TRENDING:

Money Making Tips: বন্ধ চা বাগানের শ্রমিকরা খুঁজে পেলেন আয়ের নয়া দিশা! ছাতা-কাপড়ে করছেন সুক্ষ্ম সুক্ষ্ম কাজ, মিলছে ভাল টাকা

Last Updated:

শুধু দুটি কুঁড়ি ও একটি পাতার মধ্যে সীমাবদ্ধ নয়। চা শ্রমিকরা স্বনির্ভর হচ্ছে। কেউ ছাতা আবার কেউ কাপড়ে নকশা এঁকে স্বনির্ভরতার পথ খুঁজে পাচ্ছেন। সরকারি সাহায্যে এক শিবির থেকে তারা এই প্রশিক্ষণ নিয়েছেন।

impactshort
ইমপ্যাক্ট শর্টসলেটেস্ট খবরের জন্য
advertisement
কালচিনি, অনন্যা দে: শুধু দু’টি কুঁড়ি ও একটি পাতার মধ্যে সীমাবদ্ধ নয়। চা শ্রমিকরা স্বনির্ভর হচ্ছে। কেউ ছাতা আবার কেউ কাপড়ে নকশা এঁকে স্বনির্ভরতার পথ খুঁজে পাচ্ছেন। সরকারি সাহায্যে এক শিবির থেকে তারা এই প্রশিক্ষণ নিয়েছেন। মধু চা বাগানের মহিলা চা শ্রমিকরা খুঁজে নিয়েছেন আয়ের বিকল্প পথ।
advertisement

কেউ নানা হাতের কাজের মাধ্যমে ডিজাইন করছে শাড়িতে, কেউ আবার জামা, ছাতা ও ব্যাগে। সম্প্রতি বাগানে এক সরকারি শিবিরে অংশগ্রহণ করে বন্ধ মধু চা বাগানের শ্রমিক ও তাদের পরিবারের সদস্যরা। ইতিমধ্যেই মধু চা বাগানের একাধিক শ্রমিক ও শ্রমিক পরিবারের সদস্যরা মিলে তৈরি করেছে সমবায় সমিতি। যেখানে নিজের হাতে তৈরি গয়না, জৈব সার তৈরি করে বিক্রির পর আদিবাসী-সহ অন্যান্য সম্প্রদায়ের পোশাক বিক্রির জন্য ইতিমধ্যেই ‘বাগানিয়ার বাজার’ অর্থাৎ, চা শ্রমিকদের নিজস্ব বাজার বলে একটি দোকানও খুলেছেন তারা।

advertisement

আরও পড়ুন: পাম্প চুরি করতে এসে কেলেঙ্কারি চোরের! হাত কেটে ফালা ফালা, গোয়েন্দাগিরি করে ধরে ফেললেন স্থানীয়রা

View More

এবার এই সমবায়ের উদ্যোগে ও সরকারি সাহায্যে আয়োজিত হয় হস্তশিল্পের বিশেষ শিবির। যেখানে বন্ধ বাগানের শ্রমিক ও শ্রমিক পরিবারের মেয়েরা নিজেদের হাতের কাজের মাধ্যমে শাড়ি, জামা, ছাতা, ব্যাগে নকশা করছেন। আর আগামীতে এই সকল সামগ্রী শ্রমিক মহল্লার মেয়েদের তরফে তৈরি ‘বাগানিয়ার বাজারের’ মাধ্যমে বিক্রি করা হবে বলেও জানানো হয়। এছাড়াও উত্তরবঙ্গের বিভিন্ন মেলায় চলে যাবেন তারা।

advertisement

আপনার শহরের হাসপাতাল এবং চিকিৎসকদের নামের তালিকা পেতে এখানে Click করুন

সেরা ভিডিও

আরও দেখুন
সেনাবাহিনীর জন্য আধুনিক প্রযুক্তির স্মার্ট সু-গাড়ি! মালদহের পড়ুয়াদের তাক লাগানো আবিষ্কার
আরও দেখুন

এর ফলে শুধু বাগানে সীমাবদ্ধ না থেকে শ্রমিক ও তার পরিবারের সদস্যদের অন্য কর্মসংস্থানও পথও খুলবে বলে আশাবাদী উদ্যোক্তারা। সরস্বতী তির্কি নামের এক যুবতী জানান, “বাগান কখন খোলে আর কখন বন্ধ হয় তা বলা মুশকিল। আমরা নিজেদের বাগানের কাজে আটকে রাখতে চাই না। আমরা হাতের কাজ শিখছি।”

advertisement

বাংলা খবর/ খবর/ব্যবসা-বাণিজ্য/
Money Making Tips: বন্ধ চা বাগানের শ্রমিকরা খুঁজে পেলেন আয়ের নয়া দিশা! ছাতা-কাপড়ে করছেন সুক্ষ্ম সুক্ষ্ম কাজ, মিলছে ভাল টাকা
Open in App
হোম
খবর
ফটো
লোকাল