Okinawa কোম্পানি ভারতে লঞ্চ করতে চলেছে তাদের নতুন হাই স্পিড ইলেকট্রিক স্কুটার। Okinawa কোম্পানির সেই নতুন স্কুটারের নাম হল Okhi 90। Okinawa কোম্পানির তরফে এখনও অফিসিয়াল লঞ্চের তারিখ ঘোষণা না করা হলেও মনে করা হচ্ছে ২০২২ সালের ২৪ মার্চ ভারতে লঞ্চ করা হতে পারে এই নতুন হাই স্পিড ইলেকট্রিক স্কুটার। নতুন নতুন হাই স্পিড ইলেকট্রিক স্কুটারে রয়েছে আধুনিক ও উন্নত ফিচার। এক নজরে দেখে নেওয়া যাক Okinawa কোম্পানির নতুন হাই স্পিড ইলেকট্রিক স্কুটার Okhi 90 এর কয়েকটি ফিচার।
advertisement

আরও পড়ুন: ১ লাখ টাকা হয়ে গিয়েছে প্রায় ৬ কোটি টাকা! চমকে দিচ্ছে এই মাল্টিব্যাগার পেনি স্টক!

এক চার্জে ১৫০ কিমির সফর -

Okinawa কোম্পানির তরফে জানানো হয়েছে যে, ইলেকট্রিক স্কুটারের মধ্যে এটি সবথেকে সেরা হতে চলেছে। কারণ Okinawa কোম্পানির নতুন হাই স্পিড ইলেকট্রিক স্কুটারে ব্যবহার করা হয়েছে হাই টেক ফিচার। Okinawa কোম্পানির নতুন হাই স্পিড ইলেকট্রিক স্কুটার Okhi 90 এক চার্জে যেতে পারে প্রায় ১৫০ কিমি। এছাড়াও Okhi 90 ইলেকট্রিক স্কুটারে রয়েছে আকর্ষণীয় ফিচার। Okinawa কোম্পানির নতুন হাই স্পিড ইলেকট্রিক স্কুটার Okhi 90-তে ব্যবহার করা হয়েছে লিথিয়াম ব্যাটারি। এই স্কুটারের টপ স্পিড হল ৮০ কিমি।

advertisement

আরও পড়ুন: বিশাল খবর! Holi 2022-এর আগে কেন্দ্রীয় সরকারি কর্মীরা পাচ্ছেন বড় উপহার

অন্যান্য ফিচার -

Okinawa হল দেশের টপ ১০ ইলেকট্রিক স্কুটার ম্যানুফ্যাকচার কোম্পানির মধ্যে একটি। Okinawa তাদের ইলেকট্রিক স্কুটারে ব্যবহার করে হাইটেক ফিচার এবং শক্তিশালী ব্যাটারি। এছাড়াও Okinawa কোম্পানির নতুন হাই স্পিড ইলেকট্রিক স্কুটার Okhi 90-তে রয়েছে টার্ন বাই টার্ন নেভিগেশন, ভেহিকেল অ্যালার্ট, সাইড বিহেবিয়ার অ্যানালিসিস এর মত ফিচার।

advertisement

আরও পড়ুন: কলকাতা-সহ দিল্লি-মুম্বই-চেন্নাইয়ে সোনার দামে সুপার পতন,শহরে ৪০ হাজার টাকা সস্তা

উৎপাদন -

Okinawa কোম্পানির নতুন হাই স্পিড ইলেকট্রিক স্কুটার Okhi 90 ম্যানুফ্যাকচার করা হবে রাজস্থানে অবস্থিত থিবারি প্লান্টে। Okhi 90 হবে রাজস্থানে অবস্থিত থিবারি প্লান্টে তৈরি প্রথম ইলেকট্রিক স্কুটার। বর্তমানে Okinawa কোম্পানি প্রতি বছর প্রায় ৩ লাখ ইলেকট্রিক স্কুটার তৈরি করতে সক্ষম। কিন্তু আগামী দিনে এই প্রোডাকশন প্রতি বছর প্রায় ১০ লাখ করা হবে।

advertisement

সেরা ভিডিও

আরও দেখুন
শীতের মরশুম এলেই গৃহবধূদের উপরি রোজগার! সংসার সামলে ছুটছেন মোয়ার দোকানে
আরও দেখুন

ভারতের ইলেকট্রিক স্কুটারের বাজার ধরার জন্য Okinawa কোম্পানি নিয়ে আসতে চলেছে তাদের নতুন হাই স্পিড ইলেকট্রিক স্কুটার Okhi 90। ক্রমাগত তেলের দাম বেড়ে চলার জন্য অনেকেই এখন ঝুঁকছে ইলেকট্রিক গাড়ির দিকে। এর ফলে বেড়ে চলেছে ইলেকট্রিক স্কুটারের চাহিদা। এই বিষয়টি মাথায় রেখে Okinawa কোম্পানি ভারতে লঞ্চ করতে চলেছে তাদের নতুন হাই স্পিড ইলেকট্রিক স্কুটার Okhi 90।

advertisement

Click here to add News18 as your preferred news source on Google.
ব্যবসা-বাণিজ্যের সব লেটেস্ট খবর ( Business News in Bengali) নিউজ 18 বাংলা-তে পেয়ে যাবেন, যার মধ্যে ব্যক্তিগত অর্থ, সঞ্চয় এবং বিনিয়োগের টিপস (সেভিংস ও ইনভেস্টমেন্ট টিপস) ব্যবসার উপায়ও জানতে পারবেন। দেখুন ব্রেকিং নিউজ এবং সব গুরুত্বপূর্ণ খবর অনলাইনে নিউজ 18 বাংলার লাইভ টিভি-তে ৷ এর পাশাপাশি ডাউনলোড করুন নিউজ 18 বাংলার অ্যাপ সব খবরের আপডেট পেতে ৷ News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
বাংলা খবর/ খবর/ব্যবসা-বাণিজ্য/
আসছে নয়া হাই-স্পিড ইলেকট্রনিক স্কুটার; দেখে নিন Okinawa Okhi 90-র ফিচার!
Open in App
হোম
খবর
ফটো
লোকাল