TRENDING:

Money Making Tips: খরচ মাত্র ২০ হাজার টাকা, কিন্তু রোজগার আকাশছোঁয়া! এই ফসল চাষ করে ভাগ্যবদল করুন

Last Updated:

Money Making Tips: এক বিঘা জমিতে আখ চাষের জন্য ২০ থেকে ৩০ হাজার টাকা লাগে। সেই আখ বিক্রি করে এ বার ১ লাখ থেকে ১ লাখ ২০ হাজার টাকা উপার্জন হয়েছে।

impactshort
ইমপ্যাক্ট শর্টসলেটেস্ট খবরের জন্য
advertisement
দক্ষিণ ২৪ পরগনা: উত্তরপ্রদেশ থেকে আখের চারা এনে লক্ষাধিক টাকা লাভ করছেন উপকূলীয় এলাকার কৃষকরা। সাধারণত দক্ষিণ ২৪ পরগনার উপকূলীয় এলাকায় এই আখ চাষ খুব একটা হয় না। কিন্তু এই আখ চাষ করেই এই এলাকার কৃষকদের ভাগ্য ফিরতে পারে।
advertisement

এই কথা জানা গিয়েছে কৃষকদের মুখ থেকেই। এ নিয়ে কুমড়োপাড়ার এক কৃষক সৌরভ মণ্ডল বলেন, “উত্তরপ্রদেশ থেকে আখের চারা এনে শুরু হয়েছিল এই চাষ।”

আরও পড়ুন: জাঙ্ক ফুড মুখে তুলবে না বাড়ির ছোটরা, যদি একবার স্বাদ পায় এই খাস্তা, রসে চোবানো খাজার, কী লাগে বানাতে?

এখন প্রতি ১৪ থেকে ১৫ কাঠা জায়গার উপর লাভ হচ্ছে প্রায় ১ লাখ থেকে ১.৫ লাখ টাকা। এই কথার সঙ্গে একমত অশোক মণ্ডল নামের অপর এক চাষি। তিনি জানিয়েছেন, “এর আগে এখানে তেমন একটা আখ চাষ হত না। তবে এখন অনেকেই লাভ দেখে চাষ করছেন। তবে এই এলাকায় চাষ করতে হলে মাথায় রাখতে হবে জমি উঁচু করতে হবে। নাহলে কিন্তু আখ নষ্ট হয়ে যেতে পারে। একবার আখ চাষ করলে তার থেকেই পরবর্তী সময়ে আখের চারা পাওয়া যাবে সহজেই। যার ফলে লাভ হবে আরও বেশি। প্রাথমিক পর্যায়ে ২০ হাজার টাকার মত খরচ হলেও পরবর্তী বছরগুলিতে সেই খরচও প্রায় থাকেই না।”

advertisement

View More

সেরা ভিডিও

আরও দেখুন
লালগোলাতে রাজরাজেশ্বরী রূপে পূজিতা হন মা কালী! দেওয়া হয় ইলিশের ভোগ
আরও দেখুন

নবাব মল্লিক

বাংলা খবর/ খবর/ব্যবসা-বাণিজ্য/
Money Making Tips: খরচ মাত্র ২০ হাজার টাকা, কিন্তু রোজগার আকাশছোঁয়া! এই ফসল চাষ করে ভাগ্যবদল করুন
Open in App
হোম
খবর
ফটো
লোকাল