বম্বে স্টক এক্সচেঞ্জে (BSE) লিস্টেড এই মাল্টিব্যাগার স্টক ভিলওয়ারা স্পিনার্স বিগত এক সপ্তাহে বিনিয়োগকারীকে দিয়েছে মোটা রিটার্ন। এই মাল্টিব্যাগার স্টক ভিলওয়ারা স্পিনার্সের শেয়ার ২১ টাকা থেকে বেড়ে পৌঁছে গিয়েছে ৪১.১০ টাকায়। এই মাল্টিব্যাগার স্টক ভিলওয়ারা স্পিনার্সের শেয়ারে বিনিয়োগ করে বেশ ভালো রিটার্ন পেয়েছে বিনিয়োগকারীরা। এই ধরনের মাল্টিব্যাগার স্টকে বিনিয়োগ করলে ভালো রিটার্ন পাওয়া সম্ভব। মাল্টিব্যাগার স্টক সবসময় ভালো রিটার্ন দিয়ে এসেছে।
advertisement
আরও পড়ুন-বড়দিনের মজা, কলকাতার রাস্তায় নামল দোতলা বাস
৫টি ট্রেন্ডিং শেয়ারের মধ্যে সবার ওপরে
২০২১ সালের সবথেকে ট্রেন্ডিং শেয়ারের মধ্যে একটি হল এই মাল্টিব্যাগার স্টক ভিলওয়ারা স্পিনার্স। বম্বে স্টক এক্সচেঞ্জে লিস্টেড এই মাল্টিব্যাগার স্টক ভিলওয়ারা স্পিনার্স বিগত এক মাসে ১৯.৩০ টাকা থেকে পৌঁছে গিয়েছে ৪১.১০ টাকায়। এর ফলে এই এই মাল্টিব্যাগার স্টক ভিলওয়ারা স্পিনার্স বিনিয়োগকারীদের দিয়েছে প্রায় ১১৫ শতাংশ রিটার্ন। বম্বে স্টক এক্সচেঞ্জে লিস্টেড এই মাল্টিব্যাগার স্টক ভিলওয়ারা স্পিনার্স বিগত ৬ মাসে ১৭.২৫ টাকা থেকে পৌঁছে গিয়েছে ৪১.১০ টাকায়। এর ফলে এই এই মাল্টিব্যাগার স্টক ভিলওয়ারা স্পিনার্স বিনিয়োগকারীদের দিয়েছে প্রায় ১৪০ শতাংশ রিটার্ন।
আরও পড়ুন-হেয়ার ব্যান্ডের বদলে সাপ! ভিডিও দেখে চক্ষু চড়কগাছ নেটিজেনদের, তুমুল ভাইরাল ভিডিও
এই বছর এখনও পর্যন্ত ১৭৫ শতাংশ পর্যন্ত রিটার্ন
এই বছর এখনও পর্যন্ত বম্বে স্টক এক্সচেঞ্জে লিস্টেড এই মাল্টিব্যাগার স্টক ভিলওয়ারা স্পিনার্স বিনিয়োগকারীদের দিয়েছে প্রায় ১৭৫ শতাংশ রিটার্ন। বছরের শুরুতে এই মাল্টিব্যাগার স্টক ভিলওয়ারা স্পিনার্সের শেয়ার ১৪.৯০ টাকা হলেও, এখন সেটি পৌঁছে গিয়েছে ৪১.১০ টাকায়। ভিলওয়ারা স্পিনার্স ছাড়াও সুরাত টেক্সটাইলস মিলস এবং অ্যাকমে (Acme) রিসোর্সেস বিগত ১ সপ্তাহে তার বিনিয়োগকারীদের দিয়েছে ভালো রিটার্ন। বগত ১ সপ্তাহে সুরাত টেক্সটাইলস মিলসের শেয়ার ৬৭ শতাংশ বৃদ্ধি পেয়েছে এবং অ্যাকমে রিসোর্সেসের শেয়ার বৃদ্ধি পেয়েছে প্রায় ৬০ শতাংশ। সুরাত টেক্সটাইলস মিলসের শেয়ার বিগত ১ মাসে বিনিয়োগকারীদের রিটার্ন দিয়েছে প্রায় ১৪৫ শতাংশ। একই ভাবে বিগত ৬ মাসে সুরাত টেক্সটাইলস মিলসের শেয়ার বিনিয়োগকারীদের রিটার্ন দিয়েছে প্রায় ২২০ শতাংশ। অ্যাকমে রিসোর্সেসের শেয়ার এই বছর এখনও পর্যন্ত বিনিয়োগকারীদের প্রায় ১১০ শতাংশ রিটার্ন দিয়েছে।