এ-বার তো নেসলে থেকেই সরাসরি কেনা যাবে ম্যাগি। নেসলে এখন সরাসরি গ্রাহকদের কাছে নিজেদের পণ্য সরবরাহ করবে বলে জানা গিয়েছে। গ্রাহকদের সঙ্গে সরাসরি সংযোগ স্থাপনের জন্য, সংস্থাটি নিজেদের ই-কমার্স প্ল্যাটফর্ম মাই নেসলে (MyNestle) চালু করেছে। এর মাধ্যমে গ্রাহকরা কোম্পানির নানা জিনিস যেমন ম্যাগি বা মান্চ-সহ অন্যান্য পণ্যও কিনতে পারবেন। এই প্ল্যাটফর্মে শুধু নেসলের পণ্য কেনাই নয়, গ্রাহকরা বিনামূল্যে পুষ্টি সংক্রান্ত নানা পরামর্শ নিতে পারবেন। মাই নেসলের মাধ্যমে বাছাই পণ্যের সম্ভার, ব্যক্তিগত উপহার এবং ডিসকাউন্ট অফারও পাওয়া যাবে।
advertisement
আরও পড়ুন: মমতার কথায় সমর্থন নয়, টাটা-বিদায়ের 'আসল' কারণ জানিয়ে দিলেন সিঙ্গুরের 'মাস্টারমশাই'
হিন্দুস্তান ইউনিলিভার, মেরিকো, আইটিসি-সহ অনেক খুচরো পণ্য বিক্রেতা ইতিমধ্যেই ভারতে তাদের গ্রাহকদের জন্য এমন প্ল্যাটফর্ম চালু করেছে। ভারতীয় বাজারে মামাআর্থ, প্লাম গুডনেস অথবা লিসিয়াস-এর আগমনের পর বড় কোম্পানিগুলির জন্যও নিজস্ব প্ল্যাটফর্ম চালু করা বাধ্যতামূলক হয়ে উঠেছিল। ই-কমার্স প্ল্যাটফর্ম থেকে কেনাকাটার ক্রমবর্ধমান প্রবণতা বড় কোম্পানিগুলিকে তাদের নিজস্ব ই-কমার্স প্ল্যাটফর্ম চালু করতে বাধ্য করছে।
আরও পড়ুন: 'সুকান্তকে মানি না', সাফ জানিয়ে দিলেন সৌমিত্র খাঁ! তাহলে কি বিজেপিতে ইতি? বিস্ফোরক সাংসদ
প্রাথমিক ভাবে, নেসলের এই প্ল্যাটফর্মের মাধ্যমে পণ্য কেনার সুবিধা শুধু দিল্লি এবং সংলগ্ন অঞ্চলে সীমাবদ্ধ থাকলেও ধীরে ধীরে এই সুবিধা সারা দেশে উপলব্ধ করতে চায় নেসলে। নেসলে ইন্ডিয়া-র চেয়ারম্যান এবং ম্যানেজিং ডিরেক্টর সুরেশ নারায়ণন বলেছেন যে, কোম্পানি তার পণ্যগুলি সরাসরি গ্রাহকদের বাড়িতে পৌঁছে দেবে। এর জন্য সংস্থাটি www.mynestle.in চালু করেছে। তিনি বলছিলেন যে, সংস্থার লক্ষ্য হচ্ছে, গ্রাহকদের তাদের সুবিধা অনুসারে সঠিক গুণমানের পণ্য সরবরাহ করা।
অনেক কোম্পানি এমন প্ল্যাটফর্ম আগেই চালু করেছে। ডাবর অথবা টাটা কনজিউমার-এর মতো কোম্পানি ইতিমধ্যেই তাদের ই-কমার্স প্ল্যাটফর্ম চালু করেছে। আর তারা তাদের ই-কমার্স প্ল্যাটফর্মের কথা মাথায় রেখেই একচেটিয়া পণ্য বাজারেও আনছে। ডাবর ইন্ডিয়া যেমন এই আর্থিক বছরে ই-কমার্স প্ল্যাটফর্মে বিক্রির জন্য ১০০ কোটি টাকার লক্ষ্য নির্ধারণ করেছে। বাজারের প্রতিযোগিতায় পিছিয়ে থাকে চাইছে না নেসলে। অনেক স্টার্ট-আপ কোম্পানি যেমন তাদের ই-কমার্স সাইট দ্বারা সরাসরি গ্রাহকদের কাছে পৌঁছে যাচ্ছে, নেসলে-র মতো বড় কোম্পানিও সেই দৌড়ে নাম লিখিয়েছে বলেই মনে করছে বিশেষজ্ঞ মহল।