PM Kisan: আধার কার্ড ও পিএম কিষান যোজনায় দেওয়া নাম মিলছে না ? তাহলে কী করবেন ?
- Published by:Dolon Chattopadhyay
- news18 bangla
Last Updated:
PM Kisan: পিএম কিষান যোজনায় আপনার নাম ও আধার কার্ডের নাম মেলেনি? চিন্তার কিছু নেই। অনলাইন বা CSC-এর মাধ্যমে সহজেই এই সমস্যা সমাধান করা যায়। কীভাবে সংশোধন করবেন, জেনে নিন
advertisement
advertisement
কৃষকরা চাইলে PM-Kisan তালিকায় নিজেদের উপভোক্তার নাম চেক করতে পারেন। তবে খেয়াল রাখতে হবে, PM-Kisan তালিকায় যে নাম থাকবে, তা অবশ্যই আধার কার্ডের সঙ্গে মিলতে হবে। আধার ও পিএম কিষান যোজনায় দেওয়া নামের মধ্যে অমিল থাকলে, আটকে যেতে পারে কিস্তির টাকা । পিএম কিষান যোজনা সম্পূর্ণ ভাবে আধার-ভিত্তিক সঠিক যাচাইকরণের উপর নির্ভরশীল। PM-Kisan রেজিস্ট্রেশনে থাকা নাম ও আধার কার্ডে থাকা নামের মধ্যে সামান্য অমিল থাকলেও, তা পেমেন্ট বাতিল বা বিলম্বিত হওয়ার কারণ হতে পারে।
advertisement
advertisement
advertisement
advertisement