বিভিন্ন পুজো অনুষ্ঠান ঘিরে বিভিন্ন হাট বাজারে শোলার ফুলের বেশ কদর হয়ে ওঠে। শুধু তাই নয়, শোলার তৈরি বিভিন্ন মালা ও ফুল হাটবাজার শোভা পাই। দুর্গাপুজোর পাশাপাশি লক্ষ্মীপুজো, কালীপুজো, ঘটপুজো ও মাঘী পূর্ণিমায় শোলার ফুলের চাহিদা বেশি থাকে। এ ধরনের বিভিন্ন পুজোকে সামনে রেখে কারুশিল্পীরা বাহারি নকশায় শোলার ফুল তৈরি করে বাজারে খুচরা ও পাইকারি বিক্রির কাজে ব্যস্ত সময় পার করছেন।
advertisement
আরও পড়ুন: সোনা আসল না নকল ? এবার ঘরে বসেই কয়েক মিনিটে সোনার বিশুদ্ধতা পরীক্ষা করতে পারবেন !
মূলত এরা বিভিন্ন এলাকা থেকে শোলা সংগ্রহ করে কয়েকদিন রোদে শুকিয়ে পুজোর উপকরণ হিসেবে মজুত করে রাখে। এ প্রসঙ্গে এক মহিলা কারিগর তিনি জানান তাদের নিজেদের সংসার সামলে কাজের ফাঁকে অবসর সময় শোলা সংগ্রহ ও ফুল তৈরি করে সিজনে হাজার হাজার টাকা আয় করেন। বাজারে সবকিছুর মূল্যবৃদ্ধির কারণে এ বছর শোলার ফুলের দাম তুলনামূলকভাবে অনেকটা বেশি হবে বলে মনে করেন তারা।
আরও পড়ুন: রেকর্ড উচ্চতায় সোনা-রুপোর দাম, এখন বিনিয়োগ কৌশল কী হওয়া উচিত? জেনে নিন
৪০ থেকে ৩০০ টাকা বা তারও বেশি দামের ফুল রয়েছে তাদের কাছে। বহু প্রজন্ম ধরে তারা এই গ্রামের অনেকেই শোলার ফুল তৈরি করে আর্থিকভাবে স্বাবলম্বী হয়েছেন। এই এলাকায় ১০/১৫জন কারুশিল্পী রয়েছে। তারা পূর্ব পুরুষের ঐতিহ্যকে ধরে রেখেছেন। শোলার ফুল তৈরি করে সিজনে তাদের মধ্যে অনেকেই লাখ টাকারও বেশি আয় করছেন।
সুমন সাহা