TRENDING:

How To become Rich: কিছু না করেই হয়ে যেতে পারেন কোটিপতি! শুধু মেনে চলতে হবে এই টিপসগুলি

Last Updated:

দেখে নিন কোটিপতি হওয়ার সহজ কয়েকটি উপায় -

impactshort
ইমপ্যাক্ট শর্টসলেটেস্ট খবরের জন্য
advertisement
#নয়াদিল্লি: কয়েকটি সাধারন টিপস মেনে চললে আপনিও খুব সহজেই হয়ে উঠতে পারবেন কোটি কোটি টাকার মালিক ৷ এর জন্য সবচেয়ে গুরুত্বপূর্ণ জিনিস হল সঠিক সময়ে সঠিক জায়গায় বিনিয়োগ ৷ দেখে নিন কোটিপতি হওয়ার সহজ কয়েকটি উপায় -
advertisement

আগে ইনভেস্ট করুন-

সাধারনত বাজারের ওঠা-নামার উপর নজর রেখে সকলে বিনিয়োগের প্ল্যান করে থাকেন ৷ এর জন্য অনেক সময় ইনভেস্ট করতে দেরি হয়ে যায় ৷ তাই আগেই ইনভেস্ট করে ফেলুন এবং পরে অন্যান্য বিষয় নিয়ে চিন্তা ভাবনা করবেন ৷

বিনিয়োগ করুন আর ভুলে যান-

ইনভেস্ট করার জন্য খরচের উপরে লাগাম টানা, সঠিক সময়ে সঠিক টার্গেটে ইনভেস্ট করা এবং ইনভেস্ট করে ভুলে যাওয়া (buy right, sit tight’ to ‘fill it, shut it, forget , এই ফর্মুলায় কাজ করতে হবে ৷ এই নিয়ম মেনে চললেই কিছু না করে হয়ে যেতে পারেন কোটিপতি ৷

advertisement

আরও পড়ুন: জ্বালানির জ্বালা, অক্টোবরে ৫ টাকার বেশি দাম বাড়ল পেট্রোলের, দেখে নিন আজ কত হল

দীর্ঘ সময়ের ইনভেস্টমেন্টে হয়ে থাকে আয়

বাজারে ওঠা-নামা লেগেই থাকে ৷ কিন্তু ইনভেস্ট করে ভুলে যাওয়ার ট্রিক ফলো করলে এটা নিশ্চিত যে লম্বা সময়ের জন্য ইনভেস্টমেন্টে কেবল আয় করবেন ৷ এই ভাবে ইনভেস্ট করলে ২৫ বছর ধরে কিছু না করে কোটিপতি হয়ে যেতে পারেন ৷ সঠিক জায়গায় সঠিক সময়ে নিয়মিত ইনভেস্টমেন্ট করে যেতে হবে ৷ ইনভেস্টমেন্টের এই প্রক্রিয়া আপনার জন্য রোলার-কোস্টারের মতো হতে চলেছে ৷ বাজার ওঠার সঙ্গে সঙ্গে ইনভেস্টরদের টাকা বাড়তে থাকবে ৷

advertisement

আরও পড়ুন: রবিবার থেকে শুরু হচ্ছে 'অ্যাসাইনমেন্ট', প্রথম বড় দায়িত্বেই টগবগে তৃণমূলের বাবুল সুপ্রিয়!

ওঠার পাশাপাশি মার্কেট পড়তে থাকলে আপনার ইনভেস্টমেন্টের মূল্য কমতে থাকে ৷ লোকসান হওয়ারও সম্ভাবনা রয়েছে ৷ মনে রাখতে হবে বাজারে কয়েক বছর অন্তর অন্তর ২০ শতাংশের বেশি পতন দেখা যায় ৷ কিন্তু তার জন্য নিজেকে প্রস্তুত রাখতে হবে ৷ তাতে ভয় পেলে চলবে না ৷ ভয় পেয়ে তাড়াহুড়োতে কোনও ভুল সিদ্ধান্ত নেওয়া থেকে নিজেকে আটকাতে হবে ৷

advertisement

আরও পড়ুন: সাংসদ পদে পদত্যাগ সাঙ্গ, বাবুল সুপ্রিয়কে এবার বড় দায়িত্ব দিল তৃণমূল!

সেরা ভিডিও

আরও দেখুন
অতি উৎসাহীদের সাময়িক আনন্দে ব্যাপক ক্ষতি পরিবেশের! জঙ্গলে আগুন বিপদে ফেলছে সকলকে
আরও দেখুন

ইক্যুইটিতে বিনিয়োগের ক্ষেত্রবেশ কিছুটা ঝুঁকিপূর্ণ। কারণ সেক্ষেত্রে টাকা লোকসান হতে পারে। অবশ্য বাজার খারাপ থাকলে তবেই সেটা সম্ভব। কিন্তু বাকি ক্ষেত্রে বাজার ভাল থাকলে মোটা টাকা মুনাফা তোলেন বিনিয়োগকারীরা। কিন্তু যাঁরা এই ঝুঁকি নিতে প্রস্তুত বা ইচ্ছুক নন তাঁদের ক্ষেত্রে মিউচুয়াল ফান্ডে (Mutual Fund) বিনিয়োগ করা সুবিধা। কারণ তাতে ঝুঁকি নেই বললেই চলে। আর বিনিয়োগের অর্থের উপর রিটার্নও বেশ ভাল পাওয়া যায়।

advertisement

বাংলা খবর/ খবর/ব্যবসা-বাণিজ্য/
How To become Rich: কিছু না করেই হয়ে যেতে পারেন কোটিপতি! শুধু মেনে চলতে হবে এই টিপসগুলি
Open in App
হোম
খবর
ফটো
লোকাল