Who is the lucky million visitor: আর লক্ষতে আটকে নেই, কোটি দর্শক দর্শন করে ফেললেন দিঘার জগন্নাথ মন্দির, চিনে নিন কোন ভাগ্যবান হলেন কোটিতম দর্শক, কোথা থেকে এলেন তিনি
- Reported by:Madan Maity
- hyperlocal
- Published by:Debalina Datta
Last Updated:
Who is the lucky million visitor: ইতিহাস গড়ল দিঘা জগন্নাথ ধাম, এক কোটি দর্শনার্থীর মাইলফলক স্পর্শ করল দিঘা জগন্নাথ ধাম।
advertisement
1/6

দিঘা: ২৮ ডিসেম্বর দিঘা জগন্নাথ মন্দিরে এক স্মরণীয় মুহূর্তের সাক্ষী থাকল ভক্তরা। দিঘার জগন্নাথ ধামে দর্শনার্থীর সংখ্যা এক কোটির মাইলফলক ছুঁয়ে ফেলল। এদিন মন্দিরে উপস্থিত হন এক কোটিতম দর্শনার্থী। এই উপলক্ষে মন্দির কর্তৃপক্ষের উদ্যোগে তাঁকে বিশেষভাবে সম্মান জানান হয়। চলতি বছরের ৩০ এপ্রিল দিঘার বালুমাটিতে জগন্নাথ ধামের দ্বার খুলে যায় ভক্তদের জন্য। পুরীর পরে দিঘায় জগন্নাথ দেবের এই নতুন রূপ খুব অল্প সময়ের মধ্যেই ভক্তদের আকর্ষণের কেন্দ্রে পরিণত হয়েছে।
advertisement
2/6
মন্দির উদ্বোধনের পর থেকেই প্রতিদিন হাজার হাজার দর্শনার্থী আসছেন আসছেন।পুরীর পর দিঘার জগন্নাথ ধাম এখন দেশ-বিদেশের ভক্তদের কাছে পরিচিত এক তীর্থক্ষেত্র। অস্ট্রেলিয়া, আমেরিকা, রাশিয়া-সহ বিভিন্ন দেশ থেকেও ভক্তরা এসে প্রভু জগন্নাথের দর্শন করেছেন। মন্দির উদ্বোধনের পর থেকে ভক্তদের স্রোতে সমুদ্র সৈকতের শহর দিঘা ধীরে ধীরে তীর্থনগরীর চেহারা নিয়েছে। পর্যটন শহর হিসেবে পরিচিত দিঘার পরিচয়ের সঙ্গে যুক্ত হয়েছে এক নতুন ধর্মীয় পরিচিতি। প্রতিদিন ভক্তদের ভিড়ে মুখর হয়ে উঠছে মন্দির চত্বর ও সংলগ্ন এলাকা।
advertisement
3/6
এই বিপুল দর্শনার্থীর সংখ্যা নির্ভুলভাবে নথিভুক্ত করার জন্য মন্দির চালুর পর থেকেই বসান হয় আধুনিক প্রযুক্তি-নির্ভর ফুট কাউন্ট মেশিন।
advertisement
4/6
সেই হিসাব অনুযায়ী রবিবার দুপুরে দর্শনার্থীর সংখ্যা এক কোটিতে পৌঁছায়। এদিন প্রতীকী ভাবে এক শিশুকন্যাকে এক কোটিতম দর্শনার্থী হিসেবে চিহ্নিত করা হয়। কলকাতার টালিগঞ্জের বাসিন্দা কাকলি জানা নামের ওই শিশুকন্যা বাবা-মায়ের সঙ্গে জগন্নাথ ধাম দর্শনে এসেছিল। মন্দির কর্তৃপক্ষের তরফে তাকে ফুলের মালা, মহাপ্রসাদ ও বিশেষ সম্মান তুলে দেওয়া হয়।
advertisement
5/6
দিঘা জগন্নাথ ধাম ট্রাস্টি কমিটির অন্যতম সদস্য রাধারমন দাস বলেন, “এক কোটিতম ভক্তের আগমন শুধু একটি সংখ্যার সাফল্য নয়। এটি জগন্নাথদেবের সর্বজনীন গ্রহণযোগ্যতার প্রতিফলন। আজ দিঘার জগন্নাথ ধাম জাতি, সংস্কৃতি ও হৃদয়ের মিলনস্থল।”
advertisement
6/6
নতুন বছরকে সামনে রেখে প্রতিদিন যেভাবে ভক্তদের সংখ্যা বাড়ছে, তাতে জগন্নাথ ধাম যে দিঘার অন্যতম প্রধান আকর্ষণ হয়ে উঠেছে, তা স্পষ্ট। বর্ষবরণের রাতেও মন্দিরে বিশেষ আলোকসজ্জার ব্যবস্থা রাখা হয়েছে। দিনভর নানা ধর্মীয় ও সাংস্কৃতিক কর্মসূচির আয়োজন করা হয়েছে। বিশেষ নৃত্যানুষ্ঠানও রয়েছে-input- Madan Maity
বাংলা খবর/ছবি/দক্ষিণবঙ্গ/
Who is the lucky million visitor: আর লক্ষতে আটকে নেই, কোটি দর্শক দর্শন করে ফেললেন দিঘার জগন্নাথ মন্দির, চিনে নিন কোন ভাগ্যবান হলেন কোটিতম দর্শক, কোথা থেকে এলেন তিনি