TRENDING:

PM Kisan: ২ কোটি কৃষকদের আটকে গিয়েছে যোজনার ২০০০ টাকা, জেনে নিন কবে ও কীভাবে মিলবে এই টাকা

Last Updated:

দেখে নিন কী কী কারনে আটকে যায় যোজনার টাকা-

impactshort
ইমপ্যাক্ট শর্টসলেটেস্ট খবরের জন্য
advertisement
#নয়াদিল্লি: প্রধানমন্ত্রী কিষান সম্মান নিধি যোজনার (PM Kisan samman nidhi scheme) টাকা তিনটি কিস্তিতে কৃষকদের অ্যাকাউন্টে ট্রান্সফার করা হয় ৷ বছরে ২০০০ টাকা করে তিনটি কিস্তিতে ছোট কৃষকদের ৬০০০ টাকা আর্থিক সহায়তা করে থাকে কেন্দ্র সরকার ৷  সম্প্রতি,যোজনার নবম কিস্তির টাকা কেন্দ্র সরকারের তরফে ৯ অগাস্ট ২০২১ কৃষকদের অ্যাকাউন্টে ক্রেডিট করে দেওয়া হয়েছে ৷ কিন্তু জানা গিয়েছে এখনও প্রায় ২ কোটি কৃষক রয়েছেন যাঁরা কিস্তির এই ২০০০ টাকা পায়নি ৷ কেন্দ্র সরকারের এই যোজনার সুবিধা প্রায় ১২.১৪ কোটি কৃষকরা পেয়ে থাকেন ৷
advertisement

১২.১৪ কোটি কৃষকদের মধ্যে ১০টি কোটি কৃষকদের অ্যাকাউন্টে নবম কিস্তির টাকা চলে এসেছে ৷ অন্যদিকে, আবার ২ কোটি কৃষকদের অ্যাকাউন্টে টাকা ক্রেডিট হয়নি ৷ কিন্তু কেন এই ২ কোটি কৃষকেদর টাকা আটকে গিয়েছে ?

জানা গিয়েছে, বিপুল সংখ্যয় জাল কৃষকরা এই যোজনার সুবিধা নিচ্ছিল ৷ সূত্রের খবর, এরকম ঘটনা তামিলনাড়ু, মহারাষ্ট্র, মধ্যপ্রদেশ, গুজরাত ও হিমাচল প্রদেশে দেখা গিয়েছে ৷ সেখানে দেখা গিয়েছে, যে কৃষকরা ইনকাম ট্যাক্স দিয়ে থাকেন তাঁরাও এই যোজনার সুবিধা নিচ্ছেন ৷ এই তথ্য পাওয়ার পর কেন্দ্র সরকারের তরফে আরও কড়া পদক্ষেপ নেওয়া হয়েছে ৷ এরকম কৃষকদের থেকে সরকারের তরফে টাকা ফেরতও নেওয়া শুরু করা হয়েছে ৷

advertisement

মানি কন্ট্রোলের খবর অনুযায়ী, সরকার টাকা ফেরত নিয়ে নিচ্ছে দেখে একাধিক জাল কৃষকরা তাদের রেজিস্ট্রেশন তুলে নিয়েছে ৷ এর পাশাপাশি কিছু কৃষকদের ডেটা ভুল থাকায়ও তাঁদের পোর্টাল থেকে বের করে দেওয়া হয়েছে ৷

দেখে নিন কী কী কারনে আটকে যায় যোজনার টাকা

  • ব্যাঙ্ক অ্যাকাউন্ট ও আধার আলাদা আলাদা নামে হলে
  • advertisement

  • IFSC কোড ও ব্যাঙ্ক অ্যাকাউন্ট নম্বর ভুল থাকলে
  • কৃষকদের নাম ইংরেজিতে লেখা থাকতে হবে
  • গ্রামে নাম ভুল লিখলেও আটকে যাবে টাকা
  • সেরা ভিডিও

    আরও দেখুন
    লালগোলাতে রাজরাজেশ্বরী রূপে পূজিতা হন মা কালী! দেওয়া হয় ইলিশের ভোগ
    আরও দেখুন

বাংলা খবর/ খবর/ব্যবসা-বাণিজ্য/
PM Kisan: ২ কোটি কৃষকদের আটকে গিয়েছে যোজনার ২০০০ টাকা, জেনে নিন কবে ও কীভাবে মিলবে এই টাকা
Open in App
হোম
খবর
ফটো
লোকাল