TRENDING:

Mutual Fund: মিউচুয়াল ফান্ডে বিনিয়োগ করতে চান? রইল সহজ গাইডলাইন, জেনে নিন এখনই

Last Updated:

Mutual Fund: দীর্ঘমেয়াদে মোটা রিটার্ন পাওয়া যায়। পাশাপাশি রুপি-কস্ট গড়ের সুবিধাও মেলে। তাই সিস্টেমেটিক ইনভেস্টমেন্ট প্ল্যান বা এসআইপি-র মাধ্যমে মিউচুয়াল ফান্ডে বিনিয়োগের পরামর্শ দেন বিশেষজ্ঞরা

impactshort
ইমপ্যাক্ট শর্টসলেটেস্ট খবরের জন্য
advertisement
মিউচুয়াল ফান্ডে বিনিয়োগ মানেই এসআইপি। দীর্ঘমেয়াদে মোটা রিটার্ন পাওয়া যায়। পাশাপাশি রুপি-কস্ট গড়ের সুবিধাও মেলে। তাই সিস্টেমেটিক ইনভেস্টমেন্ট প্ল্যান বা এসআইপি-র মাধ্যমে মিউচুয়াল ফান্ডে বিনিয়োগের পরামর্শ দেন বিশেষজ্ঞরা।
মিউচুয়াল ফান্ডে বিনিয়োগ করতে চান?
মিউচুয়াল ফান্ডে বিনিয়োগ করতে চান?
advertisement

তাছাড়া এসআইপির মাধ্যমে বিনিয়োগ করলে আর্থিক শৃঙ্খলা তৈরি হয়। বিনিয়োগ পরিণত হয় অভ্যাসে। দীর্ঘমেয়াদে বাজারের ওঠানামাো গায়ে লাগে না। ফিনডক-এর এক্সিকিউটিভ ডিরেক্টর নীতিন শাহির মতে, এসআইপি-তে বিনিয়োগ করার আগে আর্থিক লক্ষ্য, ঝুঁকি নেওয়ার ক্ষমতা এবং দীর্ঘসময়ে ফান্ডের কর্মক্ষমতা বিবেচনা করা উচিত।

তিনি বলেন, ‘ঝুঁকি এবং আর্থিক লক্ষ্যের সামঞ্জস্য রাখতে হবে। ঝুঁকি কমাতে চাইলে পোর্টফোলিওতে বৈচিত্র চাই। তাই লার্জ-ক্যাপ, মিড-ক্যাপ, সেক্টরাল, ব্যালেন্সড এবং গ্লোবাল ফান্ডে মিলিয়ে মিশিয়ে বিনিয়োগ করা উচিত’।

advertisement

লার্জ ক্যাপ ইক্যুইটি ফান্ড: এই ফান্ড প্রতিষ্ঠিত, লার্জ ক্যাপ সংস্থায় বিনিয়োগ করে, যাদের ট্র্যাক রেকর্ড ভাল। মিড এবং স্মল ক্যাপ ফান্ডের তুলনায় লার্জ ক্যাপ ইক্যুইটি ফান্ড কম অস্থির।

মিড ক্যাপ ইক্যুইটি ফান্ড: এই ফান্ড মাঝারি আকারের কোম্পানিতে বিনিয়োগ করে, যাদের বৃদ্ধির সম্ভাবনা রয়েছে। লার্জ ক্যাপ ফান্ডের তুলনায় মিড ক্যাপ ফান্ডে ঝুঁকি বেশি। তবে রিটার্নও বেশি মেলে।

advertisement

সেক্টরাল ফান্ড: নির্দিষ্ট সেক্টরে বিনিয়োগ করা কিছুটা ঝুঁকিপূর্ণ হতে পারে। তবে নির্দিষ্ট শিল্প সম্পর্কে যদি কারও ভাল ধারণা থাকে এবং তিনি যদি বিশ্বাস করেন যে এই সেক্টর বৃদ্ধি পাবে, তাহলে সেক্টরাল ফান্ড বিনিয়োগের জন্য ভাল বিকল্প হতে পারে।

আরও পড়ুন, মর্মান্তিক পরিণতি! চার কন্যাসন্তানের পানীয়তে বিষ বাবার, ক্যানিংয়ে খুনের চেষ্টা!

advertisement

আরও পড়ুন, কাঁধে মরণাপন্ন তরুণী, তিন ঘণ্টা হেঁটে হাসপাতালে পরিবার! মালদহে শিউরে ওঠা ছবি

ব্যালান্সড বা হাইব্রিড ফান্ড: এই ফান্ড ইক্যুইটি এবং ঋণের মিশ্রণে বিনিয়োগ করে। ঝুঁকি কম। স্থিতিশীলতা রয়েছে। ফলে বিনিয়োগে ভারসাম্য বজায় থাকে। যে সব বিনিয়োগকারী কম ঝুঁকি এবং মাঝারি রিটার্ন চান, তাঁরা ব্যালান্সড বা হাইব্রিড ফান্ডে বিনিয়োগ করতে পারেন।

advertisement

সেরা ভিডিও

আরও দেখুন
পুরীর রথ এবার রঘুনাথপুরে, থিমে মন কাড়ছে আপার বেনিয়াসোলের দুর্গাপুজো মণ্ডপ
আরও দেখুন

গ্লোবাল বা ইন্টারন্যাশনাল ফান্ড: এই ফান্ড আন্তর্জাতিক বাজারে বিনিয়োগ করে। বিশ্বের বড় বড় সংস্থা এবং আন্তর্জাতিক অর্থনীতিতে এক্সপোজার পাওয়া যায়। গ্লোবাল বা ইন্টারন্যাশনাল ফান্ডে বিনিয়োগ ভারতীয় বাজারের বাইরে নিজের পোর্টফোলিওকে বৈচিত্র্যময় করার অন্যতম উপায়।

বাংলা খবর/ খবর/ব্যবসা-বাণিজ্য/
Mutual Fund: মিউচুয়াল ফান্ডে বিনিয়োগ করতে চান? রইল সহজ গাইডলাইন, জেনে নিন এখনই
Open in App
হোম
খবর
ফটো
লোকাল