পাঞ্জাব ন্যাশনাল ব্যাঙ্কের মতো একাধিক ব্যাঙ্ক এই নিয়ে গ্রাহকদের সতর্ক করেছে। পাঠানো হচ্ছে বার্তাও। টিম পিএনবি-র তরফে জানানো হয়েছে, ‘রিজার্ভ ব্যাঙ্ক অফ ইন্ডিয়ার নির্দেশিকা অনুসারে ৩১ ডিসেম্বর ২০২২-এর আগেই নতুন লকার চুক্তি কার্যকর হবে। চুক্তি স্বাক্ষর না করলে দ্রুত পদক্ষেপ করুন।’
আরও পড়ুন: New Business Idea|| স্বল্প ব্যয়ে বিপুল আয়, বছরভর ব্যাপক চাহিদা, এই সবজি চাষে ঝুঁকছে কৃষকরা
advertisement
২০২১-সালের ৮ আগস্ট সংশোধিত নির্দেশিকা জারি করেছিল রিজার্ভ ব্যাঙ্ক অফ ইন্ডিয়া। তা ২০২২ সালের ১ জানুয়ারি থেকে কার্যকর হয়। লকার মালিকদের এখন নতুন লকার ব্যবস্থার জন্য তাঁদের যোগ্যতা প্রদর্শন করতে হবে এবং ২০২৩-এর ১ জানুয়ারির আগে স্বাক্ষর করতে হবে নতুন চুক্তিতে।
আরবিআই-এর সংশোধিত নির্দেশিকা:
রিজার্ভ ব্যাঙ্ক অফ ইন্ডিয়ার সংশোধিত নির্দেশিকা অনুসারে ব্যাঙ্কগুলি নিশ্চিত করবে যেন কোনও অন্যায্য শর্তাবলী লকার চুক্তিতে অন্তর্ভুক্ত না হয়। শুধু তাই নয়, চুক্তির শর্তাবলী যাতে প্রয়োজনের চেয়ে কঠিন না হয় সেটাও লক্ষ্য রাখা হবে। ২০২৩-এর ১ জানুয়ারির মধ্যেই ব্যাঙ্ক গ্রাহকদের সঙ্গে নতুন লকার চুক্তি নবীকরণ করবে।
আরও পড়ুন: UPI পেমেন্ট? সাবধান! অ্যাকাউন্ট ফাঁকা হয়ে যেতে পারে নিজের ভুলেই!
লকার চুক্তি কী:
পিএনবি-র নীতি অনুসারে যখন কোনও গ্রাহককে নতুন লকার দেওয়া হয়, তখন ব্যাঙ্ক এবং গ্রাহক স্ট্যাম্প পেপারে চুক্তিবদ্ধ হন। গ্রাহককে সেই চুক্তির একটি অনুলিপি দেওয়া হয়। যাতে তাঁরা তাঁদের অধিকার এবং বাধ্যবাধকতা সম্পর্কে সচেতন থাকেন। ব্যাঙ্কের কাছে চুক্তির মূল কপি থাকে।
ব্যাঙ্ক কখন গ্রাহকদের ক্ষতিপূরণ দেয়:
রিজার্ভ ব্যাঙ্ক অফ ইন্ডিয়ার বিজ্ঞপ্তি অনুযায়ী, যেখানে ‘সেফ ডিপোজিট ভল্ট’ রয়েছে তার নিরাপত্তার সমস্ত দায়িত্ব ব্যাঙ্কের। চুরি, ডাকাতি, বাড়ি ধস, ব্যাঙ্ক কর্মীর অসাবধানতা ইত্যাদি কারণে ক্ষতি হলে ব্যাঙ্ক লকারের বার্ষিক ভাড়ার একশ গুণ ক্ষতিপূরণ দেওয়া হয়।
লকার হোল্ডারের মৃত্যুতে:
লকার হোল্ডারের মৃত্যু হলে নমিনি লকারের জিনিসপত্রের দাবিদার। তবে নমিনির হাতে লকারের জিনিসপত্র তুলে দেওয়ার আগে ব্যাঙ্ক তাঁর এবং তাঁর সঙ্গে লকার হোল্ডারের সম্পর্ক যাচাই করে নেবে। সন্তুষ্ট হলে ব্যাঙ্ক যাবতীয় জিনিস তুলে দেবে নমিনির হাতে।
লকার ভাড়া:
নতুন লকার ভাড়া নেওয়ার সময় ব্যাঙ্ক এককালীন ৩ বছরের ভাড়া নেয়।