TRENDING:

Union Budget 2022: আসন্ন বাজেট ২০২২-২৩-এ জোর দেওয়া হতে পারে নতুন এনার্জির ওপরে, জেনে নিন এক ঝলকে!

Last Updated:

Union Budget 2022: আসন্ন ইউনিয়ন বাজেট ২০২২-২৩-এ বিশেষ গুরুত্ব দেওয়া হতে পারে বিকল্প শক্তির ওপরে।

impactshort
ইমপ্যাক্ট শর্টসলেটেস্ট খবরের জন্য
advertisement
#নয়াদিল্লি: ভারতে পাল্লা দিয়ে বেড়েছে পেট্রোল ও ডিজেলের দাম। এর ফলে আসন্ন ইউনিয়ন বাজেট ২০২২-২৩-এ (Union Budget 2022) কেন্দ্রীয় সরকার বিশেষ গুরুত্ব দিতে পারে বিকল্প এনার্জির ওপরে। ভারত প্রায় ৮০ শতাংশ ক্রুড অয়েল সংগ্রহ করে থাকে। কিন্তু প্রতি বছর ১০ শতাংশ হারে বেড়ে চলেছে ক্রুড অয়েলের দাম। ২০২১ সালের ডিসেম্বর মাস থেকে ২০২২ সালের জানুয়ারি মাসের মধ্যে ক্রুড অয়েলের দাম বেড়েছে প্রায় ২৮ শতাংশ। এর ফলে কেন্দ্রীয় সরকারের প্রধান লক্ষ্য হল বিকল্প শক্তির খোঁজ করা এবং তার ব্যবহার বাড়িয়ে তোলা। এর ফলে আসন্ন ইউনিয়ন বাজেট ২০২২-২৩-এ (Union Budget 2022) বিশেষ গুরুত্ব দেওয়া হতে পারে বিকল্প শক্তির ওপরে।
Union Budget 2022 | প্রতীকী ছবি
Union Budget 2022 | প্রতীকী ছবি
advertisement

উন্নত টেকনোলজি -

উন্নত টেকনোলজির ব্যবহার করে তেলের পরিবর্তে বিকল্প শক্তির ব্যবহার বাড়িয়ে তোলা দরকার। উন্নত টেকনোলজির ব্যবহার করে গ্রিন হাইড্রোজেনের ব্যবহার বাড়িয়ে তোলার জন্য দরকার উন্নত ও আধুনিক পরিকাঠামো। উন্নত টেকনোলজির ব্যবহার করে ইলেক্ট্রোলাইজারের প্রোডাকশন, অ্যামোনিয়া ও মেথানলের ট্রান্সপোর্টেশন, ব্যাটারি, ফুয়েল সেল ইত্যাদির স্টোরেজ এবং রেফুয়েলিং স্টেশনের মাধ্যমে তার ব্যবহার বাড়িয়ে তুলতে হবে। এর জন্য আসন্ন ইউনিয়ন বাজেট ২০২২-২৩-এ (Union Budget 2022) কেন্দ্রীয় সরকারের সঠিক নীতি প্রণয়ণ করা দরকার।

advertisement

আরও পড়ুন: করোনায় ‘বহি খাতা’ বাদ, হচ্ছে না হালুয়া সেরিমনি, এবারও ‘পেপারলেস’ বাজেট নির্মলার

দেশের ম্যানুফ্যাকচারিং -

বর্তমানে ভারতের বাইরে খুব বেশি পরিমাণে ম্যানুফ্যাকচার করা হচ্ছে ক্লিন এনার্জি টেকনোলজি। কিন্তু গ্রিন হাইড্রোজেনের ব্যবহার বাড়িয়ে তোলার জন্য এবং তেলের বিকল্প শক্তির ব্যবহার বাড়িয়ে তোলার জন্য ভারতে সোলার পিভি, লিথিয়াম, আয়ন ব্যাটারি ইত্যাদির ম্যানুফ্যাকচারিং বাড়িয়ে তুলতে হবে। এর জন্য আসন্ন ইউনিয়ন বাজেট ২০২২-২৩-এ কেন্দ্রীয় সরকারের সঠিক নীতি প্রণয়ণ করা দরকার।

advertisement

অর্থনীতি -

বর্তমানে সারা বিশ্বে গ্রিন হাইড্রোজেনের ব্যাপক চাহিদা রয়েছে। এর ফলে ভারতে এর ম্যানুফ্যাকচারিং বাড়িয়ে তুলতে পারলে আর্থিক দিক থেকেও ভারতের লাভবান হওয়ার সম্ভাবনা রয়েছে। এর ফলে ভারত গ্রিন হাইড্রোজেন তৈরির মাধ্যমে আর্থিক দিক থেকে লাভবান হতে পারে। এর জন্য ভারতে গ্রিন হাইড্রোজেনের ম্যানুফ্যাকচারিং বাড়িয়ে তোলার জন্য, আসন্ন ইউনিয়ন বাজেট ২০২২-২৩-এ কেন্দ্রীয় সরকারের সঠিক নীতি প্রণয়ণ করা দরকার।

advertisement

আরও পড়ুন: আসন্ন ইউনিয়ন বাজেটে কৃষি নিয়ে কী ভাবছে কেন্দ্র? পড়ুন বিস্তারিত...

পরিকাঠামো -

সেরা ভিডিও

আরও দেখুন
এভারেস্ট জয় করে ফেরা হয়নি শিক্ষকের! রানাঘাট চারের পল্লীর বিশ্বের সম্মান দিল সুব্রত ঘোষকে
আরও দেখুন

সবথেকে গুরুত্বপূর্ণ হল উন্নত ও আধুনিক পরিকাঠামো গড়ে তোলা। উন্নত পরিকাঠামো গড়ে তুলতে সক্ষম হলে খুব সহজেই লক্ষ্যমাত্রায় পৌঁছে যাওয়া সম্ভব হবে। এর জন্য কেন্দ্রীয় সরকারের উচিত আসন্ন ইউনিয়ন বাজেট ২০২২-২৩-এ একটি স্পষ্ট ও সঠিক রূপরেখা নির্ণয় করে পরিকাঠামো গড়ে তোলা।

advertisement

বাংলা খবর/ খবর/ব্যবসা-বাণিজ্য/
Union Budget 2022: আসন্ন বাজেট ২০২২-২৩-এ জোর দেওয়া হতে পারে নতুন এনার্জির ওপরে, জেনে নিন এক ঝলকে!
Open in App
হোম
খবর
ফটো
লোকাল