প্রাচীনকাল থেকেই পশুপালন মানুষের জীবিকার অংশ। বর্তমান সময়ে দাঁড়িয়েও পশুপালনের মাধ্যমে স্বাবলম্বী হওয়া সম্ভব, তা প্রমাণ করছেন উত্তর ২৪ পরগনার সন্দেশখালি ও হিঙ্গলগঞ্জের ঝর্ণা মণ্ডল, চামেলি গায়েনরা। উন্নত প্রজাতির ব্ল্যাক বেঙ্গল ছাগল পালন করে তারা ঘরে বসেই আয় করছেন। প্রথমে দু-চারটি ছাগল দিয়ে শুরু করেছিলেন।
advertisement
আরও পড়ুন: রফতানির চিন্তা নেই, এই চাষ করলে স্থানীয় বাজারেই বিক্রি হবে মুহূর্তে
কয়েক বছর ঘুরতেই এখন তাদের কাছে ৪০-৫০টি করে ছাগল রয়েছে। বিক্রি করে ভাল মুনাফা পাচ্ছেন তারা। তবে তবে তার কাছে বেশিরভাগ ব্ল্যাক বেঙ্গল ছাগল থাকলেও ব্ল্যাক বেঙ্গল ছাগলের পাশাপাশি বেশ কিছু বিদেশি প্রজাতির ছাগলও আছে।
আরও পড়ুন: মাসে ১২,৫০০ টাকা বিনিয়োগ করে ১৫ বছরে পেয়ে যেতে পারেন ৪০ লাখ টাকা ! দেখে নিন কীভাবে…
সুন্দরবন এলাকার গ্রামের বধুরা বর্তমান সময়ে স্বাবলম্বী হওয়ার জন্য সরকারিভাবে ছাগল বা তার খাদ্য প্রদান করা হয়। কিন্তু চামেলী গায়েনেদের দাবি যদি কোন রকম ভাবে সরকারি সহযোগিতা পান তাহলে তিনি আরও বড় পরিসরে ছাগল চাষ করতে পারবেন। তবে সুন্দরবনের মতো প্রত্যন্ত গ্রাম্য এলাকায় এভাবে ছাগল চাষে স্বনির্ভরতা এলাকার অনেক মানুষই তাকে কুর্নিশ জানিয়েছেন।
জুলফিকার মোল্যা