এই কথা জানা গিয়েছে কৃষকদের মুখ থেকেই। এ নিয়ে কুমড়োপাড়ার এক কৃষক সৌরভ মণ্ডল বলেন, “উত্তরপ্রদেশ থেকে আখের চারা এনে শুরু হয়েছিল এই চাষ।”
এখন প্রতি ১৪ থেকে ১৫ কাঠা জায়গার উপর লাভ হচ্ছে প্রায় ১ লাখ থেকে ১.৫ লাখ টাকা। এই কথার সঙ্গে একমত অশোক মণ্ডল নামের অপর এক চাষি। তিনি জানিয়েছেন, “এর আগে এখানে তেমন একটা আখ চাষ হত না। তবে এখন অনেকেই লাভ দেখে চাষ করছেন। তবে এই এলাকায় চাষ করতে হলে মাথায় রাখতে হবে জমি উঁচু করতে হবে। নাহলে কিন্তু আখ নষ্ট হয়ে যেতে পারে। একবার আখ চাষ করলে তার থেকেই পরবর্তী সময়ে আখের চারা পাওয়া যাবে সহজেই। যার ফলে লাভ হবে আরও বেশি। প্রাথমিক পর্যায়ে ২০ হাজার টাকার মত খরচ হলেও পরবর্তী বছরগুলিতে সেই খরচও প্রায় থাকেই না।”
advertisement
নবাব মল্লিক
ব্যবসা-বাণিজ্যের সব লেটেস্ট খবর ( Business News in Bengali) নিউজ 18 বাংলা-তে পেয়ে যাবেন, যার মধ্যে ব্যক্তিগত অর্থ, সঞ্চয় এবং বিনিয়োগের টিপস (সেভিংস ও ইনভেস্টমেন্ট টিপস) ব্যবসার উপায়ও জানতে পারবেন। দেখুন ব্রেকিং নিউজ এবং সব গুরুত্বপূর্ণ খবর অনলাইনে নিউজ 18 বাংলার লাইভ টিভি-তে ৷ এর পাশাপাশি ডাউনলোড করুন নিউজ 18 বাংলার অ্যাপ সব খবরের আপডেট পেতে ৷ News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
Location :
Kolkata [Calcutta],Kolkata,West Bengal
First Published :
May 17, 2025 1:07 PM IST
বাংলা খবর/ খবর/ব্যবসা-বাণিজ্য/
Money Making Tips: খরচ মাত্র ২০ হাজার টাকা, কিন্তু রোজগার আকাশছোঁয়া! এই ফসল চাষ করে ভাগ্যবদল করুন