আরও পড়ুন: আগামী কিস্তির টাকা চান ? তাহলে শীঘ্রই এই ৫টি স্টেপ সম্পূর্ণ করুন....
নেটওয়ার্ক ১৮ মিডিয়া অ্যান্ড ইনভেস্টমেন্টস-এর চেয়ারম্যান আদিল জয়নুলভাই (Adil Zainulbhai) এক বিবৃতিতে বলেছেন, "আর্থিক পারফরম্যান্স কয়েক বছর আগে নতুন ব্যবসায় বিনিয়োগের বিষয়ে আমাদের সিদ্ধান্তকেই সঠিক প্রমাণ করেছে, যা ইতিবাচক ফলাফল দেখাতে শুরু করেছে।" জয়নুলভাই আরও বলেন, "আমাদের টেলিভিশন সম্প্রচারকে শক্তিশালী করার সঙ্গে সঙ্গে ডিজিটাল মিডিয়াতেও শীর্ষস্থানে যাওয়ার জন্য লক্ষ্য নিয়েছি আমরা।"
advertisement
কোম্পানি ২০২১-২২ অর্থবর্ষে তিনটি বিভাগে সবচেয়ে ভাল আর্থিক ফল করেছে। সেই তিনটি বিভাগ হল- টিভি খবর, বিনোদন এবং ডিজিটাল খবর। নেটওয়ার্ক ১৮ মিডিয়া জানিয়েছে, ডিজিটাল খবরের সেগমেন্টটি হাইলাইট হিসাবে এসেছে। কারণ এটি ২০২১-২২ অর্থবর্ষে লাভজনক হয়েছে। সংস্থার সামগ্রিক মার্জিনের কাছাকাছি মার্জিন সরবরাহ করেছে, যা এক বছর আগের তুলনায় বেশ গুরুতর পরিবর্তন সূচিত করে। নেটওয়ার্ক ১৮ অবশ্য বলেছে যে এমনিতেই মুদ্রাস্ফীতির হার বেশি (High Inflation), রাশিয়া-ইউক্রেন যুদ্ধের (Russia-Ukraine Conflict) কারণে সেটি আরও খারাপ হয়েছে, যা উপভোক্তা চাহিদা, বিজ্ঞাপন ব্যয়ের উপর বিরূপ প্রভাব ফেলেছে।
আরও পড়ুন: পেট্রোল-ডিজেলের নতুন রেট জারি, ট্যাঙ্ক ফুল করার আগে চেক করে নিন লেটেস্ট দাম
সম্প্রচার (News Broadcasting): মার্চে শেষ প্রান্তিকে সম্প্রচার ব্যবসাতে খুব ভাল বৃদ্ধি হয়েছে। অপারেটিং রেভেনিউ ১০ শতাংশ বেড়ে ৩৪৬ কোটি টাকা হয়েছে।
বিনোদন (Entertainment): বিনোদন বিভাগেও বৃদ্ধি চোখে পড়ার মতো। অপারেটিং রেভেনিউ ১১ শতাংশ বেড়ে ১ হাজার ১৫০ কোটি টাকা হয়েছে।
আরও পড়ুন: চোখ বুলিয়ে নিন ভারতের শীর্ষ ১০ আইপিও-র তালিকায়, এক নম্বরে কে বলুন তো
ডিজিটাল খবর (Digital News): চতুর্থ ত্রৈমাসিকের মধ্যে নেটওয়ার্ক ১৮ মিডিয়ার ডিজিটাল সংবাদ ব্যবসা ছিল দারুন। কারণ অপারেটিং রেভেনিউ বছরে ৩২ শতাংশ বেড়ে ৮০ কোটি টাকা হয়েছে এবং অপারেটিং মুনাফা মার্চ থেকে ত্রৈমাসিকে ৭৭ শতাংশ বেড়েছে।