কোচবিহারের এক গোলাপ ফুল চাষি দুলাল সরকার জানান, “বর্ষার মরসুম এলে এই ফুল ও ফুলের গাছের বিশেষ যত্ন নেওয়ার প্রয়োজন দেখা দেয়। নাহলে গাছের ক্ষতি হওয়ার সম্ভাবনা দেখা দেয় অনেকটাই। এছাড়া ফুলের ফলন কমে গিয়ে কৃষক ক্ষতির সম্মুখীন হতে পারেন। এগুলি নিয়ন্ত্রণ করতে পারলেই গাছে ভাল ফুল হবে। বর্ষায় অতিরিক্ত জল পেলে গাছের শিকড় পচে যায়। এছাড়াও এই সময় পর্যাপ্ত নাইট্রোজেন এবং আয়রনের অভাবে গোলাপের পাতা হলুদ হয়ে যায়। এই সময় জাবপোকা এবং করাত মাছি গোলাপ গাছের অনেকটাই ক্ষতি সাধন করে থাকে।”
advertisement
আরও পড়ুন: সোনার দোকানে আগুন, মুহূর্তে কালো ধোঁয়া ছড়িয়ে পড়ল এলাকায়! কোচবিহারে মারাত্মক কাণ্ড
তিনি আরও জানান, “ক্রমাগত বৃষ্টিপাত ছত্রাকের জন্য উপযুক্ত পরিবেশ তৈরি করে। ফলে পাতায় কালো দাগ, পাউডারি মিলডিউ এবং সারকোস্পোরা পাতার দাগ দেখা দেয় গাছে। অ্যানথ্রাকনোজ, ডাউনি মিলডিউ, মরিচা এবং কিছু গোলাপ ভাইরাসের কারণে গাছের পাতার কিনারা বাদামি হয়ে যায়।” কৃষি অভিজ্ঞ ব্যক্তি অমল রায় জানান, “এই সময় গাছের গোড়ার মাটি যেন খুব বেশি ভেজা না থাকে খেয়াল রাখতে হবে। ক্ষতিকারক পোকামাকড় থেকে গাছকে রক্ষা করতে কীটনাশক এবং ছত্রাকনাশক নিয়মিত ব্যবহার করতে হবে। গাছের প্রয়োজনীয় সার যোগান দিতে হবে।”
আরও পড়ুন: খাল তো নয়, যেন ডাস্টবিন! ছড়াচ্ছে দুর্গন্ধ, অবস্থা দেখে ব্যবস্থা গ্রহণের দাবি! কি জানাচ্ছে পঞ্চায়েত
মূলত এই সকল বিষয়গুলির ওপর খেয়াল রাখলেই গোলাপ গাছ সুন্দর ও তরতাজা থাকবে বর্ষার মরসুমেও। গাছ তরতাজা থাকলে গাছের ফুলের মান ভাল থাকবে এবং ফুলের সংখ্যাও বৃদ্ধি পাবে। এতে কৃষক বর্ষার মরসুমেও ভাল মাত্রায় লাভ পেতে পারবেন সহজেই। তাই বর্ষার মরসুমে অবশ্যই গোলাপ চাষিরা গোলাপ চাষের এই বিষয়গুলির ওপর নজর রাখবেন।
Sarthak Pandit