অনেক সময় দেখা দেয় দক্ষতার অভাবের কারণে মৎস্যজীবীরা মাছ চাষ করে লোকসানের সম্মুখীন হন। সঠিক পদ্ধতি না জানার কারণে মাছ চাষের ক্ষেত্রে আর্থিক লোকসানেরও মুখে পড়তে হয় মৎস্যজীবীদের। যার ফলে অনেক সময় এই পেশা থেকে সরে দাঁড়ান মৎস্যজীবীরা। তবে সঠিক পদ্ধতি এবং প্রশিক্ষণ থাকলে আর্থিক লাভ মুনাফা অর্জন করতে পারবেন মৎস্যজীবীরা। তাই রাজ্য সরকারের উদ্যোগে মৎস্যজীবীদের বিশেষ প্রশিক্ষণ দেওয়া হল মালদহে।
advertisement
আরও পড়ুন: বিনিয়োগের জন্য সেরা, ৭ লাখ টাকা বিনিয়োগ করে ২০ লাখ টাকা লাভ ? সত্যি কী সম্ভব ?
জেলা মৎস্য আধিকারিক মোহন চ্যাটার্জি জানান, “মালদহ সহ উত্তরবঙ্গের অন্যান্য জেলার মৎস্যজীবীদের নিয়ে এই প্রশিক্ষণ শিবির অনুষ্ঠিত হচ্ছে। রুই, কাতলা, মৃগেল সহ ইত্যাদি নামিদামি মাছ ও রঙিন, সাদা মাছ সহ একাধিক মাছ চাষের পরিচর্যার পদ্ধতি শেখান হচ্ছে। পাশাপাশি মাছের পোনা তৈরীর ক্ষেত্রে কৃত্রিম কৌশল ব্যবহার ও সেই পোনা থেকে উন্নতমানের মাছ চাষের পরিচর্যার পদ্ধতি সহ ইত্যাদি বিষয়ে প্রশিক্ষণ দেওয়া হচ্ছে মৎস্যজীবীদের। ফার্ম এলাকার বড় পুকুর গুলোতে নিয়ে গিয়ে প্রশিক্ষণরত মৎস্যজীবীদের ব্যবহারিকভাবে অনুশীলন দেওয়া হচ্ছে। এর ফলে মৎস্যজীবীরা সমস্ত রকম উন্নত মানের মাছ চাষ করে আর্থিকভাবে লাভবান হতে পারবেন।”
আরও পড়ুন: পিএনবি গ্রাহকদের জন্য বিশেষ অফার ! আপনি কী কী সুবিধা পাবেন জেনে নিন
রাজ্য স্তরের প্রায় তিনটি জায়গায় এমন প্রশিক্ষণের ব্যবস্থা করেছে রাজ্য সরকার। সেইমত মালদহের বড় সাগরদিঘী মডেল ফিস ফার্মে প্রথম ধাপে উত্তরবঙ্গের মালদহ সহ অন্যান্য জেলার মোট ৬০ জন মৎস্যজীবীদের এই প্রশিক্ষণ দেওয়া হয়।
জিএম মোমিন।