TRENDING:

New Business Ideas: প্রায় কোনও পুঁজিই লাগবে না, মাসে আয় ২০-২৫ হাজার টাকা! পথ দেখাচ্ছে জয়নগরের এই গ্রামের বাসিন্দারা

Last Updated:

New Business Ideas: গ্রামেই তৈরি করছেন বিভিন্ন হাতের কাজ। লেদারের মানিব্যাগ-সহ বহু কিছু। এই ধরনের বিভিন্ন হাতের কাজ করে তারা মাসে ২০-২৫ হাজার টাকা আয় করছে। 

impactshort
ইমপ্যাক্ট শর্টসলেটেস্ট খবরের জন্য
advertisement
জয়নগর: এমনিতেই কাজের বাজার মন্দা। সুন্দরবনের প্রত্যন্ত এলাকার ছেলেরা বিভিন্ন পরিযায়ী শ্রমিকের কাজ করতেন আবার কেউ কেউ বিভিন্ন কলকারখানায় শ্রমিকের কাজও করতেন। আজ বহু মানুষ কাজ হারিয়ে দুশ্চিন্তার মধ্যে দিন কাটাচ্ছে। একদিকে করোনার কারণে লকডাউনের প্রভাবে প্রচুর কলকারখানা কাজ হারিয়েছেন বহু শ্রমিক। কাজ হারিয়ে নিজেদের সংসার সামাল দিতে এ বার নিজের গ্রামে নিজেরাই স্বাবলম্বী হয়ে হাতের কাজে আয় করছে গ্রামের ছেলেরা।
advertisement

গ্রামের ছেলেরা একত্রিত হয়ে নিজেরাই বিভিন্ন কাজে নিয়োজিত হয়ে আয়ের দিশা দেখছে। এমনই চিত্র দেখা গেল জয়নগরের কাশিপুর কামারিয়া রাজাপুর করাবে হাচিমপুরে।

আরও পড়ুনঃ কনকনে শীতে বৃষ্টির সতর্কতা এই জেলায়, আরও কত নামবে বাংলার পারদ? এল আবহাওয়ার বড় আপডেট

এলাকার বাড়ির পুরুষরা এখন আর বাইরে যান না কাজের জন্য। গ্রামেই তৈরি করছেন বিভিন্ন হাতের কাজ। লেদারের মানিব্যাগ-সহ বহু কিছু। এই ধরনের বিভিন্ন হাতের কাজ করে তারা মাসে ২০-২৫ হাজার টাকা আয় করছেন।

advertisement

View More

এই ব্যবসায় কাঁচামালের খরচ যেহেতু খুব বেশি নয়, তাই পকেটে খুব চাপ পড়ার ব্যাপার নেই। ব্যাগ তৈরি করে তা নিজেই বিক্রি করতে পারলে লাভ সেক্ষেত্রে অনেকটা বেশি। তাই এলাকার বাইরে গিয়ে বড়-ছোট, চাকরির নিশ্চয়তা নিয়ে প্রশ্নচিহ্ন কর্মীদের মনে মাথায়। তার উপর অধিকাংশ ক্ষেত্রেই বেতন কাঠামোও খুব ভাল নয়। তার ওপরে অফিসে কাজের নির্দিষ্ট সময় বলে কিছু নেই। ৮ ঘণ্টার ডিউটি খাতায় কলমে থাকলেও অতিরিক্ত সময় থেকে যেতে হয় অধিকাংশ পেশায়। তাই অনেকেই এখন ব্যবসার দিকে ঝুঁকছেন। লোন নিয়ে অনেকেই শুরু করছেন এই ব্যবসা।

advertisement

সেরা ভিডিও

আরও দেখুন
এভারেস্ট জয় করে ফেরা হয়নি শিক্ষকের! রানাঘাট চারের পল্লীর বিশ্বের সম্মান দিল সুব্রত ঘোষকে
আরও দেখুন

সুমন সাহা

বাংলা খবর/ খবর/ব্যবসা-বাণিজ্য/
New Business Ideas: প্রায় কোনও পুঁজিই লাগবে না, মাসে আয় ২০-২৫ হাজার টাকা! পথ দেখাচ্ছে জয়নগরের এই গ্রামের বাসিন্দারা
Open in App
হোম
খবর
ফটো
লোকাল