TRENDING:

Money Making Tips: বাজারে ব্যাপক চাহিদা! পুজোর আগে ছাদ বাগানে যা করলেন এই গৃহবধূ

Last Updated:

Money Making Tips: প্রতিদিন নিয়মিত ফুলের গাছগুলির পরিচর্যা করেন ছাদে। সকালে সূর্য উঠলেই ফোটে ওঠে ছাদ বাগানের ফুলগুলো।গামলায় পদ্ম ফুলের চারা রোপণ করে আয়ের দিশা দেখছেন মালদহের এই গৃহবধূ।

impactshort
ইমপ্যাক্ট শর্টসলেটেস্ট খবরের জন্য
advertisement
পদ্ম ফুল কাছের পরিচর্যা করছেন গৃহবধূ রমা মন্ডল
পদ্ম ফুল কাছের পরিচর্যা করছেন গৃহবধূ রমা মন্ডল
advertisement

পুজোর মরশুমে ব্যাপক চাহিদা থাকে এই ফুলের। বাজারে ৫০ থেকে ৬০ টাকা দরে বিক্রি হয় একটি ফুল। নিয়মিত সঠিকভাবে পরিচর্যা করলে আয় হবে ব্যাপক টাকা। চাষ জমি বা বাগান নয় বাড়ির ছাদেই ফুটবে শতাধিক ফুল। ছাদেই পদ্ম ফুল চাষ করে লাভবান হচ্ছেন মহিলারা।(ছবি ও তথ্য: জিএম মোমিন)

advertisement

ছাদ নয় যেন ফুলের বাগান! বাড়ির ছাদে পদ্ম ফুল ফুটিয়ে তাক লাগালেন এক সাধারণ গৃহবধূ। মালদহ শহরের কৃষ্ণ পল্লী নেতাজি কলোনি এলাকার বাসিন্দা রমা মন্ডল। প্রথমে শখ করে একটি গামলায় পদ্ম ফুলের চারা রোপন করেন। বর্তমানে একাধিক রকম ফুল ও ফলের গাছ রয়েছে তার ছাদে।(ছবি ও তথ্য: জিএম মোমিন)

advertisement

View More

প্রতিদিন নিয়মিত ফুলের গাছগুলির পরিচর্যা করেন ছাদে। সকালে সূর্য উঠলেই ফোটে ওঠে ছাদ বাগানের ফুলগুলো।গামলায় পদ্ম ফুলের চারা রোপণ করে আয়ের দিশা দেখছেন মালদহের এই গৃহবধূ। (ছবি ও তথ্য: জিএম মোমিন)

advertisement

বর্তমানে বাজারে বিক্রির পরিকল্পনা না থাকলেও আগামীতে পদ্ম ফুলের দোকান করার ইচ্ছা রয়েছে তার। মূলত মনসা পুজোতে পদ্ম ফুলের ব্যাপক চাহিদা থাকে। গৃহবধূ রমা মন্ডল জানান, “দুই বছর থেকে এই ছাদ বাগানে পদ্মফুল চাষ করছি। সারা বছর এমনি বাজারে ১০ টাকা থেকে ২০ টাকায় বিক্রি হয় পদ্ম ফুল। পদ্ম ফুল বিক্রি করে রোজগারের সুযোগ রয়েছে।(ছবি ও তথ্য: জিএম মোমিন)

advertisement

তিনি আরও জানান, শুধু পদ্ম ফুল নয় ছাদ বাগানে বিভিন্ন রকম ফল চাষ করি। বর্তমানে তার ছাদ বাগানে পদ্ম ফুলের পাশাপাশি নাকচাপা, অ্যাডেনিয়াম, গোলাপ, শিউলি ফুল এবং সাবেদা, জামরুল আতা ও মিয়াজাকি আমের গাছ‌ও রয়েছে। বাড়িতে খাওয়ার পাশাপাশি বেশি পরিমাণে হলে বাজারে বিক্রি করে থাকি। কিছু টাকা হলেও রোজগার হয়ে যায় ছাদ বাগানের ফুল ও ফল থেকে।(ছবি ও তথ্য: জিএম মোমিন)

সেরা ভিডিও

আরও দেখুন
পরিবেশবান্ধব থিমে মণ্ডপের গাছপালা যেন জীবন্ত, কাঁপাচ্ছে চন্দননগরের আলো
আরও দেখুন

পরিচর্যার জন্য সরাসরি ৬-৮ ঘণ্টা সূর্যালোক ও স্থির জল প্রয়োজন। পরিচর্যার ক্ষেত্রে বীজ অঙ্কুরিত হওয়ার পর প্রতিদিন জল পরিবর্তন করা প্রয়োজন। সাধারণত গ্রীষ্মকালে ফুল ফোটা শুরু হয় এবং জুন থেকে আগস্ট মাস পর্যন্ত এই পদ্ম ফুল ফোটা দেখা যায়। তবে মরশুমের পরও গৃহবধুর ছাদ বাগানের ফুল চাষ নজর কেড়েছে সকলের।(ছবি ও তথ্য: জিএম মোমিন)

বাংলা খবর/ খবর/ব্যবসা-বাণিজ্য/
Money Making Tips: বাজারে ব্যাপক চাহিদা! পুজোর আগে ছাদ বাগানে যা করলেন এই গৃহবধূ
Open in App
হোম
খবর
ফটো
লোকাল