TRENDING:

Money Making Tips: শুধু আম নয় আমের তৈরি এই জিনিস থেকেও আয় হবে হাজার হাজার টাকা

Last Updated:

Money Making Tips: আমের পাশাপাশি বাজারে ব্যাপক চাহিদা রয়েছে আমসত্ত্বের। তাই মালদহ জেলার অধিকাংশ এলাকার মহিলারা আমের মরসুমে পাকা আমের আমসত্ত্ব তৈরি করে বিক্রি করছেন বাজারে। আর্থিকভাবে স্বাবলম্বী হয়ে ধরছেন পরিবারের হাল।

impactshort
ইমপ্যাক্ট শর্টসলেটেস্ট খবরের জন্য
advertisement
মালদহ: শুধু আম নয় বাজারে ব্যাপক চাহিদা আমের তৈরি এই আমসত্ত্বের। আমের মরসুম শেষ হলেও সারা বছর আমের স্বাদের চাহিদা মেটায় আমসত্ত্ব। স্থানীয় বাজার থেকে আন্তর্জাতিক বাজারে ব্যাপক চাহিদা রয়েছে এই আমসত্ত্বের। গ্রামের মহিলারা এই আমসত্ত্ব তৈরি করে আর্থিকভাবে স্বাবলম্বী হচ্ছেন। পাকা আমের কোষ দিয়ে তৈরি করা হয় আমসত্ত্ব। তবে এর জন্য প্রয়োজন প্রখর রোদের।
advertisement

একদিকে যখন গরমের তাপে সাধারণ মানুষের নাজেহাল অবস্থা হয়। ঠিক অন্য দিকে তাপ বাড়লেই হাসি ফুটে গ্রামের মহিলাদের। তাই রোদ উঠলেই গ্রামের মহিলারা তড়িঘড়ি লেগে পড়েন আমসত্ত্ব তৈরির কাজে।

আরও পড়ুন: আধার কার্ড ও পিএম কিষান যোজনায় দেওয়া নাম মিলছে না ? তাহলে কী করবেন ?

জেলা উদ্যান পালন আধিকারিক সামন্ত লায়েক জানান, “আমসত্ত্বের ব্যাপক চাহিদা রয়েছে বাজার ও আন্তর্জাতিক বাজারে। আম হচ্ছে ফল মরসুম ফল তাই মরসুম শেষ হলে আমও শেষ হয়ে যায়। তবে সারা বছর মানুষকে আমের স্বাদ দিতে বিভিন্ন জায়গায় বিভিন্নভাবে তৈরি করা হয় আমসত্ত্ব। বিশেষত গ্রামীণ এলাকার মহিলারা বাড়িতে কাপড়ের উপর আম কে মাখিয়ে দিয়ে তৈরি করেন আমসত্ত্ব। বাজারে এর চাহিদা থাকায় ১২০০ থেকে ২০০০ টাকা কেজি দরে বিক্রি হয়। তবে এই আমসত্ত্ব যদি মেশিনের মাধ্যমে তৈরি করা হয় তাহলে বাজারে আরও বেশি চাহিদা বাড়বে। ইতিমধ্যে জেলায় একাধিক এলাকায় মেশিনের মাধ্যমে আমসত্ত্ব তৈরি করা শুরু হয়েছে।”

advertisement

আরও পড়ুন: পোস্ট অফিসের এই স্কিমে পাওয়া যায় সবচেয়ে বেশি সুদ ! মিলবে বাম্পার রিটার্ন

মূলত সারা বছর মুখে আমের স্বাদের চাহিদা মেটাতে এই আমসত্ত্ব অন্যতম ভূমিকা পালন করে। আম পাকার পর থেকেই আমসত্ত্ব তৈরি করার তোরজোড় শুরু হয় গ্রামের মহিলারা। বাড়িতে খাবার পাশাপাশি বাজারেও বিক্রি করা হয় আমসত্ত্ব।

advertisement

মালদহের কোতুয়ালী গ্রাম পঞ্চায়েতের আরাপুর, চলবন্দি গ্রামের অধিকাংশ বাড়িতে লক্ষ্য করা যায় আমসত্ত্ব তৈরির কাজ। আধুনিক যুগে একাধিক মেশিন যন্ত্র তৈরি হলেও আজও রোদ উঠলেই তড়িঘড়ি বাড়িতেই আমসত্ত্ব তৈরির জন্য লেগে পড়েন গ্রামের মহিলারা। তবে আমের মরসুমে কিছুটা হলেও এই আমসত্ত্ব তৈরি করে আর্থিকভাবে পরিবারের হাল ধরছেন মহিলারা।

advertisement

সেরা ভিডিও

আরও দেখুন
শীতের মরশুম এলেই গৃহবধূদের উপরি রোজগার! সংসার সামলে ছুটছেন মোয়ার দোকানে
আরও দেখুন

জিএম মোমিন।

Click here to add News18 as your preferred news source on Google.
ব্যবসা-বাণিজ্যের সব লেটেস্ট খবর ( Business News in Bengali) নিউজ 18 বাংলা-তে পেয়ে যাবেন, যার মধ্যে ব্যক্তিগত অর্থ, সঞ্চয় এবং বিনিয়োগের টিপস (সেভিংস ও ইনভেস্টমেন্ট টিপস) ব্যবসার উপায়ও জানতে পারবেন। দেখুন ব্রেকিং নিউজ এবং সব গুরুত্বপূর্ণ খবর অনলাইনে নিউজ 18 বাংলার লাইভ টিভি-তে ৷ এর পাশাপাশি ডাউনলোড করুন নিউজ 18 বাংলার অ্যাপ সব খবরের আপডেট পেতে ৷ News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
বাংলা খবর/ খবর/ব্যবসা-বাণিজ্য/
Money Making Tips: শুধু আম নয় আমের তৈরি এই জিনিস থেকেও আয় হবে হাজার হাজার টাকা
Open in App
হোম
খবর
ফটো
লোকাল