TRENDING:

RIL AGM 2022: সবচেয়ে বেশি চাকরি দিয়েছে রিলায়েন্স, জানালেন মুকেশ আম্বানি

Last Updated:

বর্তমানে দেশের মধ্যে সবচেয়ে বেশি চাকরি দিয়েছে রিলায়েন্স ৷

impactshort
ইমপ্যাক্ট শর্টসলেটেস্ট খবরের জন্য
advertisement
,#নয়াদিল্লি: রিলায়েন্স ইন্ডাস্ট্রিজের চেয়ারম্যান ও ম্যানেজিং ডিরেক্টর মুকেশ আম্বানি সোমবার রিলায়েন্স ইন্ডাস্ট্রিজ লিমিটেডের (Reliance Industries Ltd) বার্ষিক সাধারণ সভায় জানালেন,‘ডিজিটাল প্ল্যাটফর্ম দেশের বিভিন্ন প্রান্তে থাকা শেয়ারহোল্ডারদের এজিএমে অংশগ্রহণ করার একটি মাধ্যম তৈরি করে দিয়েছে ৷ আগামী বছর আমরা একটি হাইব্রিড মোডে স্যুইচ করতে সফল হবে বলে অনুমান করছি যা উভয় মোডের সেরা সমন্বয় হবে।’
advertisement

কর্মসংস্থানের বিষয়ে তিনি আরও জানান,‘রোজগার দেওয়ার বিষয়ে রিলায়েন্স একটি নতুন রেকর্ড তৈরি করেছে ৷ নিজেদের সমস্ত ব্যবসা মিলিয়ে ২.৩২ লক্ষ চাকরি দিয়েছে সংস্থা ৷ বর্তমানে দেশের মধ্যে সবচেয়ে বেশি চাকরি দিয়েছে রিলায়েন্স ৷’

আরও পড়ুন: ১ সেপ্টেম্বর থেকে বদলাতে চলেছে একাধিক বড় নিয়ম, প্রভাব পড়বে আপনার পকেটে

100 মিলিয়ন বাড়ির সঙ্গে যুক্ত করা হবে Jio 5G

advertisement

মুকেশ আম্বানি জানিয়েছেন Jio 5G ১০ কোটির বেশি বাড়িকে অতুলনীয় ডিজিটাল অভিজ্ঞতা এবং স্মার্ট হোম সলিউশনের সঙ্গে যুক্ত করবে ৷ আমরা লক্ষ লক্ষ ক্ষুদ্র ব্যবসায়ী এবং ছোট ব্যবসাকে নতুন উচ্চতায় নিয়ে যাব, ক্লাউড থেকে বিতরণ করা অত্যাধুনিক, প্লাগ-এন্ড-প্লে সমাধানের মাধ্যমে তাঁদের ক্ষমতায়ন হবে।”

আরও পড়ুন: এক্সাইটিং বাইটিং! ২৯৫ টাকা থেকে বাঙালির ব্রিটানিয়া এখন ১২ হাজার কোটির সংস্থা

advertisement

রিলায়েন্সের রেভিনিউ বেড়েছে ৪৭ শতাংশ

সেরা ভিডিও

আরও দেখুন
পুরীর রথ এবার রঘুনাথপুরে, থিমে মন কাড়ছে আপার বেনিয়াসোলের দুর্গাপুজো মণ্ডপ
আরও দেখুন

মুকেশ আম্বানি আরও জানিয়েছেন, ‘আমাদের সংস্থার বার্ষিক রাজস্ব ১০০ কোটি ডলার পেরিয়ে যাওয়া দেশের মধ্যে প্রথম কর্পোরেট ৷ রিলায়েন্সের একত্রিত রাজস্ব ৪৭ শতাংশ বেড়ে ৭.৯৩ লক্ষ কোটি টাকা বা ১০৪.৬ কোটি ডলার হয়েছে ৷

বাংলা খবর/ খবর/ব্যবসা-বাণিজ্য/
RIL AGM 2022: সবচেয়ে বেশি চাকরি দিয়েছে রিলায়েন্স, জানালেন মুকেশ আম্বানি
Open in App
হোম
খবর
ফটো
লোকাল