উন্নত টেকনোলজি -
উন্নত টেকনোলজির ব্যবহার করে তেলের পরিবর্তে বিকল্প শক্তির ব্যবহার বাড়িয়ে তোলা দরকার। উন্নত টেকনোলজির ব্যবহার করে গ্রিন হাইড্রোজেনের ব্যবহার বাড়িয়ে তোলার জন্য দরকার উন্নত ও আধুনিক পরিকাঠামো। উন্নত টেকনোলজির ব্যবহার করে ইলেক্ট্রোলাইজারের প্রোডাকশন, অ্যামোনিয়া ও মেথানলের ট্রান্সপোর্টেশন, ব্যাটারি, ফুয়েল সেল ইত্যাদির স্টোরেজ এবং রেফুয়েলিং স্টেশনের মাধ্যমে তার ব্যবহার বাড়িয়ে তুলতে হবে। এর জন্য আসন্ন ইউনিয়ন বাজেট ২০২২-২৩-এ (Union Budget 2022) কেন্দ্রীয় সরকারের সঠিক নীতি প্রণয়ণ করা দরকার।
advertisement
আরও পড়ুন: করোনায় ‘বহি খাতা’ বাদ, হচ্ছে না হালুয়া সেরিমনি, এবারও ‘পেপারলেস’ বাজেট নির্মলার
দেশের ম্যানুফ্যাকচারিং -
বর্তমানে ভারতের বাইরে খুব বেশি পরিমাণে ম্যানুফ্যাকচার করা হচ্ছে ক্লিন এনার্জি টেকনোলজি। কিন্তু গ্রিন হাইড্রোজেনের ব্যবহার বাড়িয়ে তোলার জন্য এবং তেলের বিকল্প শক্তির ব্যবহার বাড়িয়ে তোলার জন্য ভারতে সোলার পিভি, লিথিয়াম, আয়ন ব্যাটারি ইত্যাদির ম্যানুফ্যাকচারিং বাড়িয়ে তুলতে হবে। এর জন্য আসন্ন ইউনিয়ন বাজেট ২০২২-২৩-এ কেন্দ্রীয় সরকারের সঠিক নীতি প্রণয়ণ করা দরকার।
অর্থনীতি -
বর্তমানে সারা বিশ্বে গ্রিন হাইড্রোজেনের ব্যাপক চাহিদা রয়েছে। এর ফলে ভারতে এর ম্যানুফ্যাকচারিং বাড়িয়ে তুলতে পারলে আর্থিক দিক থেকেও ভারতের লাভবান হওয়ার সম্ভাবনা রয়েছে। এর ফলে ভারত গ্রিন হাইড্রোজেন তৈরির মাধ্যমে আর্থিক দিক থেকে লাভবান হতে পারে। এর জন্য ভারতে গ্রিন হাইড্রোজেনের ম্যানুফ্যাকচারিং বাড়িয়ে তোলার জন্য, আসন্ন ইউনিয়ন বাজেট ২০২২-২৩-এ কেন্দ্রীয় সরকারের সঠিক নীতি প্রণয়ণ করা দরকার।
আরও পড়ুন: আসন্ন ইউনিয়ন বাজেটে কৃষি নিয়ে কী ভাবছে কেন্দ্র? পড়ুন বিস্তারিত...
পরিকাঠামো -
সবথেকে গুরুত্বপূর্ণ হল উন্নত ও আধুনিক পরিকাঠামো গড়ে তোলা। উন্নত পরিকাঠামো গড়ে তুলতে সক্ষম হলে খুব সহজেই লক্ষ্যমাত্রায় পৌঁছে যাওয়া সম্ভব হবে। এর জন্য কেন্দ্রীয় সরকারের উচিত আসন্ন ইউনিয়ন বাজেট ২০২২-২৩-এ একটি স্পষ্ট ও সঠিক রূপরেখা নির্ণয় করে পরিকাঠামো গড়ে তোলা।