PM Kisan: আধার কার্ড ও পিএম কিষান যোজনায় দেওয়া নাম মিলছে না ? তাহলে কী করবেন ?

Last Updated:
PM Kisan: পিএম কিষান যোজনায় আপনার নাম ও আধার কার্ডের নাম মেলেনি? চিন্তার কিছু নেই। অনলাইন বা CSC-এর মাধ্যমে সহজেই এই সমস্যা সমাধান করা যায়। কীভাবে সংশোধন করবেন, জেনে নিন
1/7
জুন মাস প্রায় শেষ হতে চলেছে ৷ অনেকেই আশা করেছিলেন চলতি মাসের শেষে পিএম কিষান যোজনার টাকা অ্যাকাউন্টে ক্রেডিট হতে পারে ৷ তবে ২৫ জুন পর্যন্ত সরকারি ভাবে কোনও ঘোষণা করা হয়নি ৷ বিভিন্ন রিপোর্ট অনুযায়ী জুলাইয়ের শুরুর দিকে পিএম কিষানের টাকা পেতে পারেন কৃষকরা ৷
জুন মাস প্রায় শেষ হতে চলেছে ৷ অনেকেই আশা করেছিলেন চলতি মাসের শেষে পিএম কিষান যোজনার টাকা অ্যাকাউন্টে ক্রেডিট হতে পারে ৷ তবে ২৫ জুন পর্যন্ত সরকারি ভাবে কোনও ঘোষণা করা হয়নি ৷ বিভিন্ন রিপোর্ট অনুযায়ী জুলাইয়ের শুরুর দিকে পিএম কিষানের টাকা পেতে পারেন কৃষকরা ৷
advertisement
2/7
প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি জুন ২০২৪-এ PM-Kisan প্রকল্পের ১৭তম কিস্তির টাকা ট্রান্সফার করেছিলেন। অনেকেই অনুমান করেছিলেন, এ বছরও একই সময়ে কিস্তির টাকা দেওয়া হবে। তবে মাস শেষ হতে আর মাত্র কয়েক দিন বাকি এবং এখনও পর্যন্ত কোনও আনুষ্ঠানিক ঘোষণা করা হয়নি ৷
প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি জুন ২০২৪-এ PM-Kisan প্রকল্পের ১৭তম কিস্তির টাকা ট্রান্সফার করেছিলেন। অনেকেই অনুমান করেছিলেন, এ বছরও একই সময়ে কিস্তির টাকা দেওয়া হবে। তবে মাস শেষ হতে আর মাত্র কয়েক দিন বাকি এবং এখনও পর্যন্ত কোনও আনুষ্ঠানিক ঘোষণা করা হয়নি ৷
advertisement
3/7
কৃষকরা চাইলে PM-Kisan তালিকায় নিজেদের উপভোক্তার নাম চেক করতে পারেন। তবে খেয়াল রাখতে হবে, PM-Kisan তালিকায় যে নাম থাকবে, তা অবশ্যই আধার কার্ডের সঙ্গে মিলতে হবে। আধার ও পিএম কিষান যোজনায় দেওয়া নামের মধ্যে অমিল থাকলে, আটকে যেতে পারে কিস্তির টাকা । পিএম কিষান যোজনা সম্পূর্ণ ভাবে আধার-ভিত্তিক সঠিক যাচাইকরণের উপর নির্ভরশীল। PM-Kisan রেজিস্ট্রেশনে থাকা নাম ও আধার কার্ডে থাকা নামের মধ্যে সামান্য অমিল থাকলেও, তা পেমেন্ট বাতিল বা বিলম্বিত হওয়ার কারণ হতে পারে।
কৃষকরা চাইলে PM-Kisan তালিকায় নিজেদের উপভোক্তার নাম চেক করতে পারেন। তবে খেয়াল রাখতে হবে, PM-Kisan তালিকায় যে নাম থাকবে, তা অবশ্যই আধার কার্ডের সঙ্গে মিলতে হবে। আধার ও পিএম কিষান যোজনায় দেওয়া নামের মধ্যে অমিল থাকলে, আটকে যেতে পারে কিস্তির টাকা । পিএম কিষান যোজনা সম্পূর্ণ ভাবে আধার-ভিত্তিক সঠিক যাচাইকরণের উপর নির্ভরশীল। PM-Kisan রেজিস্ট্রেশনে থাকা নাম ও আধার কার্ডে থাকা নামের মধ্যে সামান্য অমিল থাকলেও, তা পেমেন্ট বাতিল বা বিলম্বিত হওয়ার কারণ হতে পারে।
advertisement
4/7
আপনার PM-Kisan নাম যদি আধারের সঙ্গে না মেলে, তাহলে কী করবেন?আপনি যদি এই সমস্যার সম্মুখীন হন, তাহলে নীচের উপায়ে নাম সংশোধন করতে পারেন:
আপনার PM-Kisan নাম যদি আধারের সঙ্গে না মেলে, তাহলে কী করবেন?আপনি যদি এই সমস্যার সম্মুখীন হন, তাহলে নীচের উপায়ে নাম সংশোধন করতে পারেন:
advertisement
5/7
অনলাইন পদ্ধতি:১. ভিজিট করুন: https://pmkisan.gov.in
২. 

‘Farmer Corner’ অপশনে ক্লিক করুন

৩. তারপর ‘Updation of Self Registered Farmer’ অপশনটি সিলেক্ট করুন

৪. আপনার আধার নম্বর, ক্যাপচা কোড দিন এবং সঠিক অপশনটি নির্বাচন করুন
অনলাইন পদ্ধতি:১. ভিজিট করুন: https://pmkisan.gov.in২.‘Farmer Corner’ অপশনে ক্লিক করুন৩. তারপর ‘Updation of Self Registered Farmer’ অপশনটি সিলেক্ট করুন৪. আপনার আধার নম্বর, ক্যাপচা কোড দিন এবং সঠিক অপশনটি নির্বাচন করুন
advertisement
6/7
এরপর আপনি আপনার নাম ও অন্যান্য তথ্য সংশোধন করতে পারবেন, যাতে তা আধার কার্ডের সঙ্গে মিলে যায়।
এরপর আপনি আপনার নাম ও অন্যান্য তথ্য সংশোধন করতে পারবেন, যাতে তা আধার কার্ডের সঙ্গে মিলে যায়।
advertisement
7/7
অফলাইন পদ্ধতি- আপনার নাম সংশোধন করার জন্য কাছের CSC (Common Service Centre) অথবা কৃষি দফতরের অফিসে যান এবং সঙ্গে নিয়ে যান:

আধার কার্ড

জমির কাগজপত্র

ব্যাঙ্ক পাসবুক

PM-Kisan আইডি (যদি থাকে)
অফলাইন পদ্ধতি-আপনার নাম সংশোধন করার জন্য কাছের CSC (Common Service Centre) অথবা কৃষি দফতরের অফিসে যান এবং সঙ্গে নিয়ে যান:আধার কার্ডজমির কাগজপত্রব্যাঙ্ক পাসবুকPM-Kisan আইডি (যদি থাকে)
advertisement
advertisement
advertisement