গ্রামের ছেলেরা একত্রিত হয়ে নিজেরাই বিভিন্ন কাজে নিয়োজিত হয়ে আয়ের দিশা দেখছে। এমনই চিত্র দেখা গেল জয়নগরের কাশিপুর কামারিয়া রাজাপুর করাবে হাচিমপুরে।
আরও পড়ুনঃ কনকনে শীতে বৃষ্টির সতর্কতা এই জেলায়, আরও কত নামবে বাংলার পারদ? এল আবহাওয়ার বড় আপডেট
এলাকার বাড়ির পুরুষরা এখন আর বাইরে যান না কাজের জন্য। গ্রামেই তৈরি করছেন বিভিন্ন হাতের কাজ। লেদারের মানিব্যাগ-সহ বহু কিছু। এই ধরনের বিভিন্ন হাতের কাজ করে তারা মাসে ২০-২৫ হাজার টাকা আয় করছেন।
advertisement
এই ব্যবসায় কাঁচামালের খরচ যেহেতু খুব বেশি নয়, তাই পকেটে খুব চাপ পড়ার ব্যাপার নেই। ব্যাগ তৈরি করে তা নিজেই বিক্রি করতে পারলে লাভ সেক্ষেত্রে অনেকটা বেশি। তাই এলাকার বাইরে গিয়ে বড়-ছোট, চাকরির নিশ্চয়তা নিয়ে প্রশ্নচিহ্ন কর্মীদের মনে মাথায়। তার উপর অধিকাংশ ক্ষেত্রেই বেতন কাঠামোও খুব ভাল নয়। তার ওপরে অফিসে কাজের নির্দিষ্ট সময় বলে কিছু নেই। ৮ ঘণ্টার ডিউটি খাতায় কলমে থাকলেও অতিরিক্ত সময় থেকে যেতে হয় অধিকাংশ পেশায়। তাই অনেকেই এখন ব্যবসার দিকে ঝুঁকছেন। লোন নিয়ে অনেকেই শুরু করছেন এই ব্যবসা।
সুমন সাহা