TRENDING:

Money Making Ideas: বিদেশি ঘাস থেকে আয় হচ্ছে হাজার হাজার টাকা ! দেখে নিন কী করতে হবে

Last Updated:

Money Making Ideas: কৃষি ও পতিত জমি এবং বাড়ির আশপাশে চাষ হচ্ছে এই ঘাস। খড়ের চেয়ে এখন এই ঘাসের চাহিদা অনেক বেশি।

impactshort
ইমপ্যাক্ট শর্টসলেটেস্ট খবরের জন্য
advertisement
উত্তর ২৪ পরগনা : বিদেশি ঘাস চাষে সম্ভাবনাময় উৎপাদনে লাভের দিশা কৃষকদের। এবার উন্নত প্রজাতির বিদেশি ঘাস চাষ করে একদিকে যেমন গবাদি পশুর যেমন খাবার জোগান দিচ্ছে ঠিক তেমনি এই ঘাস চাষ করে লাভের মুখ দেখছে বসিরহাটের বাদুড়িয়ার কৃষকরা। দিনদিন বাড়ছে আফ্রিকান এই নেপিয়ার ঘাস চাষ। উন্নত জাতের এই ঘাস গবাদিপশুর খাদ্য চাহিদা মিটিয়ে কৃষকরা আয় করছেন হাজার হাজার টাকা। খড়ের বিকল্প গরু-ছাগল-সহ অন্যান্য গবাদিপশুকে খাদ্য হিসেবে দেওয়া হচ্ছে নেপিয়ার ঘাস। খড়ের দামের তুলনায় এই ঘাস সাশ্রয়ী হওয়াতে পশু পালনকারীরাও ঝুঁকছেন। আবার অনেকেই এই ঘাস চাষ করে হচ্ছেন আত্মনির্ভরশীল।
advertisement

এলাকায় কৃষি ও পতিত জমি এবং বাড়ির আশপাশে চাষ হচ্ছে এই ঘাস। খড়ের চেয়ে এখন এই ঘাসের চাহিদা অনেক বেশি। কৃষক ও খামারিরা নেপিয়ার ঘাস চাষে উদ্যোগী হয়ে উঠছেন। বিশেষত খড়ের বিকল্প হিসেবে ব্যবহৃত হচ্ছে বিদেশি জাতের এই ঘাস। নেপিয়ার ঘাসের চাষে তেমন পরিশ্রম করতে হয় না। কৃষকরা অল্প পুঁজি বিনিয়োগ করে লাভবান হচ্ছেন।

advertisement

আরও পড়ুন: সোনার দামে বদল ! দেখে নিন কলকাতায় ১ ভরির দাম কত হল

এ জাতের ঘাস রোপণের এক থেকে দু’মাসের মাথায় কাটার উপযোগী হয়ে যায়। দ্বিতীয় পর্যায়ে গোড়া থেকে চারা গজায়। সে ক্ষেত্রে কয়েক সপ্তাহের মধ্যে কাটার উপযোগী হয়। একটি গোছা থেকে ১২-১৫ কেজি ঘাস হয়। একটি গরুর জন্য প্রতিদিন ৭-১০ কেজি ঘাস প্রয়োজন হয়।

advertisement

View More

একবার বীজ বুনলে বা চারা রোপণ করলে কয়েক বছর ঘাস পাওয়া যায়। ফলে খরচ কম হয়। উত্তর ২৪ পরগনার বসিরহাট মহাকুমার বাদুড়িয়ার হায়দারপুর এলাকায় এই প্রজাতির ঘাসের চাষ হচ্ছে। প্রাকৃতিক দুর্যোগের কারণে ধান চাষের বিচুলি নষ্ট হয়ে খড়ের দাম বেশি হওয়ায় এখন এই ঘাস খাওয়ানো হচ্ছে।

আরও পড়ুন: ‘Lakh’ না ‘Lac’ কোনটা সঠিক ? Lac লিখলে চেক কি বাতিল হয়ে যাবে ?

advertisement

নেপিয়ার ঘাস চাষ গরুর খাবারের চাহিদা মিটছে। এই ঘাস চাষের জন্য বীজ বোনা এবং চারা লাগানো যায়। বীজ বুনলে দেড় মাস এবং চারা লাগালে এক মাসের মধ্যে ঘাস বড় হয়ে যায়। প্রতিমাসে অল্প ফসফেট, পটাশ এবং ইউরিয়া সার দিতে হয়। মাঝে মধ্যে একটু সেচও দিতে হয়।

সেরা ভিডিও

আরও দেখুন
লালগোলাতে রাজরাজেশ্বরী রূপে পূজিতা হন মা কালী! দেওয়া হয় ইলিশের ভোগ
আরও দেখুন

জুলফিকার মোল্লা

advertisement

বাংলা খবর/ খবর/ব্যবসা-বাণিজ্য/
Money Making Ideas: বিদেশি ঘাস থেকে আয় হচ্ছে হাজার হাজার টাকা ! দেখে নিন কী করতে হবে
Open in App
হোম
খবর
ফটো
লোকাল